T20 World Cup: রশিদের ঘূর্ণিতে মাত নিউজিল্যান্ড, ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক !!

T20 World Cup: কুড়ি-বিশের ক্রিকেটে ‘ফেভারিট’ শব্দটার ব্যবহার সম্ভবত শেষ হতে চলেছে চলতি বিশ্বকাপের (T20 World Cup) পরেই। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) রুদ্ধশ্বাস লড়াইতে পিছনে ফেলেছে পাকিস্তানকে (PAK), দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (WI) রান তাড়া করতে ১৯ ওভার অবধি অপেক্ষা করিয়েছে পাপুয়া নিউ গিনি’র (PNG) মত ওশিয়ানিয়ার ছোট্ট এক দেশ, তাতে ম্যাচ শুরুর আগেই কাউকে […]

ঈশ সোধি (Ish Sodhi)-

১৯৯২ সালের ৩১ অক্টোবর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় এক শিখ পরিবারে জন্ম হয় ইন্দরবির সিং সোধি’র। ক্রিকেটদুনিয়ায় তিনি ঈশ সোধি (Ish Sodhi) নামেই অধিক পরিচিত। তাঁর বাবা রাজবীর সিং সোধি পেশার চিকিৎসক, মা সিমরন সোধি ছিলেন শিক্ষিকা (Ish Sodhi Family)। ঈশের যখন বয়স চার বছর, তখন ভারত ছেড়ে তাঁর পরিবার চলে আসে নিউজিল্যান্ডে। অকল্যান্ডের পাপাটোটো শহরতলিতে বসবাস শুরু করে সোধি পরিবার। সেখানেই বেড়ে ওঠেন তিনি। ক্রিকেটের হাতেখড়িও নিউজিল্যান্ডেই। নর্দার্ন-ডিস্ট্রিক্টের হয়ে ২০১২-১৩ মরসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্লাঙ্কেট শিল্ডে প্রথম মাঠে নামেন তিনি। লেগ স্পিনার হিসেবে নজর কাড়ার পর বেশীদিন অপেক্ষা করতে হয় নি জাতীয় দলের ডাকের জন্য। ২০১৩ সালেই বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে টেস্ট অভিষেক হয় তাঁর। ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে টি-২০ ও ওডিআই অভিষেকও হয়েছিলো তাঁর (Ish Sodhi Debut)। অভিষেকের পর এক দশক কেটে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে সমান দাপটের সাথে খেলে যাচ্ছেন তিনি। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দল’কে। ব্যক্তিগত জীবনে হিউম্যান রিসোর্স ম্যানেজারের পেশায় যুক্ত থাকা অ্যাঞ্জেলিনা’কে বিবাহ করেছেন তিনি (Ish Sodhi Wife)।

বাংলায় ঈশ সোধি’র বায়োগ্রাফি (Ish Sodhi Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ইন্দরবির সিং সোধি
ডাকনাম ঈশ
জন্মস্থান লুধিয়ানা, পাঞ্জাব, ভারত
জন্মতারিখ ৩১ অক্টোবর, ১৯৯২
উচ্চতা ৬ ফিট (১৮৩ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল নিউজিল্যান্ড
আইপিএল দল
জার্সি নম্বর ৬১
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা লেগ স্পিন বোলার
স্ত্রী -র নাম অ্যাঞ্জেলিনা সোধি
সন্তানের নাম
রাশিচিহ্ন বৃশ্চিক
শখ সিনেমা দেখা, বাস্কেটবল
পঠনপাঠন পাপাটোটো হাইস্কুল, অকল্যান্ড
ইন্সটাগ্রাম প্রোফাইল @ic3_odi
ফেসবুক প্রোফাইল @IshSodhi
ট্যুইটার (X) হ্যান্ডেল @ish_sodhi

ঈশ সোধির আন্তর্জাতিক অভিষেক (Ish Sodhi International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ০৯/১০/২০১৩ বাংলাদেশ চট্টগ্রাম
ওয়ান ডে ০২/০৮/২০১৫ জিম্বাবুয়ে হারারে
টি-২০ ০৫/০৭/২০১৪ ওয়েস্ট ইন্ডিজ ডোমিনিকা

ঈশ সোধির কেরিয়ার পরিসংখ্যান (Ish Sodhi Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট রান
Test ২০ ৫৭ ৬/৮৬ ৪৩.২২ ৩.৬৯ ০১ ০০ ৫৪৬
ODI ৫১ ৬৩ ৬/৩৯ ৩৫.৭৩ ৫.৫২ ০১ ০০ ২০১
T20i ১১৭ ১৩৮ ৪/২৮ ২২.৯৭ ৭.৯৯ ০০ ০০ ১৭৭
IPL ০৮ ০৯ ৩/২৬ ২২.৪৪ ৬.৭০ ০০ ০০ ০৬
FC ৯৬ ৩০৮ ৭/৩০ ৩৩.৪১ ৩.৫০ ১২ ০২ ২৬৮৩
List-A ১১২ ১৪৫ ৬/৩৯ ৩২.১১ ৫.১২ ০১ ০০ ৫৮৭
T20 ২৬৯ ২৯৫ ৬/১১ ২৪.৩৮ ৭.৮৫ ০৬ ০০ ৪০২

যে দলগুলির হয়ে খেলেছেন ঈশ সোধি (Ish Sodhi Teams in Bengali)-

নিউজিল্যান্ড, অকল্যান্ড অনুর্দ্ধ-১৯, নিউজিল্যান্ড-এ, রাজস্থান রয়্যালস, ওয়েলস ফায়ার (মেন), অ্যাডিলেড স্ট্রাইকার্স, ক্যান্টারবেরি, নিউজিল্যান্ড অনুর্দ্ধ-১৯, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, অকল্যান্ড অনুর্দ্ধ-১৭, জামাইকা তালওয়াস, নর্দার্ন ডিস্ট্রিক্ট, ট্রেন্ট রকেটস (মেন)।

ঈশ সোধির রেকর্ড ও কৃতিত্বসমূহ (Ish Sodhi Records and Achievements)-

  • পুরুষদের টি-২০ ক্রিকেটে ঈশ সোধি চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী। তাঁর সামনে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদী, আফগানিস্তানের রশিদ খান ও বাংলাদেশের শাকিব আল হাসান।
  • পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে প্রতিপক্ষ ব্যাটারকে কট অ্যান্ড বোল্ড আউট করেছেন ঈশ সোধি। ১০ বার নিজের বোলিং-এর ফলো থ্রু’তে নিজেই নিয়েছেন ক্যাচ (Ish Sodhi Achievements)।
  • ২০১৬-১৭ মরসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে বিগ ব্যাশ লীগ খেলার সময় সিডনি থাণ্ডারের বিরুদ্ধে ১১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন ঈশ সোধি। যা কিনা বিগ ব্যাশ লীগের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান। লাসিথ মালিঙ্গার ৬/৭ রয়েছে শীর্ষে।
  • ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ৬৩ রান করেন ঈশ সোধি। টেস্ট ইতিহাসে কিউইদের হয়ে ১০ নম্বরে নেমে এর চেয়ে বেশী রান এক ইনিংসে করেন নি কেউই।

ঈশ সোধির নেট ওয়ার্থ (Ish Sodhi Net Worth in Bengali)-

ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ কোটি টাকা।

ঈশ সোধি সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (FAQs)-

ঈশ সোধি'র জন্ম কোথায়?

ভারতের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ঈশ সোধি।

ঈশ সোধি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন?

ঈশ সোধি আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।

ঈশ সোধি'র পুরো নাম কি?

ঈশ সোধি'র পুরো নাম ইন্দরবির সিং সোধি।

কোন দেশের বিরুদ্ধে ঈশ সোধি প্রথম টেস্ট খেলেন?

ঈশ সোধি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলেছেন।

ঈশ সোধি কোন আইপিএল দলের হয়ে খেলেছেন?

ঈশ সোধি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।