Nitish Rana: সমাপ্ত হয়েছে দুই দিন ব্যাপী আইপিএল ২০২৫ এর নিলাম (IPL 2025 Auction)। নিলামের মঞ্চে একাধিক খেলোয়াড়কে নতুন দল পেতে দেখা গিয়েছে, এমনকি নিলামের মঞ্চে ভক্তদের চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। গত মৌসুমে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএলের খেতাব জয়লাভ করেছিল দলটি। তবে আসন্ন আইপিএল শ্রেয়াসকে রিটেন করতে দেখা গেল না নাইট রাইডার্স দলকে। আসন্ন মৌসুমে তারকা ব্যাটসম্যান নীতিশ রানাকেও নাইট রাইডার্স দলে শামিল করলো না।
নীতিশ রানাকে কিনলো না KKR
বলা যেতে পারে বিগত কয়েক মৌসুম জুড়ে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম বড় খেলোয়াড় হয়ে উঠেছিলেন নীতিশ। মুম্বাই ইন্ডিয়ান্স দলের হাত ধরে আইপিএলের পথ চলা শুরু হয়েছিল নীতিশ রানার, তবে পরবর্তী সময়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে সামিল করেছিল দিল্লির এই ব্যাটসম্যানকে। তারকা খেলোয়ার নাইট রাইডার্সের জার্সিতে প্রতি মৌসুমেই দুর্দান্ত প্রদর্শন দেখাতেন, শুধু তাই নয় ফ্রাঞ্চাইজির হয়ে কঠিন সময়ে অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছিলেন তিনি। গত মৌসুমে চোটের কারণে বেশিরভাগ ম্যাচে খেলার সৌভাগ্য হয়ে ওঠেনি নিতিশ রানার (Nitish Rana)। তবে তিনি ভেবেছিলেন কলকাতা নাইট রাইডার্স হয়তো আসন্ন আইপিএলেও তাকে ধরে রাখবে।
২০২২ সালের মেগা নিলামের আগে ৮ কোটি টাকায় নীতিশ রানাকে ধরে রেখেছিল কলকাতা ফ্রাঞ্চাইজি। তবে এবারের আইপিএলে রানাকে দলে নিতে দেখা গেল না কলকাতা ফ্রাঞ্চাইজিকে। ভারতীয় দলের তারকা খেলোয়াড় হিসেবে আইপিএলের মঞ্চে একজন দুর্দান্ত মিডিল অর্ডার ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন। ভারতীয় দলের এই প্রভাবশালী ব্যাটসম্যানকে আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলতে দেখা যাবে। নিলামের মঞ্চে রানার ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। তবে রানার জন্য একবারও বিড করেনি কলকাতা ফ্রাঞ্চাইজি, যা দেখে রীতিমতন হকচকিয়ে গিয়েছিলেন রানা।
নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ
কলকাতা ফ্রাঞ্চাইজি ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) এবারের নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির নেওয়া সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা সময় বলবে। নীতিশানাকে ৪ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে নিজেদের দলে সামিল করেছে রাজস্থান রয়্যালস। নতুন দল পেতেই পুরানো ফ্রাঞ্চাইজিকে সমাজ মাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন রানা। রানা আইপিএলের মঞ্চে ১০৭ ম্যাচে ২৮.৩৪ গড়ে এবং ১৩৫.০৪ স্ট্রাইক রেটে ২৬৩৬ রান বানিয়েছেন। পাশাপাশি তিনি সমাজ মাধ্যমে গোলাপি জার্সি পরে ফটো শেয়ার করেছেন যেখানে ‘Royal-ty is Pink’ বলে উল্লেখ রয়েছে।