ipl-2025-goenka-trolled-as-rahul-wins-match-for-dc

IPL 2025: গত বছরের লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ। অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের অবিশ্বাস্য ব্যাটিং-এর সৌজন্যে একাদশতম ওভারেই জয় ছিনিয়ে নিয়েছিলো ‘অরেঞ্জ আর্মি।’ সেদিন উপ্পলের মাঠে দাঁড়িয়ে সুপারজায়ান্টস শিবিরের তৎকালীন অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) রীতিমত তুলোধোনা করতে দেখা যায় দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। অপমান চুপচাপ হজম করেছিলেন কর্ণাটকের ক্রিকেটার। মাঠে কোনো প্রতিক্রিয়া দেন নি। তবে ২০২৫-এর আগে তিনি যে লক্ষ্ণৌ ছাড়বেন সেই সিদ্ধান্তে সম্ভবত সিলমোহর পড়েছিলো সেদিনই। এরপর নভেম্বরে জেড্ডার মেগা নিলামে দিল্লীতে যোগ দেন রাহুল। আজ লক্ষ্ণৌর ঘরের মাঠে নতুন জার্সিতে ম্যাচ জিতিয়ে রাহুল যেন সেদিনের সেই অপমানের জবাবই দিয়ে গেলেন গোয়েঙ্কাকে। পুষে রাখা ক্ষোভ, অপমান সবকিছু ফিরিয়ে দিলেন পারফর্ম্যান্স দিয়েই।

Read More: IPL 2025: “পালিয়ে বাঁচতে পারলো না…” সাতে নেমেও শূন্য পন্থের, ২৭ কোটির তারকাকে তুলোধোনা নেটদুনিয়ার !!

বিশাখাপত্তনমের মাঠে দুই দল যখন মুখোমুখি হয়েছিলো এই আইপিএলে (IPL), তখন খেলতে পারেন নি রাহুল। কন্যাসন্তানের জন্মের কারণে অব্যাহতি নিয়েছিলেন। আজ বুঝিয়ে দিলেন শ্রেষ্ঠত্ব। করুণ নায়ার দ্রুত আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন তিনি। অভিষেক পোড়েলের সাথে দুরন্ত পার্টনারশিপ গড়েন। ১৬০ রানের প্রয়োজন ছিলো দিল্লীর (DC)। তাই অহেতুক ঝুঁকি না নিয়ে উইকেট বাঁচিয়ে খেলার দিকেই ঝুঁকেছিলেন দু’জনে। অভিষেক (Abishek Porel) আউট হওয়ার পরেও ইনিংসকে টেনে নিয়ে যান রাহুল (KL Rahul)। নতুন জুটি গড়েন অক্ষর প্যাটেলের (Axar Patel) সাথে। ১৩ বল বাকি থাকতে তাঁরা দু’জনই মরসুমের ষষ্ঠ জয় এনে দিলেন দিল্লী’কে। ‘অসাধারণ পারফর্ম্যান্স,’ রাহুলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একজন। ‘হীরে চিনতে পারেন নি গোয়েঙ্কা,’ তোপ দেগেছেন আরও এক অনুরাগী। ‘এখন নিশ্চয় বুঝবেন কি হারালেন,’ জানিয়েছেন অন্য এক নেটিজেন।

নেটদুনিয়ার রাহুল (KL Rahul) বন্দনার পাশাপাশি আজ শুভেচ্ছা কুড়িয়েছেন বাংলার দুই ক্রিকেটারও। তাঁরা-মুকেশ কুমার ও অভিষেক পোড়েল (Abishek Porel)। ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে লক্ষ্ণৌ ব্যাটিং-এর মেরুদণ্ড ভাঙেন মুকেশ। ‘এমন স্পেল আরও চাই,’ আবদার জনৈক দিল্লী ভক্তের। ‘গতির তারতম্যে ব্যাটারদের ধোঁকা দিতে ওর জুড়ি মেলা ভার,’ লিখেছেন আরও একজন। রাহুলের মতই আজ অর্ধশতক করেন অভিষেক’ও। ‘ওকে রিটেন করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি,’ হুগলীর তরুণকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একজন। ‘যত দিন যাচ্ছে ততই টপ-অর্ডারে অপরিহার্য্য হয়ে উঠছে ও। এবার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা,’ মন্তব্য আরেক নেটিজেনের। ‘মুকেশ-অভিষেকদের ভালো পারফর্ম্যান্স বাংলার ক্রিকেটের জন্য ভালো খবর,’ ম্যাচ শেষে ট্যুইট করেছেন আরও এক ক্রিকেটপ্রেমী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: নতুন অধিনায়ক ঘোষণা করলো রাজস্থান, প্রাক্তন কেকেআর তারকা পেলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *