IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত রবিবার তীরে এসে তরী ডুবেছিলো দিল্লী ক্যাপিটালসের (DC)। টানা চার ম্যাচ জয়ের পর হারের সম্মুখীন হয়েছিলেন অক্ষর প্যাটেলরা। হারাতে হয়েছিলো লীগ তালিকায় শীর্ষস্থান। বিপর্যয় সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোই আপাতত লক্ষ্য তাঁদের। মুম্বইয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন করুণ নায়ার (Karun Nair)। রাজস্থানের বিরুদ্ধে বুধবার প্রথম একাদশে জায়গা নিশ্চিত তাঁর। যদি ফাফ দু প্লেসি সুস্থ হয়ে ওঠে তাহলে জেক ফ্রেজার-ম্যাকগার্ককে বসতে হবে রিজার্ভ বেঞ্চে। এছাড়াও অভিষেক পোড়েল, আশুতোষ শর্মাদের ব্যাটের দিকেও নজর থাকবে সমর্থকদের। অন্যদিকে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে বেশ চাপে রাজস্থান (RR)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে দিল্লীকে তাদের ঘরের মাঠে হারাতেই হবে সঞ্জু স্যামসন। রিয়ান, জোফ্রা বা যশস্বীরা তফাত গড়ে দিতে পারেন অরুণ জেটলি স্টেডিয়ামে।
Read More: IPL 2025: দম ফুরিয়েছে ‘বুড়ো ঘোড়া’ রাসেলের, পাঞ্জাব বধে নাইটদের হাতিয়ান এই বিধ্বংসী ক্রিকেটার !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ৩২
তারিখ- ১৬/০৪/২০২৫
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Arun Jaitley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। এখানে বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়কই হয়ে থাকে। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ড বড় শট মারার সুযোগ করে দেয় ব্যাটারদের। দ্রুর রান উঠতে দেখা যায়। অষ্টাদশতম আইপিএলে (IPL) মাত্র একটি ম্যাচ এখনও অবধি আয়োজিত হয়েছে এই মাঠে। সেখানেও দুই ইনিংস মিলিয়ে প্রায় ৪০০ রান উঠতে দেখা গিয়েছে। বুধবারও আকাশছোঁয়া স্কোরের প্রত্যাশা রয়েছে বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে যে অরুণ জেটলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে ৯০টি আইপিএল (IPL) ম্যাচ। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪৩। রান তাড়া করে জয় এসেছে ৪৬টি ম্যাচে। আর অমীমাংসিত থেকেছে ১টি ম্যাচ। টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
Delhi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

দিল্লীতে আগামীকাল সম্মুখসমরে ক্যাপিটালস ও রয়্যালস বাহিনী। হাওয়া অফিস জানিয়েছে যে গরমে পুড়বে রাজধানী। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রী। যেহেতু সন্ধ্যে বেলায় খেলা সেহেতু উষ্ণতা বিরাট অস্বস্তির কারণ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ পরিষ্কার থাকবে। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ শতাংশ হতে পারে। এছাড়া খেলার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
DC vs RR হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ সংখ্যা- ২৯
- দিল্লীর জয়- ১৪
- রাজস্থানের জয়- ১৫
- শেষ সাক্ষাতে ফলাফল- দিল্লী ২০ রানে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

দিল্লী ক্যাপিটালস (DC)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
করুণ নায়ার, ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
করুণ নায়ার, ফাফ দু প্লেসি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- অভিষেক পোড়েল/মুকেশ কুমার, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ত্রিপুরাণা বিজয়, দর্শন নলকাণ্ডে, সমীর রিজভি।
রাজস্থান রয়্যালস (RR)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নীতিশ রাণা, ধ্রুব জুরেল, শিমরণ হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নীতিশ রাণা, ধ্রুব জুরেল, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয় সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার- কুমার কার্তিকেয় সিং/শুভম দুবে, কুণাল রাঠৌর, যুধবীর সিং চরক, আকাশ মাধওয়াল, তুষার দেশপাণ্ডে।
DC vs RR Dream 11 Prediction-
ব্যাটার- করুণ নায়ার, ট্রিস্টান স্টাবস, যশস্বী জয়সওয়াল
অলরাউন্ডার- রিয়ান পরাগ, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল
উইকেটরক্ষক- কে এল রাহুল
বোলার- মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, সন্দীপ শর্মা, জোফ্রা আর্চার
অধিনায়ক- করুণ নায়ার
সহ-অধিনায়ক- ট্রিস্টান স্টাবস
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2025: ট্রফি জিততে দুর্দান্ত চাল প্রীতি জিন্টার, এই লাকি চার্ম’কে দিলেন দলের অধিনায়কত্ব !!