আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল (Ireland National Cricket Team)-
ক্রিকেটদুনিয়ার ভবিষ্যতের পাওয়ার হাইজ হয়ে ওঠার সম্ভাবনা যে দলগুলির মধ্যে দেখছেন বিশেষজ্ঞরা, তাদের মধ্যে থাকবে আয়ারল্যান্ড (Ireland)। ১১তম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। তারা টেস্ট, ওডিআই ও টি-২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নিয়মিত অংশগ্রহণ করে থাকে। ১৯৯৩ সালে অ্যাসোসিয়েট মর্যাদা পেয়েছিলো আয়ারল্যান্ড দল (Ireland Cricket Team)। তখন থেকেই আইসিসি আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে এসেছে তারা। প্রথম বড় সাফল্য এসেছিলো ২০০৭ সালে। যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলো সবুজ জার্সিধারী দল। আবির্ভাবেই পাকিস্তানকে হারিয়ে সাড়া ফেলেছিলো তারা। এরপর ২০১১ সালে ভারতের মাঠে তারা বিশ্বকাপের (ICC World Cup) আসরে হারিয়েছিলো ইংল্যান্ডকে। ২০১৫ সালের পর আর ওডিআই বিশ্বকাপ খেলা হয় নি তাদের। তবে ৮টি টি-২০ বিশ্বকাপ খেলেছে তারা। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপেই ইতিমধ্যেই র্যাঙ্কিং-এর কারণে যোগ্যতা অর্জন করে ফেলেছে আয়ারল্যান্ড। ২০২৪ সালে পাকিস্তানকে টি-২০তে হারিয়ে নজর কেড়েছিলো তারা।
আয়ারল্যান্ড দল সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (Ireland General Information in Bengali)-
সম্পূর্ণ নাম
আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল
ডাকনাম
মেন ইন গ্রিন, গ্রিন অ্যান্ড হোয়াইট
স্থাপনা
১৮৮৮
নিয়ামক সংস্থা
ক্রিকেট আয়ারল্যান্ড
সভাপতি/চেয়ারম্যান
ব্রায়ান ম্যাকনিস
হেড কোচ
হেনরিখ মালান
ক্যাপ্টেন
পল স্টার্লিং (ওডিআই ও টি-২০), অ্যান্ড্রু বালবির্ণি (টেস্ট)
আয়ারল্যান্ড ক্রিকেট দলের ইতিহাস (History of Ireland Cricket Team in Benagli)-
আয়ারল্যান্ডের মাটিতে প্রথম ক্রিকেট ম্যাচটি আয়োজিত হয়েছিলো ১৭৩১ সালে। মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ডের সেনাবাহিনী ও জেন্টলমেন অফ আয়ারল্যান্ড। ম্যাচটি হয়েছিলো ফিনিক্স পার্কে (History of Cricket in Ireland)।
১৯৯৩ সালে আইসিসি কর্তৃক অ্যাসোসিয়েট নেশনের মর্যাদা পায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। প্রথমবার তারা বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ করে ১৯৯৪ সালে। গ্রুপে সপ্তম স্থানে শেষ করেছিলো তারা। ১৯৯৭ সালে বাছাই পর্বের সেমিফাইনালে পৌঁছে স্বপ্নভঙ্গ হয় আয়ারল্যান্ডের। স্কটল্যান্ডের কাছে হেরে ১৯৯৯ সালের বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় তারা।
২০০৫ সালে প্রথমবার আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে আয়ারল্যান্ড। ঘরের মাঠে আইসিসি ট্রফি অবশ্য সেই বছর জেতা হয় নি তাদের। হারতে হয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
২০০৫-এর আইসিসি ট্রফি রানার্স আপ হয়ে ২০০৭-এর ওডিআই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তারা (Ireland Team’s First Success in Cricket)।
২০০৬ সালের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টোরমন্টের মাঠে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে আয়ারল্যান্ড। মাঠে উপস্থিত ছিলেন ৭৫০০ দর্শক। ৩৮ রানে সেই ম্যাচে হেরে যায় আয়ারল্যান্ড।
২০১৭ সালের ২২ জুন আইসিসি’র পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়া হয় আয়ারল্যান্ডকে। ২০১৮ সালে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেন আইরিশরা। ম্যালাহাইডের মাঠে তারা হারে ৫ উইকেটে।
বর্তমান আয়ারল্যান্ড স্কোয়াড (Current Ireland Squad in Bengali)-
আয়ারল্যান্ড ওডিআই স্কোয়াড (Irish ODI Squad)-
নাম
ভূমিকা
জার্সি নম্বর
পল স্টার্লিং (অধিনায়ক)
ব্যাটার
১
মার্ক অ্যাডেয়ার
বোলার
৩২
অ্যান্ডি বালবির্ণি
ব্যাটার
৩
কার্টিস ক্যাম্ফার
অলরাউন্ডার
৮৫
ব্যারি ম্যাকার্থি
বোলার
৬০
গ্যারেথ ডেলানি
ব্যাটার
৬৪
জর্জ ডকরেল
অলরাউন্ডার
৫০
স্টিফেন ডোহেনি
ব্যাটার
২০
গ্রাহাম হিউম
বোলার
৪১
ম্যাথিউ হামফ্রিস
বোলার
১১
জশুয়া লিটল
বোলার
৮২
অ্যান্ডি ম্যাকব্রিন
বোলার
৩৫
বেন হোয়াইট
বোলার
৮৬
হ্যারি টেকটর
ব্যাটার
১৩
লোরকান টাকার
উইকেটরক্ষক
৩
ক্রেগ ইয়ং
বোলার
৪৪
থিও ফন ওরকম
অলরাউন্ডার
—
আয়ারল্যান্ডের টি-২০ স্কোয়াড (Irish T20i Squad)-
নাম
ভূমিকা
জার্সি নম্বর
পল স্টার্লিং (অধিনায়ক)
ব্যাটার
১
মার্ক অ্যাডেয়ার
বোলার
৩২
অ্যান্ডি বালবির্ণি
ব্যাটার
৩
কার্টিস ক্যাম্ফার
অলরাউন্ডার
৮৫
গ্যারেথ ডেলানি
ব্যাটার
৬৪
জর্জ ডকরেল
অলরাউন্ডার
৫০
গ্রাহাম হিউম
বোলার
৪১
জশুয়া লিটল
বোলার
৮২
ব্যারি ম্যাকার্থি
বোলার
৬০
নিল রক
উইকেটরক্ষক
৫
হ্যারি টেকটর
ব্যাটার
১৩
লোরকান টাকার
উইকেটরক্ষক
৩
বেন হোয়াইট
বোলার
৮৬
ক্রেগ ইয়ং
বোলার
৪৪
রস অ্যাডেয়ার
ব্যাটার
১৫
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড (Irish Test Squad)-
নাম
ভূমিকা
অ্যান্ডি বালবির্ণি (অধিনায়ক)
ব্যাটার
জেমস ম্যাককুলম
ব্যাটার
পিটার মুর
উইকেটরক্ষক
হ্যারি টেকটর
ব্যাটার
লোরকান টাকার
উইকেটরক্ষক
মার্ক অ্যাডেয়ার
অলরাউন্ডার
কার্টস ক্যাম্ফার
অলরাউন্ডার
জর্জ ডকরেল
অলরাউন্ডার
ফিওন হ্যান্ড
অলরাউন্ডার
পল স্টার্লিং
অলরাউন্ডার
অ্যান্ডি ম্যাকব্রিন
অলরাউন্ডার
ম্যাথিউ ফস্টার
বোলার
গ্রাহাম হিউম
বোলার
টমাস মায়েস
বোলার
ক্রেগ ইয়ং
বোলার
আইসিসি প্রতিযোগিতায় আয়ারল্যান্ড দলের পারফর্ম্যান্স (Ireland Performance in ICC Tournaments in Bengali)-
২০০৭ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপে জায়গা করে নেয় আয়ারল্যান্ড। তারা হারিয়েছিলো পাকিস্তানকে। সুপার এইট পর্বে প্রবেশ করেন আইরিশিরা (Ireland’s Perfromance in ICC Tournaments)।
২০১১ সালে উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ খেলে আয়ারল্যান্ড। পড়শি দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে তারা। যদিও ছিটকে গিয়েছিলো গ্রুপ পর্ব থেকেই।
২০১৫ সালের বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আয়ারল্যান্ড দল
২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে পারে নি আইরিশ শিবির।
২০০৯,২০১০,২০১২,২০১৪,২০১৬,২০২১,২০২২ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড। কিন্তু কখনই তেমন উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারে নি।
২০২২ এর টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিলো আইরিশরা।
ক্রিকেটের তিন ফর্ম্যাটে আয়ারল্যান্ডের সফলতম তারকারা (Ireland’s Most Successful Stars)-
টেস্ট (Test)-
সেরা ৫ ব্যাটার (Top 5 Batters)-
নাম
মোট রান
লোরকান টাকার
৪২৪
অ্যান্ডি বালবির্ণি
৩৭৮
হ্যারি টেকটর
৩৭০
পল স্টার্লিং
৩১৯
অ্যান্ডি ম্যাকব্রিন
৩১৪
সেরা ৫ বোলার (Top 5 Bowlers)-
নাম
মোট উইকেট
মার্ক অ্যাডেয়ার
১৮
অ্যান্ডি ম্যাকব্রিন
১৪
টিম মুর্তাঘ
১৩
স্টুয়ার্ট থম্পসন
১০
বয়েড র্যাঙ্কিন
০৭
ওডিআই (ODI)-
সেরা ৫ ব্যাটার (Top 5 Batters)-
নাম
মোট রান
পল স্টার্লিং
৫৭০০
উইলিয়াম পোর্টারফিল্ড
৪৩৪৩
কেভিন ও’ ব্রায়েন
১৬১৯
অ্যান্ডি বালবির্ণি
৩০০৮
নিল ও’ ব্রায়েন
২৫৮১
সেরা ৫ বোলার (Top 5 Bolwers)-
নাম
মোট উইকেট
কেভিন ও’ব্রায়েন
১১৪
জর্জ ডকরেল
১০৬
বয়েড র্যাঙ্কিন
৯৬
অ্যান্ডি ম্যাকব্রিন
৮৬
টিম মুর্তাঘ
৭৪
টি-২০ (T20i)-
সেরা ৫ ব্যাটার (Top 5 Batters)-
নাম
মোট রান
পল স্টার্লিং
৩৬০১
অ্যান্ডি বালবির্ণি
২৩৯২
কেভিন ও’ ব্রায়েন
১৯৭৩
হ্যারি টেকটর
১৩৫৬
লোরকান টাকার
১৩১৭
সেরা ৫ বোলার (Top 5 Bolwers)-
নাম
মোট উইকেট
মার্ক অ্যাডেয়ার
১২২
জর্জ ডকরেল
৮৩
জশুয়া লিটল
৭৮
ক্রেগ ইয়ং
৭৫
কেভিন ও’ব্রায়েন
৫৮
আয়ারল্যান্ডের কিছু বিখ্যাত স্টেডিয়াম (Some Stadiums of Ireland in Bengali)-
ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড (ক্যাসেন অ্যাভেনিউ)-ডাবলিন
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড (স্টরমন্ট) বেলফাস্ট
ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড (দ্য ভিলেজ)- ম্যালাহাইড
ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড-ম্যাগহারামেসন
আয়ারল্যান্ড জাতীয় দল সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-
১) আয়ারল্যান্ড দলের অধিনায়ক কে?
আয়ারল্যান্ড দলের ওডিআই ও টি-২০ অধিনায়ক পল স্টার্লিং, টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু বালবির্ণি।
২) আয়ারল্যান্ড কত সালে অ্যাসোসিয়েট দেশের মর্যাদা পায়?
১৯৯৩ সালে আয়ারল্যান্ড আইসিসির তরফে অ্যাসোসিয়েট দেশের মর্যাদা পায়।
৩) আয়ারল্যান্ড কবে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে?
২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
৪) আয়ারল্যান্ড প্রথম কাদের বিরুদ্ধে টেস্ট খেলে?
২০১৭ সালে টেস্ট স্টেটাস পাওয়ার পর ২০১৮তে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড প্রথম টেস্ট খেলে।