বছর তিনেক আগেও ক্রিকেটের মূলস্রোত থেকে এক প্রকার হারিয়েই গিয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রতিভাবান স্পিনারের আত্মবিশ্বাস ঠেকেছিলো তলানিতে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে তাঁর জায়গা হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকেও। ২০২২-এর আইপিএলের আগে দিল্লী ক্যাপিটালসে যোগদানই নতুন করে তাঁকে এনে ফেলে লাইমলাইটে। বাম হাতি লেগস্পিনের জাদুতে আরও একবার বিশ্বকে মোহিত করেন উত্তরপ্রদেশের […]
কুলদীপ যাদব (Kuldeep Yadav)
কুলদীপ যাদব (Kuldeep Yadav)
কুলদীপ যাদব (Kuldeep Yadav) হলেন একজন বাঁহাতি চায়নাম্যান বোলার যিনি ভারতীয় ক্রিকেট দলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্বকারী (Kuldeep Yadav Career) প্রথম বাঁহাতি কব্জি স্পিন বোলার এবং ওডিআইতে দুটি হ্যাটট্রিক করা ভারতের জার্সি গায়ে প্রথম বোলার। যাদব তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করেছেন। কুলদীপ বল হাতে উল্লেখযোগ্য কিছু রেকর্ড অর্জন করেছেন এবং দেশ ও ম্যাচ উইনিং স্পেলের জন্য প্রশংসিত হয়েছেন। যাদবের মোট আয় মোট ৩০ কোটির কাছাকাছি এবং তিনি Adidas এবং Oppo-এর সাথে যুক্ত রয়েছেন (Kuldeep Yadav Salary and Net Worth)।
কুলদীপ যাদব ১৪ ডিসেম্বর ১৯৯৪ সালে উত্তর প্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা রাম সিং যাদব একজন ইট ভাটার মালিক এবং তার মা ঊষা যাদব একজন গৃহিণী। তার তিন বোন আছে: আনুশকা সিং যাদব, মধু যাদব এবং অনিতা যাদব (Kuldeep Yadav Family)। কুলদীপের বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো ছিল এবং তার বাবা চেয়েছিলেন তিনি ক্রিকেটার হন। তিনি প্রথমে ওয়াসিম আকরামের মতো ফাস্ট বোলার হতে চেয়েছিলেন, কিন্তু তার কোচ কপিল পান্ডের পরামর্শে তিনি বাঁহাতি স্পিনার (চায়নামান) হয়ে যান। স্পিন বোলিং দিয়েই এখন ক্রিকেটকে জয় করেছেন তিনি। দেশ হোক কিংবা আইপিএল, সব জায়গাতেই তিনি এখন ম্যাচ উইনার হয়ে উঠেছেন।
Kuldeep Yadav Biography in Bengali-
সম্পূর্ণ নাম | কুলদীপ যাদব |
ডাকনাম | কেডি |
জন্মস্থান | উন্নাও, উত্তরপ্রদেশ |
জন্মতারিখ | ১৪ ডিসেম্বর, ১৯৯৪ |
উচ্চতা | ৫ ফিট ৬ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | ভারত |
আইপিএল দল | দিল্লি ক্যাপিটালস |
জার্সি নম্বর | ২৩ |
ব্যাটিং-এর ধরণ | বাঁ হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | বাঁ হাতি পেসার |
ক্রিকেটীয় ভূমিকা | স্পিন বোলার |
স্ত্রী-র নাম | অবিবাহিত |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | ধনু |
শখ | ফুটবল খেলা দেখা |
পঠনপাঠন | করম দেবী মেমোরিয়াল একাডেমি ওয়ার্ল্ড স্কুল, কানপুর |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @kuldeep_18 |
ফেসবুক প্রোফাইল | @KuldeepYadav |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @imkuldeep18 |
Kuldeep Yadav Debut in International Cricket-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ২৫/০৩/২০১৭ | অস্ট্রেলিয়া | ধর্মশালা |
ওয়ান ডে | ২৩/০৬/২০১৭ | ওয়েস্ট ইন্ডিজ | ত্রিনিদাদ |
টি-২০ | ০৯/০৭/২০১৭ | ওয়েস্ট ইন্ডিজ | জামাইকা |
Kuldeep Yadav Stats in Bengali-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | ১২ | ১৯১ | ৪০ | ১৩.৬ | ২৮.৯০ | ০০ | ০০ | ৫৩ |
ODI | ১০৩ | ১৯০ | ১৯ | ১০.০ | ৬৬.২০ | ০০ | ০০ | ১৬৮ |
T20i | ৩৫ | ৪৬ | ২৩ | ১১.৫ | ৭৮.০০ | ০০ | ০০ | ৫৯ |
IPL | ৭৭ | ১৩৭ | ১৬ | ১৩.৭ | ৭৭.৪০ | ০০ | ০৫ | ৭৭ |
Kuldeep Yadav Teams-
ভারত, ভারত U19, কলকাতা নাইট রাইডার্স, সেন্ট্রাল জোন, ভারত A, উত্তর প্রদেশ, ভারত AT20, ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশ, ইন্ডিয়া রেড, রেস্ট অফ ইন্ডিয়া, এশিয়া একাদশ, দিল্লি ক্যাপিটালস।
Kuldeep Yadav Records in Bengali-
- টেস্ট ক্রিকেটে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী প্রথম বাঁহাতি কব্জি স্পিন বোলার।
- ওয়ানডেতে একজন বাঁহাতি স্পিন বোলারের সেরা বোলিং পরিসংখ্যান (৬/২৫)।
- ভারতের হয়ে প্রথম বোলার যিনি ওয়ানডেতে দুটি হ্যাটট্রিক করেছেন।
- টেস্ট ক্রিকেটে অভিষেকে চার উইকেট নেওয়া তৃতীয় বোলার।
- চেতন শর্মা ও কপিল দেবের পর ভারতের হয়ে ওডিআইতে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার।
- যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমারের পর তৃতীয় ভারতীয় যিনি টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করেছেন।
Kuldeep Yadav Salary and Net Worth-
- আইপিএল ২০২৪- ২ কোটি টাকা
- টেস্ট- ১৫ লক্ষ টাকা
- ওয়ানডে- ৬ লক্ষ টাকা
- টি-২০- ৩ লক্ষ টাকা
- ভারতীয় বোর্ড- ১ কোটি টাকা
- মোট নেট ওয়ার্থ- ৩০ কোটি টাকা
Kuldeep Yadav Car Collection in Bengali-
গাড়ির নাম | দাম (ভারতীয় টাকায়) |
ফোর্ড ইকো স্পোর্টস | ১৫ লক্ষ+ |
অডি এ সিক্স | ৫৫ লক্ষ + |
Kuldeep Yadav Brand Endorsements in Bengali-
- অ্যাডিডাস
- ওপো
- আনঅ্যাকাডেমি
- উত্তরপ্রদেশ ইলেকশন কমিশন
- গুড গেমার ফ্যান্টাসি স্পোর্টস
কুলদীপ যাদব সম্পর্কিত প্রশ্ন-উত্তর (FAQs)
বাঁ হাতে বল করার পাশাপাশি বাঁ হাতে ব্যাট করেন কুলদীপ।
কুলদীপ যাদব একজন বাঁ হাতি কব্জি স্পিনার।
কুলদীপ যাদবের ছোটবেলার কোচের নাম কপিল পান্ডে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি।
২০১৭ সালে দেশের হয়ে অভিষেক হয় কুলদীপ যাদবের।