ipl-2025-csk-vs-dc-dream-11-prediction

IPL 2025: ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছিলো চেন্নাই সুপার কিংস। কিন্তু এরপর টানা দুটি অ্যাওয়ে ম্যাচে জুটেছে পরাজয়। সেই গ্লানি মুছে ফেলার সংকল্প নিয়েই শনিবার ঘরে ফিরছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। চেপকে সুপার কিংস শিবিরের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। লক্ষ্ণৌ ও হায়দ্রাবাদের বিরুদ্ধে টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে তারা। অক্ষর প্যাটেলের দল যদি শনিবার অপরাজিত তকমা ধরে রাখতে পারে তাহলে পৌঁছে যাবে লীগ তালিকার শীর্ষে। সব মিলিয়ে এই জমজমাট দ্বৈরথের প্রত্যাশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা। হোমগ্রাউন্ডে স্পিনকে অস্ত্র করতে পারে চেন্নাই। নূর আহমেদ, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজার দিকে নজর থাকবে সকলের। দিল্লীও বাজি ধরতে পারে অক্ষর ও কুলদীপের উপর। এছাড়া চেন্নাইয়ের ঋতুরাজ বা দিল্লীর রাহুলও হতে পারেন তুরুপের তাস।

Read More: IPL 2025 LSG vs MI: রোহিত শর্মা’র ফর্ম নিয়ে রয়েছে প্রশ্ন, লক্ষ্ণৌর বিরুদ্ধে স্পিনকে হাতিয়ার করছে মুম্বই ইন্ডিয়ান্স !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ১৭

তারিখ- ০৫/০৪/২০২৫

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | IPL | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপকে পাঁচ বারের চ্যাম্পিয়ন সুপার কিংস শিবিরের মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস (CSK vs DC)। সাধারণত স্পিন সহায়ক মন্থর উইকেটই চোখে পড়ে এই মাঠে। বাড়তি সুবিধা পান স্পিনাররা। পেসারদের উইকেটের সন্ধানে আস্থা রাখতে হয় স্লোয়ার ডেলিভারির উপর। শনিবারের ম্যাচেও উইকেটের সেই চরিত্রই বজায় থাকার সম্ভাবনা। চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন দুই দলের ব্যাটিং তারকারা। এখানে আজ অবধি ৮৭টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৫০টিতে প্রথম ব্যাটিং করা দল জয় লাভ করেছে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৩৭। যেহেতু দিনের বেলা ম্যাচ তাই শিশির বড় ফ্যাক্টর হবে না চেন্নাই বনাম দিল্লী ম্যাচে। টস জয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।

Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Chennai Weather Forecast | Image: Twitter
Chennai Weather Forecast | Image: Twitter

শনিবার দুপুরে চেপক স্টেডিয়ামে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস (CSK vs DC)। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ক্রিকেটের পথে কাঁটা ছড়াবে না বলেই আশা বিশেষজ্ঞদের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৩ শতাংশ হতে পারে। যেহেতু দুপুরের ম্যাচ, সেহেতু আর্দ্রতা বড়সড় চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটারদের জন্য। খেলার সময় বায়ুর গতিবেগ থাকতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

CSK vs DC হেড টু হেড পরিসংখ্যান-

CSK vs DC | IPL | Image: Getty Images
CSK vs DC | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩০
  • চেন্নাইয়ের জয়- ১৯
  • দিল্লীর জয়- ১১
  • শেষ সাক্ষাতে ফলাফল- দিল্লী ২০ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

CSK vs DC | IPL | Image: Getty Images
CSK vs DC | IPL | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রচিন রবীন্দ্র ✈️, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, জেইমি ওভারটন ✈️, মাথিশা পথিরাণা ✈️, নূর আহমেদ ✈️।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রচিন রবীন্দ্র ✈️, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, শিবম দুবে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, জেইমি ওভারটন ✈️, মাথিশা পথিরাণা ✈️, নূর আহমেদ ✈️, খলিল আহমেদ।

ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল ত্রিপাঠী/খলিল আহমেদ, নাথান এলিস ✈️, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুডা।

দিল্লী ক্যাপিটালস-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

জেক ফ্রেজার-ম্যাকগার্ক ✈️, ফাফ দু প্লেসি ✈️, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক ✈️, কুলদীপ যাদব, মোহিত শর্মা।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

জেক ফ্রেজার-ম্যাকগার্ক ✈️, ফাফ দু প্লেসি ✈️, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক ✈️, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।

ইমপ্যাক্ট প্লেয়ার- আশুতোষ শর্মা/মুকেশ কুমার, টি.নটরাজন, দর্শন নলকাণ্ডে, সমীর রিজভি, ডোনোভান ফেরেইরা ✈️।

CSK vs DC Dream 11 Prediction-

ব্যাটার- রচিন রবীন্দ্র ✈️, ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়

অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা

উইকেটরক্ষক- কে এল রাহুল, অভিষেক পোড়েল

বোলার- নূর আহমেদ ✈️, কুলদীপ যাদব, মাথিশা পথিরাণা ✈️, মিচেল স্টার্ক ✈️

অধিনায়ক- নূর আহমেদ

সহ-অধিনায়ক- ঋতুরাজ গায়কোয়াড়

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2025: আইপিএলের মাঝপথে নেতৃত্ব খোয়ালেন তারকা ক্রিকেটার, পুরনো মুখে আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *