IPL 2025: রাতারাতি মন বদল KKR-এর, রাহানে নয় বরং এই তরুণ তুর্কি হচ্ছেন অধিনায়ক !! 1

IPL 2025: গত মরসুমে শ্রেয়স আইয়ারের হাত ধরে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। এক দশকের অপেক্ষার পর ঘরে এসেছিলো তৃতীয় খেতাব। সাফল্যের ভগীরথ হওয়ার পরেও তাঁকে রিটেন করে নি নাইট (KKR) বাহিনী। আর্থিক বিষয়ে মতভেদের কারণে দল ছেড়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। মেগা নিলামে শ্রেয়সকে ফিরে পেতে ঝাঁপিয়েছিলো কলকাতা। কিন্তু ৯.৭৫ কোটির বেশী দর দিতে পারে নি। শেষমেশ ২৬.৭৫ কোটিতে তিনি যান পাঞ্জাব কিংসে (PBKS)। শ্রেয়স (Shreyas Iyer) সরে যাওয়ায় আপাতত অধিনায়কের আসন খালি নাইট ফ্র্যাঞ্চাইজিতে। আসন্ন আইপিএলে (IPL) কে দল সামলাবেন তা নিয়ে চলছে জল্পনা। অনেকেই ভেবেছিলেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) পাবেন দায়িত্ব। কিন্তু সূত্রের খবর তাঁকে থাকতে হচ্ছে সহ-অধিনায়ক হয়েই। নেতৃত্বের দৌড়ে রাহানের সাথে রয়েছেন রিঙ্কু।

Read More: CT 2025: ভাঙলেও মচকাচ্ছে না পাকিস্তান, ‘সম্মানজনক সমাধানসূত্র’ খুঁজছেন মহসীন নকভি’রা !!

রাহানে পেতে পারেন অধিনায়কত্ব-

Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএল (IPL) খেলেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এরপর দুই মরসুম তাঁকে দেখা গিয়েছে চেন্নাইতে। ২০২৫-এ ফের সিটি অফ জয়তেই ফিরলেন তিনি। মেগা নিলামে প্রথম যখন তাঁর নাম ডাকা হয়, তখন অবিক্রিত ছিলেন তিনি। এরপর অ্যাক্সিলারেটেড পর্বে ১.৫০ কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে ছিনিয়ে নেয় কলকাতা। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শূন্য পদে তাঁকেই বসাতে চাইছে টিম ম্যানেজমেন্টের একাংশ। নেতৃত্ব নতুন নয় রাহানের (Ajinkya Rahane) কাছে। তিনি ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নেতা হিসেবে সাম্প্রতিক অতীতে জিতেছেন রঞ্জি ট্রফি ও ইরানী কাপ। এমনকি আইপিএলেও (IPL) এর আগে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের (RR) দায়িত্বে ছিলেন তিনি।

বিকল্প হতে পারেন রিঙ্কু সিং-

Rinku Singh and Shah Rukh Khan | Image: Twitter
Rinku Singh and Shah Rukh Khan | Image: Twitter

টি-২০তে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) কতটা ধারাবাহিক হবেন তা নিয়ে রয়েছে সংশয়। গত দুই আইপিএল (IPL) মরসুমে চেন্নাই জার্সিতে ২৭ ম্যাচে হয় ওপেনিং অথবা তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। টপ-অর্ডারে খেলেও অর্ধশতকের সংখ্যা মাত্র ২। মাঝ মরসুমে তাঁকে বাদও দিতে হতে পারে নাইট রাইডার্সকে (KKR)। তখন নতুন নেতা বাছার জটিলতা হয়ত এড়াতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে নিশ্চিত এমন কাউকেই তাই অধিনায়কত্ব দেওয়া হতে পারে। কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে যে ভেঙ্কি মাইশোরদের ভাবনায় রয়েছে রিঙ্কু সিং-এর (Rinku Singh) নাম। রিটেনশন তালিকায় প্রথম স্লট দেওয়া হয়েছে ‘ঘরের ছেলে’কে। নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ইউ পি টি-২০ লীগে মীরাট ম্যাভেরিকসের অধিনায়কত্ব করেছেন। আইপিএলের (IPL) মঞ্চে সুযোগ পেলে নিশ্চয়ই চেষ্টা করবেন তার সদ্ব্যবহার করার।

ব্যাট হাতে ছন্দে রয়েছেন রিঙ্কু-

Rinku Singh | Image: Twitter
Rinku Singh | Image: Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজে চেনা ছন্দে পাওয়া যায় নি রিঙ্কু সিং-কে (Rinku Singh)। উত্তরপ্রদেশের বাম হাতি ব্যাটার তিন ইনিংসে করেছিলেন যথাক্রমে ১১, ৯ ও ৮। প্রশ্ন উঠেছিলো তাঁকে নিয়ে। দেশে ফিরে অবশ্য ফর্ম খুঁজে পেয়েছেন তিনি। এই মুহূর্তে রাজ্য দলের হয়ে খেলছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT 2024)। সেখানে ধারাবাহিক রানের মধ্যে রয়েছেন তিনি। দিল্লীর বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ৭০ রান করে দৌড় শুরু করেছিলেন। এরপর হিমাচল প্রদেশের বিপক্ষে ২৪ বলে ৪৫* রানের ধুন্ধুমার ইনিংস খেলেছেন। হরিয়ানার বিরুদ্ধে ২৩ বলে করেছেন ৩০। অরুণাচলের বিপক্ষে মাত্র ৯ বল খেলার সুযোগ পেয়েছিলেন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ২৬*। আজ জম্মু-কাশ্মীরের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪ রান। গ্রুপ-সি’তে দ্বিতীয় স্থানে রয়েছে রিঙ্কুর (Rinku Singh) দল।

Also Read: IPL শুরুর আগে হার্দিকের উপর থেকে ভরসার হাত তুলে নিলো নীতা আম্বানি, প্রকাশ্যে নতুন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *