IPL 2025: সতেরো বছরের প্রচেষ্টাতেও আইপিএল (IPL) ধরা দেয় নি দিল্লী ফ্র্যাঞ্চাইজির হাতের মুঠোয়। তারা পথচলা শুরু করেছিলো ডেয়ারডেভিলস (DD) নামে। এরপর নাম বদলেছে তাদের। বদলেছে জার্সির রং। কিন্তু আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য পারফর্ম্যান্স সমর্থকদের উপহার দিতে পারে নি তারা। ২০২৫-এ বদল আনতে চান কর্মকর্তারা। ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে হেমাঙ্গ বাদানীকে (Hemang Badani)। জেড্ডার মেগা নিলামেও মেপে পদক্ষেপ ফেলত দেখা গিয়েছে দিল্লীকে। ৭৩ কোটি টাকার অকশন পার্স সঙ্গে ছিলো তাদের। ৭২.৮০ কোটিতে মোট ১৯ জন’কে দলে নিয়েছে তারা। স্কোয়াডে মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। ভারতীয় ১৬ জন ও বিদেশীর সংখ্যা ৭। দিনকয়েকের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে দিল্লী (DC)।
Read More: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে খারাপ খবর, মাঠে প্রাণ হারালেন তারকা ক্রিকেটার !!
ঋষভের বদলে নয়া অধিনায়ক দিল্লী’র –
২০২২ থেকে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিল্লী কর্তা পার্থ জিন্দল (Parth Jindal) ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন তা। বলেন, “আমরা, অর্থাৎ মালিকপক্ষ যেভাবে দল চালাতে চেয়েছিলাম, ও তার সাথে সহমত ছিলো না। এ ক্ষেত্রে অর্থ কোনো সমস্যা করে নি। আমরা সবরকম চেষ্টা করেছিলাম। কিন্তু ওর (ঋষভ) মনে হয়েছে এখন নতুন অধ্যায় শুরু করা উচিৎ।” নেতৃত্ব নিয়ে দলমালিকদের দেওয়া পরামর্শ মেনে নেওয়ার ক্ষেত্রেও ঋষভের (Rishabh Pant) যে আপত্তি ছিলো তাও স্পষ্ট করেছেন জিন্দল। “রিটেন করতে ব্যর্থ হওয়ার পরেই আমরা বুঝে গিয়েছিলাম যে পন্থ হাতছাড়া হয়ে গিয়েছে। তাও নিলামে একটা শেষ চেষ্টা করেছিলাম,” স্বীকারোক্তি তাঁর।
ঋষভ পন্থের (Rishabh Pant) বিদায়ে আপাতত অধিনায়কের আসন শূন্য দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে। দ্রুত তা পূরণ করার চেষ্টায় পার্থ জিন্দল, কিরণ কুমার গ্রান্ধীরা। দিল্লীর (DC) স্কোয়াড বিশ্লেষণ করে বিশেষজ্ঞমহলের ধারণা যে কে এল রাহুলের (KL Rahul) কাঁধে তুলে দেওয়া হতে পারে অধিনায়কত্বের ভার। ১৪ কোটি টাকার বিনিময়ে কর্ণাটকের ক্রিকেটারকে দলে সামিল করেছে ক্যাপিটালস শিবির। আইপিএলে (IPL) পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যা রাহুলকে দৌড়ে রেখেছে। অনেকে আবার বলছেন ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) নাম’ও। প্রোটিয়া তারকা দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নেতৃত্বের ছিলেন। তিন বছর অধিনায়কত্ব করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। সম্প্রতি সেন্ট লুসিয়া কিংসের নেতা হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ জিতেছেন। অভিজ্ঞতার বহর কম নয় তাঁরও।
স্কোয়াড নিয়ে খুশি সৌরভ-
ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জেড্ডায় নিলামের সময় ছিলেন তিনি। আইপিএলের (IPL) জন্য যে স্কোয়াড তাঁরা গড়তে সক্ষম হয়েছেন তাতে তৃপ্ত প্রাক্তন ভারত অধিনায়ক। রাহুল-স্টার্কদের (Mitchell Starc) বেশী দামে কেনার ব্যাপারে তাঁর মন্তব্য, “গুণমান আর দামের মধ্যে ভারসাম্য রাখাটাই আসল।” তিনি মুখ খুলেছেন মেগা নিলাম নিয়েও। এক সাক্ষাৎকারে বলেন, “এটা দ্রুত রান তোলার মত ব্যাপার। গত পাঁচ দিন ধরে আমরা অনেক কাজ করেছি। নিলামে অধিকাংশ সিদ্ধান্তই টেবিলে বসে মুহূর্তের মধ্যে নিতে হয়। কোনো কিছুরই নিশ্চয়তা থাকে না। আমরা কেবল অনুমান করতে পারি। একটা পরিকল্পনা থাকে। চেষ্টা করি সেটা মেনে এগোনোর। কিন্তু তাতেও নমনীয়তা রাখতেই হয়। চমক থাকেই। কে কত দাম পাবে তা বলা যায় না।”