প্রথম দুই রাউন্ডের নিলামে এখনও পর্যন্ত কাউকেই কিনতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। এমনকি ফ্রাঞ্চাইজির প্রয়োজনীয় ক্যাপ্টেনের কোটা এখনও পূর্ণ করতে পারেনি নাইট রাইডার্স দল। ফ্রাঞ্চাইজি মার্কি খেলোয়ারদের রাউন্ডে কেএল রাহুল (KL Rahul), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পন্থদের (Rishabh Pant) মতন খেলোয়াড়দের জন্য বেশি অর্থ ব্যয় করতে রাজি ছিলেন না ফ্রাঞ্চাইজি ম্যানেজমেন্ট। তবে পরের দিকে ফ্রাঞ্চাইজি দলের পুরানো খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে ফ্রাঞ্চাইজি। আসন্ন মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) ছয় জন খেলোয়াড়কে রিটেন করেছিল।
ক্যাপ্টেনদের কিনতে ব্যার্থ KKR
তবে দলের ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ারকে মোটা টাকা দিতে রাজি ছিল না ফ্রাঞ্চাইজি। যে কারণে নিলামের মঞ্চে নাম লিখেছিলেন অধিনায়ক আইয়ার এবং আজকে নিলামের মঞ্চে শ্রেয়াসের জন্যও বিডিং করতে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে ক্যাপ্টেন আইআরকে ফেরাতে কেবলমাত্র ১০ কোটি টাকা পর্যন্ত উঠেছিল ফ্রাঞ্চাইজি। এরপর তাদের কাছে কেএল রাহুলকে নেওয়ার সুযোগ থাকলেও তারা কেবলমাত্র ১১ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছিল কলকাতা দল।
কলকাতা দল নিলামের মঞ্চ থেকে আপাতত কুইন্টন ডি কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে, ২ কোটি টাকা দিয়ে রমহানুল্লা গুরবাজ ও ২৩.৭৫ কোটি দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে। যদিও কলকাতা দলের এখনও অধিনায়কের প্রয়োজন হবে। ফ্রাঞ্চাইজির এই বেহাল দশা দেখে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।