IPL 2025: এই নামের লাকি চার্মকে নিয়ে ভাগ্য ফেরাতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের !! 1

IPL 2025: আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করেও বহু ক্রিকেটার ট্রফি জয় করতে পারেননি। তাদের মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) সবচেয়ে বড়ো নাম। প্রতি বছর টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেও একবারও শিরোপা জয় করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দল। ফলে ট্রফি জয়ের বিষয়ে পারফর্মেন্সের সঙ্গে ভাগ্যও গুরুত্বপূর্ণ হয় বলে অনেকেই মনে করেন। তাই করণ শর্মা (Karn Sharma) মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেওয়ায় এই বছর ট্রফি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই ক্রিকেটার একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে ইতিমধ্যেই ট্রফি জয় করে নজির সৃষ্টি করেছেন। ফলে করণ দলে থাকায় ভাগ্য ফিরতে পারে মুম্বাইয়ের।

ভাগ্য ফিরতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের-

IPL 2025: এই নামের লাকি চার্মকে নিয়ে ভাগ্য ফেরাতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের !! 2
Karn Sharma | Image: Getty Images

এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স (MI)আইপিএলের ইতিহাসে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু গত কয়েক বছর তারা টুর্নামেন্টে ভালো পারফর্মেন্স করতে পারেনি। শেষ আইপিএলে মুম্বাই ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ তালিকায় সবচেয়ে নিচে শেষ করে। অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দেওয়া নিয়েও দলের মধ্যে একাধিক মতবিরোধ তৈরি হয়। তবে এই বছর মেগা নিলামে নতুন করে দল সাজিয়ে মুম্বাই ঘুরে দাঁড়াতে চাইছে। করণ শর্মা (Karn Sharma) দলে আসায় হার্দিক পান্ডিয়াদের ভাগ্য ফিরতে চলেছে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য এই অভিজ্ঞ স্পিনারকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বাই। করণ (Kran Sharma) এখনও পর্যন্ত তিনটি দলের হয়ে তিনবার আইপিএল ট্রফি জয় করেছেন। ২০১৬ সালে সানরাইর্জাস হায়দ্রাবাদের (SRH) হয়ে, ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) হয়ে তিনি ট্রফি জয় করেন। ফলে লাকি চার্ম হিসাবে করণ শর্মা (Karn Sharma) আবারও আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) ভাগ্য বদলে দিতে পারেন।

আইপিএলে করণ শর্মার অভিজ্ঞতা-

IPL 2025: এই নামের লাকি চার্মকে নিয়ে ভাগ্য ফেরাতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের !! 3
Karn Sharma | Image: Getty Images

করণ শর্মা (Karn Sharma) লেগ স্পিনার হিসাবে ম্যাচে প্রভাব ফেলার সঙ্গে সঙ্গে নিচের দিকে ব্যাট করেও তিনি দলকে সাহায্য করে থাকেন। এখনও পর্যন্ত তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বাই ইন্ডিয়ান্স (MI), সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মতো দলের হয়ে খেলেছেন। এই টুর্নামেন্টে মোট ৮৪ ম্যাচে ৭৬ টি উইকেট সংগ্রহ করেছেন করণ। গত বছর ৯ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫০ ওপর উইকেট করণের দখলে আছে। ফলে এই রকম অভিজ্ঞ বোলার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগে অনেকটাই আত্মবিশ্বাস বৃদ্ধি করবেন হবে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *