IPL 2025: জেড্ডার মেগা নিলামে সকলের চোখ ছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরটিএম বিকল্প হাতে না রেখেই বসেছিলো নিলামের টেবিলে। পুঁজি ছিলো ৫১ কোটি টাকা। তারা সেই অর্থে মোট ১৫ জন ক্রিকেটারকে দলে সামিল করেছে। অকশন পার্সের প্রায় অর্ধেকটাই কলকাতা খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ফেরাতে। এছাড়াও স্কোয়াডে সামিল করা হয়েছে রোভম্যান পাওয়েল (Rovman Powell), উমরান মালিক (Umran Malik), মঈন আলি’র (Moeen Ali) মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকাকে। যুক্ত করা হয়েছে স্পেন্সার জনসন, অনুকূল রয়, মায়াঙ্ক মারকণ্ডে, বৈভব আরোরাদেরও। সব মিলিয়ে নাইটদের (KKR) স্কোয়াডে ভারসাম্য রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে অভিজ্ঞদের পাশাপাশি কলকাতাকে চতুর্থ আইপিএল (IPL) ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখতে পারেন তিন তরুণ’ও।
Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, প্রকাশ্যে আসলো ভারতীয় দলের একাদশ !!
অঙ্গকৃষ রঘুবংশী-
দিল্লীর ২০ বর্ষীয় তরুণ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) লাইমলাইটে আসেন ২০২৪-এর আইপিএল (IPL) চলাকালীন। তাঁকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সুযোগ করে দিয়েছিলেন নাইট রাইডার্স (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ১০ ইনিংসে ১৫৫.২৪ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেন তিনি। ছিলো একটি ধুন্ধুমার অর্ধশতক’ও। তাঁকে যে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছে নাইট ফ্র্যাঞ্চাইজি তা স্পষ্ট মেগা নিলামে। অঙ্গকৃষকে ফেরাতে চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে রীতিমত যুদ্ধে সামিল হলো নাইট বাহিনী। ৩০ লক্ষ টাকার বেস প্রাইস ছিলো তাঁর। ৩ কোটি টাকায় শেষমেশ বাজিমাত কলকাতার। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), নীতিশ রাণা দল ছাড়ায় এবার মিডল অর্ডারে আরও বড় দায়িত্ব নিতে হবে অঙ্গকৃষ’কে। তিনি যদি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন তাহলে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠতে পারেন কলকাতার জন্য।
হর্ষিত রাণা-
এই তালিকায় দ্বিতীয় নামটি দিল্লীরই হর্ষিত রাণা’র (Harshit Rana)। তরুণ পেসার গত বছর নাইটদের পেস অ্যাটাকের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) ও আন্দ্রে রাসেলের (Andre Russell) মত তারকার পাশেও বেমামান লাগে নি তাঁকে। বরং তাঁদের টপকে সফলতম ফাস্ট বোলার হয়েছিলেন তিনিই। তুলে নিয়েছিলেন ১৯ উইকেট। এবার হর্ষিতকে রিটেন করেছে নাইট রাইডার্স (KKR)। ফ্র্যাঞ্চাইজির আস্থার দাম দেওয়ার পালা তাঁর। ইতিমধ্যে ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন তরুণ তুর্কি। যে ছন্দে বোলিং করেছেন পার্থের মাঠে তা যদি আইপিএলেও (IPL) ধরে রাখতে পারেন তাহলে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে তিনি যে ত্রাস হয়ে উঠতে পারেন তা বলাই বাহুল্য। আগ্রাসী পেসার হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন তিনি, যা বাড়তি সুবিধা করে দিতে পারে কলকাতার নাইটদের।
রহমানুল্লাহ গুরবাজ-
ওপেনার হিসেবে আফগানিস্তানের ২২ বর্ষীয় তরুণের দিকে তাকিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাঁকেও মেগা নিলাম থেকে দলে ফিরিয়েছেন ভেঙ্কি মাইশোররা। গত দুই মরসুমে বেগুনি-সোনালী শিবিরের হয়ে ১৩ ম্যাচে সুযোগ পেয়েছেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। কিন্তু ফিল সল্ট সরে যাওয়ায় এবার হয়ত প্রথম পছন্দ হিসেবে মাঠে নামবেন গুরবাজই। ইংল্যান্ড তারকার শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত আফগানিস্তানের ‘জানি।’ এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি। দিনকয়েক আগে বাংলাদেশের বিপক্ষে কেরিয়ারের অষ্টম ওডিআই শতরান পেয়েছেন। চলতি বছরের টি-২০ বিশ্বকাপেও বিধ্বংসী ক্রিকেট খেলতে দেখা গিয়েছে তাঁকে। রান পেয়েছেন টি-১০ লীগে। আইপিএলেও (IPL) সেই ফর্ম ধরে রাখতে পারলে পাওয়ার প্লে’তেই প্রতিপক্ষকে অনেক খানি পিছনে ফেলতে পারবে কলকাতা।