IPL 2025: বুধবার মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস (GT vs RR)। শুভমান গিলের নেতৃত্বাধীন টাইটান্স শিবির মরসুমের প্রথম ম্যাচটাতে হেরে বসেছিলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। মুম্বই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের উপরের দিকে। সেই ধারাবাহিকতা ঘরের মাঠে বজায় রাখাই লক্ষ্য হবে তাদের। ফর্মে থাকা সাই সুদর্শন, শেরফেন রাদারফোর্ড বা জস বাটলাররা চিন্তা কমাচ্ছেন অধিনায়ক শুভমানের। বল হাতে ট্রাম্প কার্ড হতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণা। অন্যদিকে আইপিএলের (IPL) শুরুতেই বেশ ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে রাজস্থানকে। তারা প্রথম দুটি ম্যাচে হেরেছিলো। তবে চেন্নাই ও পাঞ্জাবকে হারিয়ে প্রত্যাবর্তনের আভাস দিয়েছেন সঞ্জু স্যামসরাও। যশস্বী জয়সওয়াল, জোফ্রা আর্চাররা হতে পারেন তাদের মুশকিল আসান।
Read More: IPL 2025: “ঘোড়া পায়না ঘাস আর গাধায় খায় চবনপ্রাস…” মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং ক্রুনাল পান্ডিয়া !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ২৩
তারিখ- ০৯/০৪/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এখানে দুই ধরণের পিচ রয়েছে। লাল মাটির পিচে খানিক বাড়তি বাউন্স চোখে পড়ে। কৃষ্ণমৃত্তিকা দ্বারা নির্মিত বাইশ অপেক্ষাকৃত মন্থর গতির হয়। ফলে কার্যকরী হতে পারেন স্পিনাররা। তবে সাম্প্রতিক অতীতে আহমেদাবাদে বোলিং ব্রিগেডের চেয়ে ব্যাটারদের দাপটই বেশী চোখে পড়েছে। চলতি আইপিএলেও উঠেছে একাধিক বড় স্কোর। গুজরাত-রাজস্থান ম্যাচেও তেমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত মোট ৩৭টি আইপিএল (IPL) ম্যাচ এখানে আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ১৭টি ম্যাচে। আর বাকি ২০টিতে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। শিশিরের ফ্যাক্টর মাথায় রেখে টসজয়ী অধিনায়ক বুধবার প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আহমেদাবাদে বুধবার মুখোমুখি হওয়ার কথা গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের (GT vs RR)। আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত হতে পারে। জানা গিয়েছে যে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। আহমেদাবাদের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৫ শতাংশ। এছাড়া বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
GT vs RR হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৬
- গুজরাতের জয়- ০৫
- রাজস্থানের জয়- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৩ উইকেটে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

গুজরাত টাইটান্স (GT)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক) ✈️, ওয়াশিংটন সুন্দর, শেরফেন রাদারফোর্ড ✈️, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈️, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক) ✈️, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈️, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- শেরফেন রাদারফোর্ড ✈️/ঈশান্ত শর্মা, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, আর্শাদ খান, মানব সুতার।
রাজস্থান রয়্যালস (RR)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রাণা, শিমরণ হেটমায়ার ✈️, ধ্রুব জুরেল, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈️, জোফ্রা আর্চার ✈️, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয় সিং।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রাণা, শিমরণ হেটমায়ার ✈️, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈️, জোফ্রা আর্চার ✈️, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, কুমার কার্তিকেয় সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার- ফজলহক ফারুখি ✈️, শুভম দুবে/তুষার দেশপাণ্ডে, কুণাল রাঠৌর, আকাশ মাধওয়াল, যুধবীর সিং চরক।
GT vs RR Dream 11 Prediction-
ব্যাটার- সাই সুদর্শন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল
অলরাউন্ডার- শেরফেন রাদারফোর্ড
উইকেটরক্ষক- জস বাটলার, সঞ্জু স্যামসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা
বোলার- আর সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জোফ্রা আর্চার
অধিনায়ক- সাই সুদর্শন
সহ-অধিনায়ক- মহম্মদ সিরাজ
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।