ipl-fans-ecstatic-as-pant-scores-fifty

IPL 2024: বিশাখাপত্তনমের মাঠে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে টানা দুই পরাজয়ের পর আজ জয়ের সরণিতে ফিরতে মরিয়া দিল্লী। অন্যদিকে বেঙ্গালুরু ও গুজরাতকে হারানোর পর আজ বিশাখাপত্তনমের মাঠে নেমেছে চেন্নাই। টানা তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান সুদৃঢ় করাই লক্ষ্য তাদের। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান নেন দিল্লী অধিনায়ক ঋষভ পন্থ। সাফল্যের সন্ধানে প্রথম একাদশে জোড়া বদলের পথে হেঁটেছিলো ক্যাপিটালস শিবির। ওপেনিং-এ ফেরানো হয়েছিলো পৃথ্বী শ’কে। হাল্কা চোট থাকায় খেলেন নি কুলদীপ যাদব, তাঁর বদলে খেলছেন ঈশান্ত শর্মা।

Read More: নেতৃত্ব ফিরে পেলেন বাবর আজম, গত এক সপ্তাহে বিস্তর রদবদল পাকিস্তান ক্রিকেটে !!

ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। একটা সময় ১০ রান প্রতি ওভার হারে স্কোরবোর্ড এগোচ্ছিলো দিল্লী ক্যাপিটালসের। মুস্তাফিজুরকে একই ওভারে পরপর বাউন্ডারিতে পাঠালেন পৃথ্বী। ‘এভাবেই এগিয়ে যাও, এই ছন্দটা ধরে রেখ’ তরুণ তুর্কির মঙ্গলকামনা করে সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখা গিয়েছে এক সমর্থককে। নজর কাড়লেন ডেভিড ওয়ার্নার’ও। চমৎকার অর্ধশতক করেন তিনি। ‘বুড়ো হলেও সিংহ শিকার ভোলে না’ ওয়ার্নারের ব্যাটিং বিক্রম দেখে আজ মন্তব্য এক নেটিজেনের। ‘এমনটাই তো চাই’ সোশ্যাল মিডিয়ায় হইচই দিল্লী ওপেনিং জুটির ব্যাটিং দেখে। ৩৫ বলে ৫২ করে শেষমেশ আউট হন ওয়ার্নার। ভাঙে ৯৩ রানের জুটি।

এরপর বেশীক্ষণ টেকেন নি পৃথ্বী’ও। ৪৩ করেন তিনি। ‘নিশ্চিত অর্ধশতক মাঠে ফেলে এলে’ আক্ষেপ যাচ্ছে না অনুরাগীদের। দুই ওপেনার আউট হওয়ার পর খানিক সমস্যায় পড়ে দিল্লী ক্যাপিটালস। পরপর ফিরে যান মিচেল মার্শ ও ট্রিস্টান স্টাবস। গতির ঝড় তুলে দিল্লী মিডল অর্ডারের নাভিশ্বাস তুললেন মাথিশা পথিরানা। ৩ উইকেট নিয়ে ক্রিকেটজনতার মন কাড়লেন ‘বেবি মালিঙ্গা।’ তাঁর প্রশংসা করে একজন লিখেছেন, ‘চেন্নাইয়ের হাতে একটা রত্ন এসে পড়েছে।’ তবে লাইমলাইটের অনেকটাই আজ কেড়ে নিয়ে গেলেন ঋষভ পন্থ। মারাত্মক চোট সারিয়ে ১৪ মাস পরে মাঠে ফিরলেও প্রথম দুই ম্যাচে রান পান নি তিনি। আজ তাঁর ৫১ রানের ইনিংস আবেগপ্রবণ করলো নেটজনতাকে। ‘ফর্মে ফেরার শুভেচ্ছা ঋষভ। এবার খালি এগিয়ে চলার অপেক্ষা’ লিখেছেন একজন। ‘ও কেবল ক্রিকেটার নয়, ও একজন যোদ্ধা’ লিখেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024, GT vs SRH, Match 12, Highlights: ঘরের মাঠে হায়দ্রাবাদকে পর্যুদস্ত করলো গুজরাট, ৭ উইকেটে করলো বাজিমাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *