IPL 2025: গত দুই দিন সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। নির্ধারিত হলো মোট ৫৭৭ জন ক্রিকেটারের ভাগ্য। খালি ছিলো ২০৪টি স্লট। এর মধ্যে দল পেলেন ১৮২ জন। মোট ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করেছে দশ ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড অর্থ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে ২৭ কোটি টাকায় তিনি যোগ দিচ্ছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে। তার কিছুটা পরেই রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তিনি নাম লেখালেন পাঞ্জাব কিংসে। তৃতীয় সর্বোচ্চ দর পেলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি নাইট রাইডার্সে ফিরছেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়। বিপুল দামে যেমন ক্রিকেটাররা বিক্রি হয়েছেন, তেমন জেড্ডায় দেখা গিয়েছে আশাভঙ্গের ছবিও। পৃথ্বী শ, শাকিব আল হাসানদের মত অবিক্রিত থেকেছেন নবীন-উল-হক’ও।
Read More: IPL 2025: ‘ঘরের ছেলে’কে ঘরছাড়া হতে দিলো না মুম্বই, অকশনের শেষ মুহূর্তে ফেরালো অর্জুন তেন্ডুলকরকে !!
বিরাটের সাথে জড়িয়েছিলেন ঝামেলায়-
আফগানিস্তানের পেসার নবীন উল হক (Naveen-ul-Haq) আইপিএলের (IPL) আসরে পা রেখেছিলেন ২০২৩ সালে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি সুযোগ দিয়েছিলো তাঁকে। সেই বছরই সংবাদমাধ্যমের হেডলাইনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ক্রিকেটীয় কোনো কারণে নয়, বরং বিরাট কোহলির (Virat Kohli) সাথে ঝামেলায় জড়িয়ে। একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন ভারতীয় মহাতারকার সাথে তীব্র বিতণ্ডায় জড়ান নবীন। যার রেশ গড়িয়েছিলো ম্যাচ শেষ হওয়ার পরেও। নবীনের পক্ষ নিয়ে কোহলির সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তৎকালীন লক্ষ্ণৌ মেন্টর গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। এরপর সোশ্যাল মিডিয়াতেও একে অন্যের দিকে ইঙ্গিত করে তোপ দাগেন কোহলি ও আফগান পেসার। সেই বছর আইপিএলের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিলো এই ঘটনা।
লক্ষ্ণৌ দলে নিয়মিত ছিলেন নবীন-
বিতর্কিত তকমা গায়ে লাগলেও মাঠের পারফর্ম্যান্সে তার প্রভাব পড়তে দেন নি নবীন উল হক (Naveen-ul-Haq)। ডান হাতি পেসার প্রথম মরসুমে ৮ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। ২০২৪-এর আইপিএলে ১১টি ম্যাচে মাঠে নামেন তিনি। তুলে নেন ১৪টি সাফল্য। মায়াঙ্ক যাদব (Mayank Yadav), যশ ঠাকুরদের মত ভারতীয় তরুণদের পাশাপাশি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) পেস আক্রমণের অন্যতম মুখ হয়ে উঠতে দেখা গিয়েছিলো তাঁকে। দক্ষিণ আফ্রিকার SA20 লীগেও তাঁকে সই করান সুপারজায়ান্টস শিবিরের মালিকানাধীন ডারবান সুপারজায়ান্টস (DSG)। রিটেনশন স্লটের স্লল্পতার জন্য আগামী আইপিএলের (IPL) রিটেনশন তালিকায় নবীন যে জায়গা পাবেন না তা আন্দাজ করা গিয়েছিলো। কিন্তু তাঁর জন্য ফের ঝাঁপাবেন গোয়েঙ্কারা, আশায় ছিলেন অনেকেই।
IPL-এ অবিক্রিতই রইলেন নবীল উল হক-
গত দুটি আইপিএলে (IPL) নজর কাড়ার পর টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন নবীন উল হক (Naveen-ul-Haq)। সেই কারণেই সম্ভবত ভিত্তিমূল্য বাড়িয়ে দুই কোটি টাকা রেখেছিলেন তিনি। হয়ত ব্যুমেরাং হয়ে দাঁড়ালো সেই সিদ্ধান্তই। গতকাল বিদেশী ফাস্ট বোলারদের নিয়ে দড়ি-টানাটানি চললো বিস্তর। দল পেলেন নাথান এলিস (Nathan Ellis), জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee), জোফ্রা আর্চার’রা (Jofra Archer)। কিন্তু অবিক্রিতই থেকে গেলেন নবীন। নিলামে তাঁর নাম ডাকা হয়েছিলো। আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। দ্বিতীয় পর্বের অ্যাক্সিলারেটেড অকশনে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদা মত অবিক্রিত ক্রিকেটারদের যে তালিকা প্রস্তুত করা হয় সেখানেও নাম ছিলো না তাঁর। শেষ মুহূর্তে কোনো বিদেশী তারকা চোটের কবলে না পড়লে ২০২৫-এর আইপিএলে (IPL) নবীনের খেলার আর কোনো সম্ভাবনা নেই।