ipl-2025-auction-set-3-to-5-updates

IPL 2025: সৌদি আরবের জেড্ডায় আজ চলছে আইপিএলের (IPL) মেগা অকশন। ১২ জন মার্কি ক্রিকেটারকে দিয়ে শুরু হয়েছিলো নিলাম পর্ব। ক্রিকেটমাঠের পাওয়ার প্লে’র মত শুরুতেই ঝড়ের গতিতে টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নয়া রেকর্ড গড়ে ঋষভ পন্থ (Rishabh Pant) দাম পেয়েছেন ২৭ কোটি টাকা। তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কিছুটা পিছিয়ে দ্বিতীয় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর দাম উঠেছে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। দিল্লীর সাথে তীব্র লড়াইয়ের পর শেষমেশ তাঁকে দলে সামিল করেছে পাঞ্জাব কিংস। এছাড়া আর্শদীপ সিং (Arshdeep Singh), যুজবেন্দ্র চাহাল, কে এল রাহুলদের জন্যও অর্থ খরচে কোনো কার্পন্য করেন নি ফ্র্যাঞ্চাইজি কর্তারা। প্রথম দুটি সেটের পর খানিকক্ষণের বিরতি ঘোষণা করা হয়েছিলো। তারপর ফের শুরু হয় নিলাম।

তৃতীয় সেটে ছিলেন ওপেনিং ব্যাটাররা। সেই তালিকা থেকে অবিক্রিত থাকেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) ও ভারতের দেবদত্ত পাডিক্কাল। তিন বারের কমলা টুপি জয়ী ওয়ার্নার দল না পাওয়ায় অবাক অনেকে। চতুর্থ সেটে ছিলেন অলরাউন্ডাররা। দীর্ঘ সময় পর চেন্নাই সুপার কিংসে ফিরছেন রবিচন্দ্রণ অশ্বিন। তারা ধরে রেখেছে রচিন রবীন্দ্রকেও। দড়ি-টানাটানি চললো ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যালেঞ্জ এড়িয়ে তাঁকে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স।  নজর ছিলো উইকেটরক্ষকদের দিকে। তারকা কিপারদের রাখা হয়েছিলো দিনের পঞ্চম সেটে। ঈশান কিষণ, ফিল সল্টদের দলে পেতে আসরে নেমেছিলো একঝাঁক ফ্র্যাঞ্চাইজি। যা উত্তেজনা বাড়ায় আজকের মেগা নিলামের। কুড়ি জন ক্রিকেটারের আইপিএল (IPL) ভবিষ্যৎ দেখে নিন এই প্রতিবেদনে-

১) হ্যারি ব্রুক-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৬.২৫ কোটি
  • দল- দিল্লী ক্যাপিটালস

২) ডেভন কনওয়ে-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৬.২৫ কোটি
  • দল- চেন্নাই সুপার কিংস

৩) জেক ফ্রেজার-ম্যাকগার্ক-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৯ কোটি
  • দল- দিল্লী ক্যাপিটালস

৪) এইডেন মার্করাম-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ২ কোটি
  • দল- লক্ষ্ণৌ সুপারজায়ান্টস

৫) দেবদত্ত পাডিক্কাল-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- অবিক্রিত
  • দল- X

৬) রাহুল ত্রিপাঠী-

  • বেস প্রাইস- ৭৫ লক্ষ
  • নিলামে পেলেন- ৩.৪০ কোটি
  • দল- চেন্নাই সুপার কিংস

৭) ডেভিড ওয়ার্নার-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- অবিক্রিত
  • দল- X

৮) রবিচন্দ্রণ অশ্বিন-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৯.৭৫ কোটি
  • দল- চেন্নাই সুপার কিংস

৯) ভেঙ্কটেশ আইয়ার-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ২৩.৭৫ কোটি
  • দল- কলকাতা নাইট রাইডার্স

১০) মিচেল মার্শ-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৩.৪০ কোটি
  • দল- লক্ষ্ণৌ সুপারজায়ান্টস

১১) গ্লেন ম্যাক্সওয়েল-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৪.২০ কোটি
  • দল- পাঞ্জাব কিংস

১২) হর্ষল প্যাটেল-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৮ কোটি
  • দল- সানরাইজার্স হায়দ্রাবাদ

১৩) রচিন রবীন্দ্র-

  • বেস প্রাইস- ১.৫ কোটি
  • নিলামে পেলেন- ৪ কোটি
  • দল- চেন্নাই সুপার কিংস

১৪) মার্কাস স্টয়নিস-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ১১ কোটি
  • দল- পাঞ্জাব কিংস

১৫) জনি বেয়ারেস্টো-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- অবিক্রিত
  • দল- X

১৬) ক্যুইন্টন ডি কক-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ৩.৬০ কোটি
  • দল- কলকাতা নাইট রাইডার্স

১৭) রহমানুল্লাহ গুরবাজ-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ২ কোটি
  • দল- কলকাতা নাইট রাইডার্স

১৮) ঈশান কিষণ-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ১১.২৫ কোটি
  • দল- সানরাইজার্স হায়দ্রাবাদ

১৯) ফিল সল্ট-

  • বেস প্রাইস- ২ কোটি
  • নিলামে পেলেন- ১১.৫০ কোটি
  • দল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২০) জিতেশ শর্মা-

  • বেস প্রাইস- ১ কোটি
  • নিলামে পেলেন- ১১ কোটি
  • দল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Also Read: IPL 2025: মেগা নিলামের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *