IPL 2025: গত ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। আবাদি আল জোহার এরিনাতে ধুয়েমুছে সাফ হয়ে গেলো পূর্বের যাবতীয় রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশী দাম পাওয়া ক্রিকেটার এত দিন ছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তাঁকে টপকে শীর্ষস্থান দখল করে নিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ২৭ কোটি টাকা দিয়ে দলে সামিল করলো তাকে। কিছুটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রইলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি পাঞ্জাব কিংসে নাম লেখালেন ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে। প্রত্যেক বার’ই চমক হিসেবে দেখা যায় কয়েকজন’কে। এবার শিরোনাম কেড়ে নিলেন বিহারের বৈভব সূর্যবংশীও। মাত্র ১৩ বছর বয়সে ১.১০ কোটি টাকার বিনিময়ে তিনি নাম লেখালেন রাজস্থান রয়্যালসে (RR)। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল (IPL) খেলবেন তিনি।
Read More: IPL 2025: আনুগত্যের নজির গড়লেন আন্দ্রে রাসেল, বিশাল টাকার প্রস্তাব ফিরিয়ে থাকলেন KKR-এ !!
আনসোল্ড রয়েছেন একঝাঁক তারকা-
আইপিএল (IPL) নিলামে বরাবরের মত এবারও কানে এসেছে অর্থের ঝনঝনানি। যাবতীয় ঔজ্জ্বল্য, জৌলুসের মাঝে অন্ধকারও যে নেই তা নয়। ৫৭৭ জন ছিলেন অকশন লিস্টে। ফাঁকা ছিলো ২০৪টি স্লট। ১৮২ জন ক্রিকেটারের জন্য দর হেঁকেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একঝাঁক তারকা ক্রিকেটার দল পান নি এবার। তাঁদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আইপিএল (IPL) ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পঞ্চাশের গণ্ডী পেরিয়েছেন সবচেয়ে বেশী বার। তা সত্ত্বেও ডাক আসে নি তাঁর। বাংলাদেশের ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রত্যেকেই থেকেছেন অবিক্রিত। এছাড়া কেন উইলিয়ামসন (Kane Williamson), জেমস অ্যান্ডারসন, পৃথ্বী শ (Prithvi Shaw), জনি বেয়ারেস্টো’র (Jonny Bairstow) মত বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখেদের নিয়েও আগ্রহ দেখায় নি কেউই। অবিক্রিত রয়ে গিয়েছেন উমেশ যাদব, শার্দুল ঠাকুরের মত ভারতীয় তারকাও।
অবিক্রিত উর্ভিল ঝড় তুললেন ব্যাট হাতে-
আইপিএলের (IPL) মেগা নিলামে দল পান নি উর্ভিল প্যাটেল’ও (Urvil Patel)। ২৬ বছরের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার নিজের বেস প্রাইস রেখেছিলেন ৩০ লক্ষ টাকা। অকশনিয়ার মল্লিকা সাগর তাঁর নাম ঘোষণা করার পর প্রতিক্রিয়া পাওয়া যায় নি কোনো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও। ধাক্কা খেলেও এরপর ভেঙে পড়েন নি উর্ভিল (Urvil Patel)। উপেক্ষার জবাব দিয়েছেন ব্যাট হাতে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাতের হয়ে খেলছেন তিনি। দিনকয়েক আগেই ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-২০ শতরান করার রেকর্ড গড়েন তিনি। সেই ধুন্ধুমার পারফর্ম্যান্সের পর কাটে নি এক সপ্তাহ’ও। এর মধ্যেই জ্বলে উঠলেন তিনি। আগের দিন করেছিলেন ১১৫*, আজ এক ধাপ এগিয়ে উত্তরাখণ্ডের বিপক্ষে অপরাজিত রইলেন ১১৬ করে। ৩৬ বলে আজ স্পর্শ করেন তিন অঙ্কের মাইলস্টোন।
উর্ভিল প্যাটেলের কেরিয়ার পরিসংখ্যান-
গুজরাতের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন উর্ভিল প্যাটেল (Urvil Patel)। লাল বলের বিরুদ্ধে এখনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নি তিনি। ঝুলিতে রয়েছে কেবল ৬০ রান। গড় ১৪.৩৬। লিস্ট-এ ক্রিকেটে তিনি রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছেন ১৪টি ম্যাচে। ২টি শতরান ও ১টি অর্ধশতক রয়েছে তাঁর। ৪১.৫০ গড়ে করেছেন ৪১৫ রান। টি-২০তে নজর কেড়েছেন তিনি। ৪৭ ম্যাচে ১২৪৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। স্ট্রাইক রেট ১৭০-এর কাছাকাছি। ২টি শতরান রয়েছে, অর্ধশতক ৪টি। ব্যাটিং গড় ২৮.৯৬। ২০২৩-এ উর্ভিলকে দলে সামিল করেছিলো গুজরাত টাইটান্স। কিন্তু ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), ম্যাথু ওয়েডদের (Matthew Wade) টপকে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে মাঠে নামার সুযোগ হয় নি। এবার নিলামে সুযোগ না এলেও পরিবর্ত হিসেবে শেষ মুহূর্তে আইপিএল-এর (IPL) দরজার খুলতেও পারে উর্ভিলের সামনে। সুযোগের অপেক্ষায় থাকবেন তিনি।