পরিসমাপ্তি ঘটলো প্রথম দিনের আইপিএল ২০২৫’এর নিলাম (IPL 2025 Auction)। আবার আগামীকাল শুরু হবে আইপিএলের দ্বিতীয় দিনের নিলাম। আজকের দিনে নিলামে মোট ৭২ জন খেলোয়াড় দল পেয়েছেন, তাদের মধ্যে ২৪ জন খেলোয়াড় বিদেশি, মঞ্চে সবথেকে বেশি খেলোয়াড়দের কিনেছে পাঞ্জাব কিংস। ১০ জন খেলোয়াড়কে তারা দলে শামিল করতে ৮৮ কোটি টাকা খরচ করেছে। প্রথম দিন নিলামের মঞ্চে মার্কি প্লেয়াররা পেয়েছেন পাহাড় সমান দাম। এবার আর বিদেশি খেলোয়াড়দের পিছনে টাকা ওড়ালো না ফ্রাঞ্চাইজি, দেশি প্লেয়ারদের জন্যই পার্স খালি করতে দেখা গিয়েছে ফ্রাঞ্চাইজিকে।
শ্রেয়স-পন্থের উপর হয়েছে টাকার বৃষ্টি
আসন্ন আইপিএলে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে লখনৌ সুপার জয়ন্টস দলে শামিল হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant), পাশাপশি তার বন্ধু শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিলামের মঞ্চে চমক ঘটিয়ে ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি। রিকি পন্টিং আবার শ্রেয়সের সঙ্গে জুটি বাঁধতে চাইছেন এবং শ্রেয়াসকে দলে টানতে কোনো কসরত বাঁকি রাখেননি পন্টিং।
Read More: IPL 2025: বিপুল দামে পুরনো দলে ফিরলেন ম্যাকগার্ক-কনওয়েরা, সকলকে চমকে দিয়ে ‘আনসোল্ড’ ওয়ার্নার-পাডিক্কাল !!
অর্ষদীপ-চাহালকে কিনতে ১৮ কোটি টাকা করে খরচ করেছে পাঞ্জাব
চলতি সময়ে খুবই প্রতিভাবান ফাস্ট বোলারে পরিণত হয়েছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। গত মৌসুমে পাঞ্জাব দলের অঙ্গ ছিলেন অর্ষদীপ, তবে তাকে নিলামের আগে রিটেন করেনি পাঞ্জাব দল। নিলামের মঞ্চে অর্ষদীপকে ১৮ কোটি টাকা দিয়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে শামিল করে পাঞ্জাব। প্রতি বছর স্পিনারের সমস্যায় ভোগে পাঞ্জাব কিংস, এবার আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি জুজুভেন্দ্র চাহলকে দলে শামিল করলো পাঞ্জাব কিংস। অর্ষদীপ ও চাহালকে কিনতে ১৮ কোটি টাকা করে খরচ করলো পাঞ্জাব ফ্রাঞ্চাইজি।
ওয়ার্নার-বেয়ারিস্টো পেলেন না দল
আইপিএল জয়ী অধিনায়ক এবং আইপিএল ইতিহাসের বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক রান হাঁকানো ডেভিড ওয়ার্নারকে (David Warner) কোনো দল নিতেই হলো না রাজি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে লক্ষ ছিল ওয়ার্নারের তবে প্রথম দিন কোনো দল তার উপর রুচি দেখালো না। অন্যদিকে একসময়ে ওয়ার্নারের সঙ্গী এবং গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা জনি বেয়ারিস্টোকে কিনতে কোনো দল রাজি হয়নি।
রেকর্ড মূল্যে KKR দলে শামিল ভেঙ্কটেশ আইয়ার
চলতি বছর তৃতীয় বারের জন্য আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স দল (KKR)। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি নাইট রাইডার্স তাদের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে পুনরায় ফেরানোর চেষ্টা করেছিল, তবে শ্রেয়সের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করতে রাজি ছিল না ফ্রাঞ্চাইজি। শ্রেয়াসকে এত দাম দিয়ে না কিনতে চাইলেও ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছেন কলকাতা কর্মকর্তারা।
দিন শেষে KKR’এর স্কোয়াড
পাশাপশি, আগামী মরশুমের জন্য নাইট পরিবারের সদস্য হয়েছেন কুইন্টন ডি কক (Quinton De Kock) তাকে ৩.৬০ কোটি টাকায় দলে শামিল করেছে KKR। রাহমানুল্লাহ গুরবাজকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে ফ্রাঞ্চাইজি। তাছাড়া দলে দক্ষিণ আফ্রিকান তারকা পেসার একরিখ নোকিয়াকে ৬.৫০ কোটি দিয়ে দলে শামিল করেছে ফ্রাঞ্চাইজি। ভারতীয় দুই তরুণ বলার বৈভব অরোরাকে ১.৮০ কোটি এবং মায়ঙ্ক মারকান্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা। কলকাতা আপাতত নিলামের মঞ্চ থেকে ৬ জন খেলোয়াড়কে কিনেছে। আপাতত দলের মোট প্লেয়ার সংখ্যা ১২ এবং তাদের কাছে বাঁকি রয়েছে ১০.০৫ কোটি টাকা।
পরিচিত মুখ ফিরলেন ঘরে
বেশ কয়েকজন খেলোয়াড়কে আবার তাদের পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে যেতেও দেখা গিয়েছে। ৯.৭৫ কোটি টাকা খরচ করে রবিচন্দ্রন অশ্বিনকে চেন্নাই ফ্রাঞ্চাইজি তাদের দলে শামিল করেছে। এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ছন্দ দেখিয়েছেন অশ্বিন তাই তিনি প্রথম থেকেই চেন্নাই দলের উইশ লিস্টেই ছিলেন। মাত্র ৪.২০ কোটি টাকায় আবার পাঞ্জাব কিংস দলে ফিরে আসলেন গ্লেন ম্যাক্সওয়েল। গত মৌসুমে তার বাজে পারফরমেন্সের ছাপ দেখা গেল এবারের নিলামের টেবিলে। তাকে কিনতে রাজি ছিল না কোনো ফ্রাঞ্চাইজি। এমনকি তার গত মৌসুমের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তার জন্য RTM কার্ডেরও ব্যাবহার করেনি। ১২.৫০ কোটিতে রাজস্থানে ফিরেছেন জোফরা আর্চার, একই মূল্যে ট্রেন্ট বোল্ট ও যশ হ্যাজেলউড যথাক্রমে মুম্বাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স দলে ফিরেছেন।