ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিং নন, বরং KKR’এর নতুন অধিনায়ক হচ্ছেন এই তারকা !! 1

অবশেষে অধিনায়ক খুঁজে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কলকাতা নাইট রাইডার্স দলের গত মৌসুমে অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। যদিও এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স কে তাদের নতুন অধিনায়ককে খুজতে হবে। আসলে শ্রেয়াস আইয়ার কে তারা আসন্ন মৌসুমের জন্য রিটেন করেনি। নিলামের মঞ্চে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়াসকে দলে শামিল করেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব দলের নতুন অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দলের তারকা ব্যাটসম্যান ও গত মৌসুমের সহ অধিনায়ক নীতিশ রানাকে (Nitish Rana) দলে দেখতে পাওয়া যাবে না, কারণ নিলামের আগে তাকে ফ্রাঞ্চাইজি ধরেও রাখেনি আবার নিলামের মঞ্চে তাকে কিনতেও চায়নি।

নতুন অধিনায়কের খোঁজে রয়েছে KKR

ipl-2025-rinku-can-be-next-kkr-captain
KKR | Image: Getty Images

তাই নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির প্রয়োজন নয়া অধিনায়কের। আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলো কলকাতা টিম মানেজমেন্ট। ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) আবার একবার কলকাতা নাইট রাইডার্স তাদের দলে সামিল করেছে। এর আগেও ২০২২ সালে মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গ ছিলেন রাহানে। দলের হয়ে গুটিকয়েক ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তিনি তার সেরা প্রদর্শনী দেখাতে ব্যর্থ হয়েছিলেন। আসন্ন আইপিএলে তার হাতেই কলকাতা ফ্রাঞ্চাইজির দায়িত্ব তুলে দিতে চাইছেন কলকাতা টিম ম্যানেজমেন্ট।

Read More: IPL 2025: মুখ পুড়লো বাংলাদেশের, মেগা নিলামে দল পেলেন না একজনও ক্রিকেটার !!

রাহানে হতে পারেন দলের নতুন অধিনায়ক

Ajinkya rahane, kkr
Ajinkya Rahane | Image: Getty Images

নিলামের একদম শেষ রাউন্ডে অজিঙ্কা রাহানেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এক কোটি ৫০ লক্ষ টাকার মূল্যে নাইট পরিবারের সদস্য হয়ে উঠলেন অজিঙ্কা (Ajinkya Rahane)। এর আগে দুই বছরে তিনি চেন্নাই সুপার কিংস দলের জার্সিতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন। এমনকি ২০২৩ সালে চেন্নাইয়ের ট্রফি জয়ের অন্যতম বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। এক বছরের মধ্যেই রাহানের নেতৃত্বে মুম্বাই দল রঞ্জি ট্রফি এবং ইরানি কাপ জয়লাভ করেছে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী রাহানে নাইট দলের মিডিল অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পাশাপশি দলের অধিনায়কত্ব করতে পারেন।

যদিও, টিম ম্যানেজমেন্ট এখনও শেষ সিদ্ধান্ত নিতে পারেনি। ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও রিঙ্কু সিংও (Rinku Singh) এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাহানের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি আইপিএলে ১৮৫ ম্যাচে ৩০.১৪ গড়ে এবং ১২৩.৪২ স্ট্রাইক রেটে ৪৬৪২ রান বানিয়েছেন।

Read Also: IPL 2025: RTM ব্যবহারে অনীহা বেঙ্গালুরুর, ‘তুরুপের তাস’ তুলে দিলো প্রতিপক্ষের হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *