IPL 2025: গত তিন মরসুম লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়ক ছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে তলানিতে ঠেকেছিলো তাঁর সম্পর্ক। হায়দ্রাবাদের বিপক্ষে দলের পরাজয়ের পর মাঠে দাঁড়িয়েই রাহুল’কে (KL Rahul) রীতিমত ধমক দিতে দেখা গিয়েছিলো কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। তারপর থেকেই গুঞ্জন ছিলো যে নবাবের শহর ছাড়তে চলেছেন রাহুল। মাঝে কলকাতাতে গোয়েঙ্কার সাথে বৈঠক সারেন কে এল রাহুল। তখন সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে যে হয়ত মিটেছে দূরত্ব। রিটেনশনের ব্যাপারে দলমালিকের কাছ থেকে নিশ্চয়তা আদায় করেছেন কে এল রাহুল। কিন্তু ভুল ভাঙে ৩১ অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ হতেই। দেখা যায় সেখানে নাম নেই কর্ণাটকের ক্রিকেটারের।
Read More: IPL 2025: ইতিহাস ঋষভ পন্থের, ২৭ কোটির রেকর্ড মূল্যে নাম লেখালেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে !!
নতুন দলের সন্ধানে মেগা নিলামে নাম লেখানো ছাড়া উপায় ছিলো না রাহুলের (KL Rahul)। ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তিনি। ছিলেন দ্বিতীয় মার্কি সেটে। তাঁর পরিসংখ্যানের দিকে তাকিয়ে অনেকেই মনে করেছিলেন যে নিলামের অন্যতম চমক হতে চলেছেন তিনি। ২০ কোটি বা তারও বেশী টাকা পাবেন রাহুল, ভবিষ্যদ্বাণী করছিলেন কেউ কেউ। আজ জেড্ডায় মেগা নিলামের প্রথম দিনে আর্শদীপ সিং (Arshdeep Singh) ১৮ কোটি, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ১৮ কোটি, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২৬.৭৫ কোটি, ঋষভ পন্থ (Rishabh Pant) ২৭ কোটিতে বিক্রি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন রাহুলের অনুরাগীরাও। কিন্তু আশাহতই হতে হলো তাঁদের। যে অর্থ তিনি পাবেন বলে মনে করা হয়েছিলো, তার ধারেকাছেও পৌঁছলো না দাম। ১৪ কোটিতেই দিল্লী ক্যাপিটালসে নাম লেখাতে হলো তাঁকে।
রাহুলের জন্য প্রথম প্যাডেল তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। পুরনো ক্রিকেটারকে ফেরাতে আসরে নেমেছিলো বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। ১১.২৫ কোটি অবধি চলে দ্বিমুখী লড়াই। এরপর দিল্লী ক্যাপিটালস (DC) যোগ দেয় দৌড়ে। ১১.৭৫ কোটি অবধি রাহুলের জন্য খরচে রাজী ছিলো কলকাতা। এরপর সরে দাঁড়ান ভেঙ্কি মাইশোর’রা। দিল্লীকে চ্যালেঞ্জ জানায় চেন্নাই সুপার কিংস। বেশ কিছুক্ষণ দড়ি-টানাটানি চলে দুই পক্ষের মধ্যে। শেষ হাসি অবশ্য দিল্লীরই। এর আগে সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স, পাঞ্জাব ও লক্ষ্ণৌতে খেলেছেন। আইপিএল (IPL) কেরিয়ারে পঞ্চম দলে নাম লেখালেন তিনি। ঋষভ পন্থ’কে রিলিজ করায় আপাতত শূন্য দিল্লীর নেতৃত্বের আসন। সম্ভবত সেখানে বসছেন রাহুলই।
রাহুলকে স্বাগত জানালো দিল্লী-
KLR, Dilli loves you already 💙@klrahul pic.twitter.com/Himo1U1rab
— Delhi Capitals (@DelhiCapitals) November 24, 2024