আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026 Auction) আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে দুর্দান্ত এই নিলাম প্রক্রিয়া। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হবে নিলাম। এবারের মিনি নিলামের জন্য মোট ৩৫০ জনকে বাছাই করা হলেও শেষ মুহূর্তে ১৯ জন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে। মোট ৩৬৯ জন ক্রিকেটারদের নিয়ে চলবে এই নিলাম প্রক্রিয়া, আর এই তারকাদের চারটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই নিলামে সব মিলিয়ে সর্বাধিক ২৩৭.৫৫ কোটি টাকা খরচ করার সুযোগ রয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে। মোট ৭৭ জন খেলোয়াড় এই নিলামে নতুন পরিচিতি পাবেন, আবার অনেকের কাছে পুরানো দলেও ফেরার সম্ভাবনা রয়েছে।
৩১ জন বিদেশি খেলোয়াড় ও বাঁকি ৪৬ জন দেশি খেলোয়াড় নিলামের মঞ্চে দল পাবেন। গত মাসে পরিসমাপ্তি ঘটেছে রিটেনশন প্রক্রিয়ার। বেশ কয়েক নামজাদা খেলোয়াড়ের দল বদল ঘটেছে আবার অনেক তারকা ক্রিকেটারকে তাঁদের পুরানো দল ছাঁটাইও করেছে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ফিরেছেন রাজস্থানে এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) যোগ দিয়েছেন সুপার কিংস দলে। আবার উইন্ডিজ আইকন অন্দ্রে রাসেলের (Andre Russell) মতন খেলোয়াড়কে রিটেন করেনি কেকেআর। যদিও, তাকে নিলামের মঞ্চে দেখতে পাওয়া যাবে না। তিনি আইপিএল থেকে অবসর নিয়ে কেকেআরের পাওয়ার কোচ পদে যোগ দিয়েছেন।
এমনকি এবারের নিলামে থাকছেন না গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ফাফ ডু প্লেসিসদের (Faf Du Plessis) মতন তারকারা। তাছাড়া, এবারের নিলামে (IPL 2026 Auction) সবচেয়ে বড় পার্স নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR), তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি টাকা। পাশাপাশি, চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে দ্বিতীয় সর্বাধিক ৪৩.৪০ কোটি টাকা। তাছাড়া হায়দ্রাবাদ, লখনৌ ও দিল্লির কাছে যথাক্রমে ২৫.৫০ কোটি, ২২.৯৫ কোটি এবং ২১.৮০ কোটি টাকা রয়েছে। অন্যদিকে শূন্যস্থানের দিক থেকেও এগিয়ে রয়েছে নাইট রাইডার্স দল (১৩টি)। নিলামের মঞ্চে নজর থাকবে বিশ্বব্যাপি ক্রিকেট ভক্তদের।
নিলামের মঞ্চে ফ্রাঞ্চাইজি গুলির পার্স
- কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি
- চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি
- সানরাইজার্স হায়দ্রাবাদ – ২৫.৫ কোটি
- লখনউ সুপার জায়ান্টস – ২২.৯৫ কোটি
- দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি
- রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি
- গুজরাট টাইটানস – ১২.৯ কোটি
- পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি
- মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি