Rishabh Pant, ipl 2025
Rishabh Pant | Image: Getty Images

IPL 2025: সৌদি আরবের জেড্ডায় আজ আইপিএলের (IPL) মেগা নিলামে চলছে ধুন্ধুমার যুদ্ধ। নিলাম পর্বের শুরুতে মার্কি খেলোয়াড়দের নিয়ে চলছে দড়ি-টানাটানি। প্রথম মার্কি সেট থেকে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) দিয়ে শুরু হয় দ্বৈরথ। দর কষাকষিতে রাজস্থান রয়্যালসকে (RR) পরাস্ত করে বাজিমাত করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু কাব্য মারানদের চমকে দিলো প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। RTM ব্যবহার করে তারা ঘরে ফেরালো আর্শদীপ’কে। এরপর জস বাটলার (Jos Buttler) ও কাগিসো রাবাডা’কে (Kagiso Rabada) নিয়েও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলে। দুজনেই যান গুজরাত টাইটান্সে। মিচেল স্টার্ককে চেয়েও পায় নি কলকাতা নাইট রাইডার্স। প্রথম মার্কি সেটে থাকা ছয় খেলোয়াড়ের মধ্যে ফোকাসে ছিলেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ-ইতিহাস গড়লেন দুজনেই।

শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্য প্রথম প্যাডেল তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সীমিত অকশন পার্সের কথা মাথায় রেখে ১০ কোটির বেশী এগোয় নি তারা। তাঁকে ফেরানোর জন্য প্রচেষ্টায় ছিলো দিল্লী ক্যাপিটালস’ও। কিন্তু পাঞ্জাব কিংসের তরফ থেকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দিল্লীকে (DC)। ১১০.৫০ কোটি টাকার অকশন পার্স সঙ্গী করে মেগা নিলামের আসরে পা রেখেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। তারা যে মহাতারকাদের দলে সামিল করবে তা বেশ কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আজ সত্যিই পেশীর জোর দেখালো তারা। ২ কোটির ভিত্তিমূল্য ছিলো শ্রেয়সের। কয়েক মুহূর্তেই সাত-আট গুণ বেড়ে যায় তা। ২০ কোটির গণ্ডী পেরোতেও বেশী সময় লাগে নি। শেষমেশ ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে ছিনিয়ে নেয় পাঞ্জাব।

গতবার প্যাট কামিন্সের (Pat Cummins) রেকর্ড কয়েক মিনিটের মধ্যেই ভেঙেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। আজকের আইপিএল (IPL) মেগা নিলামেও যেন তারই পুনরাবৃত্তি চোখে পড়লো। ২৬.৭৫ কোটিতে পাঞ্জাবে নাম লিখিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা পেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু কয়েক মিনিটের বেশী তার মাথায় স্থায়ী হলো না সেই মুকুট। কেড়ে নিয়ে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার যে এই নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় হতে পারেন সেই আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সত্যি হলো সেই ভবিষ্যদ্বাণীই। ঋষভকে পেতে শুরু থেকেই উৎসাহী ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম প্যাডেলও তুলেছিলো তারা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে লড়াই চলে তাদের।

২০.৭৫ কোটি টাকা অবধি দর-কষাকষি চলার পর হাল ছেড়ে দিয়েছিলো সানরাইজার্স (SRH)। তখন অকশনিয়ার মল্লিকা সাগর ঋষভের (Rishabh Pant) পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের কাছে জানতে চায় যে তারা RTM বিকল্প ব্যবহার করতে চায় কিনা। সম্মতি জানিয়েছিলেন DC কর্তা কিরণ কুমার গ্রান্ধী। এরপর লক্ষ্ণৌর কাছে জানতে চাওয়া হয় যে তারা দাম বাড়াতে রাজী কিনা। কোনো ঝুঁকি নিতে চান নি সুপারজায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। একেবারে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দাম বাড়িয়ে তিনি ২৭ কোটির প্রস্তাব দেন। ইতিহাসে সর্বোচ্চ দাম পান পন্থ। এরপর আর লড়াইতে থাকতে চায় নি দিল্লী। তারা সরে দাঁড়ায়। আইপিএল (IPL) রিটেনশন তালিকা থেকে উইকেটরক্ষক-ব্যাটার কে এল রাহুলকে এবার বাদ দিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। সেই শূন্যস্থান ঋষভ পন্থকে দিয়ে পূরণ করলো তারা। সম্ভবত অধিনায়কও হচ্ছেন তিনিই।

রেকর্ড মূল্যে লক্ষ্ণৌ শিবিরে ঋষভ-

Also Read: IPL 2025: মেগা নিলামের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *