ipl-2025-shreyas-iyer-returns-to-kkr-in-mock-auction

IPL 2025: ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। তার পরেও ট্রফি জয়ী অধিনায়ককে রাখা হয়ে নি আসন্ন মরসুমের রিটেনশন তালিকায়। রিঙ্কু সিং, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের মত তারকা ক্রিকেটারদের ধরে রাখলেও শ্রেয়সকে (Shreyas Iyer) রিলিজ করে দেওয়ার পথেই হেঁটেছিলো বেগুনি-সোনালী শিবির। তাদের সেই সিদ্ধান্ত চমকে দিয়েছিলো ক্রিকেটদুনিয়াকে। পর্দার পিছনের খবর জানতে সেই সময় তৎপর হয়েছিলো সংবাদমাধ্যম। রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore)। অর্থনৈতিক বিষয়টিই যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, ‘রিটেনড’ হওয়ার জন্য যে পরিমাণ অর্থ চেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer), তা দিতে রাজী হয় নি কলকাতা নাইট রাইডার্স। সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) স্পষ্টই বলেন, “ও আমাদের তালিকায় পয়লা নম্বরে ছিলো। ও আমাদের অধিনায়ক ছিলো, এবং ওকে কেন্দ্রে রেখেই দলগঠনের ভাবনা ছিলো আমাদের। ২০২২-এ একটা নির্দিষ্ট ভাবনা থেকেই ওকে দলে নিয়েছিলাম আমরা। কিন্তু আপনাদের বুঝতে হবে যে রিটেনশন একটা দ্বিপাক্ষিক সমঝোতার ব্যাপার। এটা ফ্র্যাঞ্চাইজির একতরফা অধিকারের বিষয় তো নয়। খেলোয়াড়কেও নানান বিষয় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হয়। কেউ যদি নিজের বাজারমূল্য যাচাই করে দেখতে চান, তাহলে সেটা তো মেনে নিতেই হবে।”  

Read More: নিলামে হৃদয় জিতবে KKR, এই ৩ তরুণ ভারতীয়দের কিনে করবে মালামাল !!

শ্রেয়সকে নিতে চায় কলকাতা ?

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

আজকের আইপিএল (IPL) মেগা নিলামের প্রথম মার্কি তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২ কোটি টাকা নিজের ভিত্তিমূল্য রেখেছেন তিনি। তবে তার বহুগুণ বেশী দামে তিনি বিক্রি হতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আরও একবার শ্রেয়সকে (Shreyas Iyer) পেতে আসতে নামবে কলকাতা নাইট রাইডার্সই। মেগা নিলামে তাদের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। এর একটা বড় অংশ হয়ত শ্রেয়সের জন্য খরচ করতে চাইবে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। গতকাল সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার স্টুডিয়োতে এক মক অকশনের আয়োজন করা হয়েছিলো, সেখানেও শ্রেয়সের জন্য ঝাঁপাতে দেখা গেলো তিন বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়নদের।

মক অকশনে নাইটদের প্রতিনিধিত্ব করছিলেন সঞ্জয় বাঙ্গার। ২ কোটি থেকে শুরুতেই ভিত্তি মূল্য বাড়িয়ে ৮ কোটি করে দিয়েছিলেন সঞ্চালক। দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মধ্যে লড়াই চলছিলো তাঁকে নিয়ে। ১৩ কোটি তে প্রথমবার অকশনের প্যাডেল তোলেন সঞ্জয় বাঙ্গার। ত্রিমুখী লড়াই এর পর চলে বেশ খানিকক্ষণ। শেষমেশ ২১ কোটিতে রণেভঙ্গ দেন বাকিরা। আরও একবার বেগুনি-সোনালী শিবিরেই প্রত্যাবর্তন হয় শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। আজ জেড্ডাতে যদি সত্যিই এই দৃশ্য দেখা যায় তাহলে নাইট রাইডার্সের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন মুম্বইয়ের তারকা। জিও সিনেমার মক অকশনে সর্বোচ্চ ৩৩ কোটি পেয়েছেন ঋষভ পন্থ। পাঞ্জাব শিবিরে নাম লিখিয়েছেন তিনি। কে এল রাহুলকে বেঙ্গালুরু নিয়েছে ২৯.৫ কোটি টাকায়।

Also Read: IPL 2025: শেষ মুহূর্তে বড় পরিবর্তন, নিলামে নাম লেখালেন তারকা ফাস্ট বোলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *