IPL 2025: একটা সময় শচীন তেন্ডুলকরের উত্তরসূরি বলা হচ্ছিলো পৃথ্বী শ’কে (Prithvi Shaw)। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে যখন জিতেছিলেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ, তখন অনেক বিশেষজ্ঞই জানিয়েছিলেন যে আগামী দশক জুড়ে ব্যাট হাতে রাজ করতে চলেছেন তিনি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। চোট-আঘাত ও অন্যান্য নানা সমস্যায় জর্জরিত তরুণ তুর্কি আপাতত বাইশ গজের দুনিয়ার সেরাদের তালিকা থেকে ছিটকে গিয়েছেন বহুদূরে। অনূর্দ্ধ-১৯ দলে তাঁর সতীর্থ ছিলেন শুভমান গিল (Shubman Gill)। আজ জাতীয় দলে নিয়মিত তিনি। গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব সামলাচ্ছেন তিনি। ১৬.৫০ কোটি টাকায় তাঁকে রিটেন করেছে টাইটান্স শিবির, পক্ষান্তরে পৃথ্বী বাদ পড়েছেন মুম্বই রঞ্জি স্কোয়াড থেকে। আইপিএলে (IPL) বেস প্রাইস তাঁকে কমিয়ে আনতে হয়েছে ৭৫ লক্ষে।
দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল (IPL) খেলতেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু পারফর্ম্যান্স সন্তোষজনক না হওয়ার ফলে বাদ পড়তে হয়েছে রিটেনশন তালিকা থেকে। বেস প্রাইস কমিয়েও শেষমেশ দল পেলেন না তিনি। আজ সৌদি আরবের জেড্ডায় পৃথ্বী’র নাম ঘোষণা করেছিলেন অকশনিয়ার মল্লিকা সাগর (Mallika Sagar)। কিন্তু প্যাডেল তোলে নি কোনো দলই। অবিক্রিতই থেকে যেতে হলো তাঁকে। মেগা নিলামের একদম শেষ পর্বে হয়ত ফের একবার ডাকা হবে তাঁর নাম। কিন্তু দল যে পাবেনই তা জোরের সাথে বলতে পারছেন না কেউ। প্রতিভাবান তরুণের কেরিয়ারের এমন ‘অপমৃত্যু’ মেনে নিতে পারছেন না নেটজনতা। অবিক্রিত পৃথ্বী’র (Prithvi Shaw) বিরুদ্ধে তাই ধেয়ে এসেছে কটাক্ষ। এই অধঃপতনের জন্য আর কেউ নয়, বরং মুম্বইয়ের ক্রিকেটার নিজে সম্পূর্ণ দায়ী বলে নিদান দিচ্ছেন তাঁরা।
Read More: IPL 2025: নিলামে মেগা লোকসান গ্লেন ম্যাক্সওয়েলের, অবিশ্বাস্য কম দামে ফিরলেন পাঞ্জাবে !!
পৃথ্বী’র পরিণতি হতাশ করেছে ক্রিকেটজনতাকে-
ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরে নানান বিতর্কে জড়িয়ে সংবাদমাধ্যমের হেডলাইনে জায়গা করে নিয়েছেন পৃথ্বী (Prithvi Shaw)। কখনও ইউটিউবারের সাথে হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে তাঁকে, কখনও মাঠ ছেড়ে বলিউডি পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে হাজির হয়েছেন বান্ধবীর সাথে। উদ্দাম পার্টি করার ভিডিও প্রায়শই পৃথ্বীকে (Prithvi Shaw) শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। মাঠের বাইরের জীবন তাঁর মাঠের অভ্যন্তরের পারফর্ম্যান্সকে গিলে নিয়েছে বলে মনে করছে নেটমাধ্যম। এর আগে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় সাঁই বাবার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লিখেছিলেন, “সাঁই বাবা সব দেখছেন।” সেই প্রসঙ্গ টেনে এনেই আজ তরুণ ক্রিকেটারকে দুষেছেন ভারতীয় ক্রিকেটজনতা। ‘সব কিছু সাঁই বাবা’র ভরসায় ছাড়লে হয় না, কিছু কাজ নিজেকেও করতে হয়’ লিখেছেন একজন।
‘ফিটনেস নেই, খেলার মানসিকতা নেই, কে দলে নেবে?’ হতাশা স্পষ্ট হয়েছে এক নেটিজেনের ট্যুইটে। ‘কি খেলোয়াড় হওয়ার কথা ছিলো, আর কি হয়ে গেলো’ আক্ষেপ যাচ্ছে না আরও একজনের। ‘মাত্র ২৫ বছর বয়স, এখনও চাইলে শুধরে যেতে পারে। কি ও নিজে কি আদৌ শুধরোতে চায়? সেটি আসল কথা’ সারসত্য জানিয়েছেন আরও একজন। ‘ওর ব্যাচের একজন রিটেন হচ্ছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, আর পৃথ্বী দল না পেয়ে মাঠের বাইরে থাকছেন। কি অদভুত এই জীবন’ হতাশার সুর শোনা গিয়েছে এক অনুরাগীর কথায়। প্রতিকূলতার মধ্যেও কাউকে কাউকে আবার পাশেও পাচ্ছেন তরুণ তুর্কি। ‘এখানে যদি সুযোগ নাও আসে, ভেঙে পোড়ো না পৃথ্বী। নিজেকে যোগ্য করে তুলো’ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। ‘আইপিএল নয় আপাতত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফোকাস করুক’ ট্যুইট বার্তা আরও একনের।
দেখুন ট্যুইট চিত্র-
Bewakoof sai baba kya karenge tu kar mehanat @prithivishow
— Rahul Gautam (@Newstone28) November 25, 2024
😭go to gym broooo.. Poor baba is hopeless
— Adith Shyam (@adithshyam93) November 25, 2024
Wild Card Entry
— S H I K H A R (@shikharsha99765) November 25, 2024
Downfall is real
— Van_Nieff_Stan💙🥶 (@CrzyYsh) November 25, 2024
Ayaasu Kam kar bsrk
— Saqsham 😋 (@Saqsham121) November 25, 2024
Sai Baba Kya karega Gende Running Start kar sabse pehle Apna 800 kilo ka weight kam Kar Phir Auction main aana
— Mr Perfect 🤟 (@StarManjeet008) November 25, 2024
What the hack with this dude whenever we saw him just watched partying and hanging out with hilly billy *unts…… never saw his video of practices…just road rage….what does he expected…. comon boy wake up in real world.
— ANKIT K MEENA (@minaanku_) November 25, 2024
Talent tho hey but never showed when her the opportunity 🫣
— RC cult_Unpredictable🚁 (@ShaikMe96061959) November 25, 2024
Instead of praying god work on your fitness bro
— running bad (@dealwithme45) November 25, 2024
Yar Sach me iske liye bura lag rha
Talent h par isne opportunity v bhut miss Kia h
I hope koi khareed le last me— Vicky Kumar (Toxic) (@khadoosVr) November 25, 2024