IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আঙিনায় পা রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম মরসুমে প্লে-অফের গণ্ডী টপকেছিলো তারা। দ্বিতীয় মরসুমেও পেয়েছিলো শেষ চারের ছাড়পত্র। কিন্তু মুখ থুবড়ে পড়তে হয় ২০২৪-এ। লীগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে তারা। আসন্ন মরসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। তাই নতুন উদ্যমে দল গড়তে উদ্যত হয়েছিলো তারা। সেইমতই মেগা নিলামে ঝাঁপায় ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য। দীর্ঘ দড়ি-টানাটানি চলে সানরাইজার্সের সাথে। ২০.৭৫ কোটি টাকা যখন দর তখন আরটিএম ব্যবহারের ইচ্ছাপ্রকাশ করে দিল্লী ক্যাপিটালস’ও (DC)। কিন্তু মরিয়া লক্ষ্ণৌ এরপর দর একধাক্কায় বাড়িয়ে করে দেয় ২৭ কোটি। আর এগোয় নি কোনো দল। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ মূল্যের চুক্তিতে লক্ষ্ণৌ দলেই নাম লেখান ঋষভ পন্থ।
Read More: IPL 2025: আনুগত্যের নজির গড়লেন আন্দ্রে রাসেল, বিশাল টাকার প্রস্তাব ফিরিয়ে থাকলেন KKR-এ !!
অধিনায়ক হচ্ছেন না ঋষভ-
লক্ষ্ণৌ’র জন্মলগ্ন থেকে ২০২৪ অবধি অধিনায়ক পদে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। মাঝে কিছু ম্যাচে তিনি চোটের জন্য বাইরে থাকায় দায়িত্ব সামলেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। ২০২৫ আইপিএলের (IPL) আগে দু’জনকেই ছেঁটে ফেলেছে লক্ষ্ণৌ। আগামী বছর নতুন অধিনায়ক কে হন তা নিয়ে জল্পনা রয়েছে। মেগা নিলামে রেকর্ড অর্থ দিয়ে যেভাবে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়েছে সুপারজায়ান্টস শিবিরে তাতে তিনি যে দৌড়ে রয়েছেন তা দিনের আলোর মত পরিষ্কার। নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দিল্লী ক্যাপিটালসের (DC) দায়িত্বে ছিলেন। কিছু ম্যাচে ভারতের হয়েও অধিনায়কত্ব করেছেন। ফলে তাঁকে বেছে নেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন যে চমক দিতে পারে ফ্র্যাঞ্চাইজি। শেষ মুহূর্তে ব্যাটন তুলে দেওয়া হতে পারে নিকোলাস পুরানের (Nicholas Pooran) হাতে।
২০২৩ থেকেই লক্ষ্ণৌ (LSG) দলের সদস্য নিকোলাস পুরান। ২০২৪-এ তাঁকে সহ-অধিনায়ক করেছিলো দল। রিটেনশন স্লটে এক নম্বর জায়গাটি দেওয়া হয়েছে তাঁকে। নিলামে ঋষভ (Rishabh Pant) ২৭ কোটি পাচ্ছেন ঠিকই। কিন্তু টাকার অঙ্কে বিশেষ পিছিয়ে নেই পুরান’ও (Nicholas Pooran)। ২১ কোটি টাকা পাচ্ছেন তিনি। মিডল অর্ডারের ভার তাঁর কাঁধেই ন্যস্ত করা হতে পারে। সাথে ক্যারবিয়ান তারকা পেতে পারেন নেতৃত্ব’ও। ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঋষভ না পুরান (Nicholas Pooran), একটি সাক্ষাৎকারে লক্ষ্ণৌ দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) প্রশ্নটি করেছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি হেঁয়ালি জিইয়ে রেখে জানান, “মানুষ অল্পেই চমকে যান। আমি মনে করি না যে আমি চমক দিই। (কে নেতা হচ্ছেন) ঠিক হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে।”
ওপেনিং-এ ঋষভকে চান গোয়েঙ্কা ?
সাধারণত মিডল অর্ডারেই ব্যাটিং করে থাকেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় দলের হয়ে এর হয়ে টেস্টে তাঁকে দেখা যায় পাঁচ নম্বরে। সাদা বলের ক্রিকেটেও চার বা পাঁচ নম্বরেই বেশী সাবলীল তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) একটি সিরিজে তাঁকে দিয়ে ওপেনিং করিয়েছিলেন কার্যনির্বাহী কোচ ভিভিএস লক্ষ্মণ। সাফল্য পান নি ঋষভ। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতে ইনিংসের শুরুতেই নামতে হতে পারে তাঁকে। একটি ভিডিও সেশনে সমর্থকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সেখানে তাঁর কাছে প্রশ্ন উড়ে আসে যে আগামী মরসুমে ফ্র্যাঞ্চাইজির ওপেনিং জুটি কি হবে। এইডেন মার্করাম, মিচেল মার্শদের (Mitchell Marsh) নাম উল্লেখ করেন তিনি। সহ-ওপেনার হিসেবে বারবারই ঋষভের (Rishabh Pant) কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। “ওপেনিং বা তিন নম্বরে দেখা যাবে পন্থ’কে” স্পষ্ট করেছেন তিনি।
দেখে নিন কি বলেছেন কর্ণধার-
Sanjiv Goenka on LSG openers
It’s almost sure LSG is looking to Open with Rishabh or to bat him at no3 max. It’s upto Zak and Langer to decide the batting order#CricketTwitter #IPL #RishabhPantpic.twitter.com/2oDMuMNbIm
— Riseup Pant (@riseup_pant17) December 2, 2024