জমে উঠেছে আইপিএলের মহা মরশুম, আর এই আইপিএলকে কেন্দ্র করেই গড়ে উঠবে ভারতীয় দলের T20 বিশ্বকাপের স্কোয়াড। ইতিমধ্যে স্কোয়াড সংক্রান্ত বড় খবর প্রকাশ্যে এসেছে, আসন্ন T20 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হচ্ছে না শুভমান গিলের (Shubman Gill)। তার বদলে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেনিং করত দেখা যাবে অভিজ্ঞ এক ব্যাটসম্যানকে। চলতি আইপিএলে ব্যাট হাতে ব্যার্থ হচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৭ ম্যাচে তিনি ১৭.২৯ গড়ে ও ১৪৫.৭৮ স্ট্রাইক রেটে ১২১ রান বানিয়েছেন তো অন্যদিকে গিল ৬ ম্যাচে ৫১ গড়ে ২৫৫ রান বানিয়েছেন।
খারাপ ফর্মের মধ্যে রয়েছেন গিল
চলতি আইপিএলে কিছুটা ফর্ম দেখালেও ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলক ব্যার্থ হয়েছেন শুভমান গিল। গতবছর আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতার পরেই টি টোয়েন্টি দলের নির্ধারিত ওপেনার হয়ে ওঠেন গিল। এমনকি, গত বছর এশিয়া কাপের আগে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটের সিরিজ খেলেছিল, যেখানে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল শুভমান গিলকে, একটি ম্যাচ ব্যাতিত বাঁকি ৪ ম্যাচে ফ্লপ হয়েছিলেন গিল। ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের সিরিজে গিল ৩,৭,৬,৭৭ ও ৯ রান বানিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচেই ফ্লপ হন তিনি। দুই ম্যাচে ০ ও ৮ রান বানান তিনি এবং শেষ ম্যাচে ২৩ রান বানাতে সক্ষম হয়েছিলেন গিল। এই ফরম্যাটে ১৪ বার ব্যাটিং করেছেন তিনি এবং ২৫.৭৭ গড়ে ও ১৪৭.৫৮ স্ট্রাইক রেটে ৩৩৫ রান বানিয়েছেন তিনি।
আরও পড়ুন | হুবহু যেন শ্রদ্ধা কাপুর, IPL চলাকালীন নজর কাড়লেন গ্যালারির তরুণী, দেখুন ছবি !!
ওপেনার হিসাবে দেখা যাবে না গিল ও জয়সওয়ালকে
তাছাড়া আসন্ন T20 বিশ্বকাপে ধীরগতির উইকেট দেখা যাবে, আর ধীরগতির উইকেটও শুভমানকে বারবার লড়াই করতে দেখা গিয়েছে। ধীরগতির উইকেটে ভারতীয় দলের দুই সফল ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli)। আর সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে (T20 World Cup 2024) রোহিত-বিরাটকেই ওপেনিং করতে দেখা যাবে। ব্যাট হাতে চলতি সিজিনে অসাধারণ ফর্মে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট দুজনেই, ৭ ম্যাচে ৭২.২০ গড়ে ৩৬১ রান বানিয়ে অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে উঠেছেন বিরাট এবং রোহিত চেন্নাইয়ের বিরুদ্ধে ১২ বছর পর আইপিএলে শতরান হাঁকিয়ে আপাতত ২৬১ রান বানিয়ে ফেলেছে চলতি সিজিনে। ভারতীয় দলের জার্সিতে এর আগেও এই ফরম্যাটে ওপেনিং করতে দেখা গিয়েছিল রোহিত ও বিরাটকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে ৯৪ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন রোহিত-বিরাট জুটি।