IPL 2025: গত ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরের আবাদি আল-জোহার এরিনাতে বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। দশ দল মিলিয়ে খালি স্লটের সংখ্যা ছিলো ২০৪। ৫৭৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হলো জমজমাট নিলাম পর্বে। দল পেলেন ১৮২ জন ক্রিকেটার। মোট ৬৩৯.১৫ কোটি টাকা দুই দিনে খরচ করেছে দশ দল। গত বারের মেগা অকশনের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় ৮৮ কোটি টাকা। পূর্বের যাবতীয় রেকর্ড যে এবার ভাঙবে তার আভাস মিলেছিলো একেবারে শুরুতেই। ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে (PBKS) ফেরেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এরপর বিপুল দাম পান শ্রেয়স আইয়ার, জস বাটলাররাও। কিন্তু সকলকে চমকে দিলেন ঋষভ পন্থ। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার সকলকে পিছনে ফেলে ছিনিয়ে নিলেন ‘ধনীতম’-এর তকমা।
Read More: IPL 2025: মেগা নিলামে দল পেয়েই হুল্লোড় অর্জুন তেন্ডুলকরের, বিরিয়ানি ট্রিট দিলেন ‘আনসোল্ড’ পৃথ্বী শ’কে !!
IPL-এর মঞ্চে ইতিহাস ঋষভের-
২০১৬ থেকে আইপিএল (IPL) খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৩২৮৪ রান করেছেন। দিল্লী ফ্র্যাঞ্চাইজির হয়ে আট মরসুম কাটানোর পর এবার সিদ্ধান্ত নিয়েছিলেন দলবদলের। সেই কারণেই নাম লিখিয়েছিলেন নিলামে। তাঁকে নিয়ে তীব্র দড়ি-টানাটানি যে চলবে তা জানাই ছিলো। কিন্তু তা যে এই পর্যায়ে চলে যাবে তা হয়ত আন্দাজ করতে পারেন নি কেউই। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো ঋষভের (Rishabh Pant)। তাঁর নাম অকশনিয়ার মল্লিকা সাগর ঘোষণা করার সঙ্গে সঙ্গেই প্যাডেল তোলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর যুদ্ধে যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) কর্ণধার কাব্য মারান’ও। দুই পক্ষের দ্বন্দ্ব চলে বেশ খানিকক্ষণ। শেষমেশ ২০.৭৫ কোটিতে দর পৌঁছানোয় পিছু হটে ‘অরেঞ্জ আর্মি।’ ঋষভের প্রাক্তন দল দিল্লী ক্যাপিটালস (DC) সেই সময় আরটিএম ব্যবহারের প্রস্তাব দেয়।
কোনো রকম ঝুঁকি নিতে চান নি গোয়েঙ্কা (Sanjiv Goenka)। দর বাড়িয়ে ২৭ কোটি করে দেন তিনি। আর চ্যালেঞ্জের পথে হাঁটে নি দিল্লী। সুপারজায়ান্টস শিবিরেই নাম লেখান ঋষভ পন্থ। গত বারের মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা পেয়ে রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। এবার ২৬.৭৫ কোটি পেয়ে নতুন নজির গড়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ মূল্যের মুকুট তাঁর থেকে ছিনিয়ে নেন ঋষভ পন্থ। আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার এখন তিনিই। নিলামের মঞ্চে দিল্লীর তরুণের সাফল্যের কৃতিত্ব কিছুটা কি ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) প্রাপ্য? অভিনেত্রীর নতুন পোস্ট দেখে তেমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ। ঋষভের সাথে বহুবারই জড়িয়েছে ঊর্বশীর নাম। সাক্ষাৎকারে অভিনেত্রী বারবার বলেছেন আরপি’র নাম। ২৭ কোটির খবর প্রকাশ্যে আসতেই ফের লাইমলাইট কেড়ে নিলেন তিনি।
ঋষভকে স্বাগত জানালো লক্ষ্ণৌ-
Your friendly neighbour Spider-Pant’s watch begins in Lucknow 🫶🕸️ pic.twitter.com/qMtdfsldRg
— Lucknow Super Giants (@LucknowIPL) November 26, 2024
পন্থের রেকর্ড দাম ঊর্বশীর সৌজন্যে ?
নিলাম পর্ব মিটতেই ইন্সটাগ্রামে নতুন পোস্ট দিয়েছেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। নিজের একটি ছবিতে ক্যাপশন হিসেবে লিখেছেন, “জো লবজ্ কহূঁ ও হো যায়ে।” জনপ্রিয় একটি গানের লাইন এটি। কিন্তু সাম্প্রতিক প্রেক্ষাপটে এটিকে আইপিএল (IPL) নিলামের দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবেই দেখছেন নেটজনতার একাংশ। ঘনিষ্ঠমহলে ঊর্বশী (Urvashi Rautela) জানিয়েছিলেন যে পন্থ সবচেয়ে বেশী দাম পাবেন, তা সত্যি হতেই এই পোস্ট, নিশ্চিত তাঁরা। কমেন্ট সেকশনে তা নিয়ে লিখেওছেন অনেকে। ইতিপূর্বে ঊর্বশীর সাথে সম্পর্ক বা যোগাযোগের খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন ঋষভ পন্থ। এই পোস্ট নিয়েও কোনো মুখ খোলেন নি তিনি। লক্ষ্ণৌতে যোগ দেওয়ার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি দিল্লী ত্যাগ নিয়েও একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। তরুণ তুর্কিকে ছেড়ে দেওয়ার যন্ত্রণার কথা জানিয়েছেন ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দুই মালিক কিরণ কুমার গ্রান্ধী ও পার্থ জিন্দল’ও।