IPL 2024: শেষ আইপিএল খেলতে চলেছেন এই RCB তারকা, টুর্নামেন্ট শুরুর আগেই করলেন কনফার্ম !!

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিবারের মত এই বছর সম্পূর্ণ টুর্নামেন্টের সূচি অবশ্য প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। ২০২৪ সালে দেশে রয়েছে সাধারণ নির্বাচন। নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্যই […]

এম চিন্নাস্বামী স্টেডিয়াম

ভারতের এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। পূর্বে এই স্টেডিয়ামটি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নামে পরিচিত ছিল। পরবর্তী সময় মঙ্গলম চিন্নাস্বামীর নাম অনুসারে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এম চিন্নাস্বামী ছিলেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে কর্নাটক সরকারের তত্ত্বাবধানে ১৯৬৯ সালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ১৯৭০ সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। ১৯৭২-৭৩ মরসুমে প্রথম এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম শ্রেণীর ম্যাচ খেলা শুরু হয়।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের তথ্যসমূহ:

পূর্ববর্তী নাম: কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
ঠিকানা: মহাত্মা গান্ধী রোড, শিবাজি নগর, বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত, ৫৬০০০১
আয়তন: ১৩৪ মিটার × ১২৭ মিটার
আসন সংখ্যা: ৪০,০০০
তত্বাবধায়ক” কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন
কিউরেটর: নারায়ণ রাজু

লোকেশন: https://maps.app.goo.gl/GYJYu1ccZumxRsB68

আন্তর্জাতিক ম্যাচের তথ্য:

  • প্রথম পুরুষদের টেস্ট ম্যাচ- ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর, ১৯৭৪: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
  • প্রথম পুরুষদের ওডিআই ম্যাচ- ২৬ সেপ্টেম্বর, ১৯৮২: ভারত বনাম শ্রীলঙ্কা
  • প্রথম পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচ- ২৫ ডিসেম্বর, ২০১২: ভারত বনাম পাকিস্তান
  • প্রথম মহিলা টেস্ট ম্যাচ- ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর, ১৯৭৬: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
  • প্রথম মহিলা ওডিআই ম্যাচ- ১২ ডিসেম্বর, ১৯৯৭: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা
  • প্রথম মহিলা টি-টোয়েন্টি ম্যাচ- ৩০ নভেম্বর, ২০১৪: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচ-

১) ১৯৭৪ সালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ এবং ভিভ রিচার্ডস আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

২) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় দলের প্রথম টেস্ট জয় আসে ১৯৭৭ সালে। ইংল্যান্ডকে ১৪০ রানে হারিয়েছিল ব্লু ব্রিগেডরা। ভগবৎ চন্দ্রশেখর ম্যাচে ভারতের হয়ে ৯ টি উইকেট সংগ্রহ করেছিলেন

৩) ১৯৯৬ সালের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল পাকিস্তানকে ৩৯ রানে পরাজিত করে।

৪) ২০১০ সালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শচীন তেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ২১৪ রানের ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেই  ভারতীয় টেস্ট দলে অভিষেক করেছিলেন চেতেশ্বর পূজারা।

৫) ২০১৩ সালে রোহিত শর্মা এই ঐতিহাসিক স্টেডিয়ামে একদিনের ক্রিকেটে তার প্রথম দ্বিশতরান করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ১৫৮ বলে ২০৯ রান সংগ্রহ করেছিলেন তিনি। রোহিতের ব্যাট থেকে এসেছিল ১৬ টি ছয়।

৬) ২০১৮ সালে আফগানিস্তান দল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে এক ইনিংস এবং ২৬২ রানে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল।

৭) ২০২২ সালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় দল দিন-রাতের পিঙ্ক টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল। সেই ঐতিহাসিক ম্যাচে ঋষভ পান্থ ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করে রেকর্ড গড়েন। অন্যদিকে এই ম্যাচে জসপ্রীত বুমরাহ ভারতের মাটিতে প্রথম এক ইনিংসে ৫ টি উইকেট সংগ্রহ করেছিলেন।

৮) ২০১৩ সালে আইপিএলে বেঙ্গালুরুর ঐতিহাসিক স্টেডিয়ামে ক্রিস গেল এক ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অপরাজিত ১৭৫ রান সংগ্রহ করে রেকর্ড গড়েন। এটা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

৯) ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এক ইনিংসে ২৮৭ রান তুলে নেয়। এটা এখনও পর্যন্ত আইপিএলে করা এক ইনিংসের সর্বোচ্চ রান।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্নাবলী (FAQs)-

১) এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত?

উঃ কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজী নগরে অবস্থিত‌।

২) এম চিন্নাস্বামী স্টেডিয়ামের আসন সংখ্যা কতো?

উঃ ৪০,০০০

৩) এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পূর্বে কী নাম ছিল?

উঃ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

৪) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ কবে, কাদের মধ্যে খেলা হয়েছিল?

উঃ ১৯৭৪ সালের ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা হয়েছিল।

৫) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচ কবে, কাদের মধ্যে খেলা হয়েছিল?

উঃ ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছিল।