ipl-2025-david-warner-remained-unsold

IPL 2025: গত দুই দিন সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। আসন্ন মরসুমের জন্য নিজেদের স্কোয়াড গুছিয়ে নিলো দশ ফ্র্যাঞ্চাইজি। স্লট খালি ছিলো ২০৪টি। অকশন তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৭ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে দল পেলেন ১৮২ জন। মোট ৬৮২ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করলো দলগুলো। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি পেয়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে সামিল হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় সর্বোচ্চ ২৬.৭৫ কোটি পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মেগা নিলামের তৃতীয় সর্বোচ্চ দাম পাওয়া তারকা ভেঙ্কটেশ আইয়ার। নাইট রাইডার্স ২৩ কোটি ৭৫ লক্ষের বিনিময়ে ফেরালো তাঁকে। অর্থের এই ঝনঝনানির মাঝেও অন্ধকারে থাকলেও একাধিক মহাতারকা। তাঁদের মধ্যেই রয়েছেন ডেভিড ওয়ার্নার। এক সময় আইপিএল (IPL) মাতানো তারকা এবার রইলেন অবিক্রিত।

Read More: IPL 2025: মুখ পুড়লো বাংলাদেশের, মেগা নিলামে দল পেলেন না একজনও ক্রিকেটার !!

দল পেলেন না ডেভিড ওয়ার্নার-

David Warner and Rishabh Pant | IPL | Image: Getty Images
David Warner and Rishabh Pant | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকালের সেরা বিদেশী তারকাদের তালিকা প্রস্তুত করতে বসলে প্রথম তিন জনের মধ্যে হয়ত নাম থাকবে ডেভিড ওয়ার্নারের (David Warner)। কেরিয়ার শুরু করেছিলো দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস) জার্সিতে। এরপর যান সানরাইজার্স হায়দ্রাবাদে (SRH)। কেরিয়ারের সেরা সময়টা কমলা-কালো জার্সিতেই কাটিয়েছেন তিনি। পরে ফিরে এসেছিলেন দিল্লীতেই। দীর্ঘ সময় সানরাইজার্সকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ মরসুমে ছিলেন দিল্লীরও অধিনায়ক। ১৮৪ ম্যাচে ৪০.৫২ গড়ে তিনি করেছেন ৬৫৬৫ রান। শতরানের সংখ্যা ৪, অর্ধশতক ৬২টি। স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি। আইপিএলের (IPL) ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন বার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তিনি। দেড় দশকের যাত্রাপথ থামলো গতকাল।

প্রথম পর্বের নিলামে দল পান নি ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু শেষ পর্বের অ্যাক্সিলারেটেড অকশনে তাঁর নাম থাকায় অনুরাগীরা ভেবেছিলেন হয়ত ওজি তারকার জন্য আগ্রহ প্রকাশ করেছে কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বাস্তবে দেখা গেলো উলটো ছবি। অকশনিয়ার মল্লিকা সাগর (Mallika Sagar) তাঁর নাম ঘোষণা করার পর কোনো প্রতিক্রিয়া দেখা যায় নি নিলাম কক্ষের অভ্যন্তরে। কিছুক্ষণ পর বাধ্য হয়েই তাঁই ‘আনসোল্ড’ ঘোষণা করা হয় ওয়ার্নারকে (David Warner)। চলতি বছরের টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বাম হাতি ওপেনার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার কথা জানিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে আইপিএলে (IPL) তাঁর দল না পাওয়ার প্রধান কারণ ওয়ার্নারের বয়স। ৩৮ বর্ষীয় তারকার উপর বাজি লাগাতে রাজী নয় কোনো দলই।

ধারাভাষ্য দিচ্ছেন ওয়ার্নার-

David Warner | Image: Twitter
David Warner | Image: Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে বসেছে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) আসর। সেখানে কমেন্ট্রির মাইক হাতে নিয়মিত দেখা যাচ্ছে ডেভিড ওয়ার্নারকে (David Warner)। ফক্স ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। পার্‌থ-এ স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। বাকি টেস্টগুলিতেও ব্যাগি গ্রিন বাহিনীকে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে মনে করছেন জোড়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি। অস্ট্রেলিয়ার নড়বড়ে ব্যাটিং-কে নিশানা করে তিনি জানিয়েছেন, “বিষয়টি হচ্ছে যে (বিকল্প হিসেবে) কারা রয়েছে? ঘরোয়া ক্রিকেট থেকে কারা উঠে আসছে? স্যাম কনস্টাস, হেনরি হান্টের মত কয়েকজনের নাম শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু কাউকেই দেখে মনে হয় না যে তাঁরা বর্তমান তারকাদের জায়গা কেড়ে নিতে পারবে। (এখন যাঁরা খেলছেন) ওদের রান রয়েছে, কিন্তু ফর্ম নেই। ”

Also Read: IPL 2025: RTM ব্যবহারে অনীহা বেঙ্গালুরুর, ‘তুরুপের তাস’ তুলে দিলো প্রতিপক্ষের হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *