IPL 2025: আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে আইপিএলের (IPL) মেগা অকশন। দশ ফ্র্যাঞ্চাইজির দল গোছানোও প্রায় শেষ পর্যায়ে। গতকাল নজির গড়েছিলেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। বিপুল দাম পেয়েছিলেন তাঁরা। আজ কিন্তু মেপে পা ফেলছেন সব দলের কর্মকর্তারাই। দ্বিতীয় দিনের মেগা অকশনে ১০ কোটির গণ্ডী টপকেছেন কেবলমাত্র ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ‘স্যুইং কিং’কে নিয়ে দড়ি-টানাটানিতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) পিছনে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খরচ করলো ১০.৭৫ কোটি টাকা। দু প্লেসি, জেরাল্ড ক্যুৎসিয়ের (Gerald Coetzee) মত ক্রিকেটাররাও বিশাল দাম পান নি আজ। মধ্যাহ্নভোজের বিরতির পর চললো অ্যাক্সিলারেটেড নিলামপর্ব। সেখানেও নজর কাড়লেন বেশ কয়েকজন তারকা।
Read More: IPL 2025: “সাঁই বাবা’র পক্ষেও আর সম্ভব নয়…” আনসোল্ড পৃথ্বী শ’কে খোঁচা নেটদুনিয়ার !!
বাংলাদেশীদের ছাড়াই এবার IPL ?
এবার আইপিএল (IPL) কি বাংলাদেশী তারকাদের ছাড়াই হতে চলেছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিদেশী পেসারদের সেটে ছিলেন মুস্তাফিজুর রহমান। গতবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে সফল হওয়া কাটার মাস্টার বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু কেউ আগ্রহ দেখায় নি তাঁকে নিয়ে। টাইগার ক্রিকেটের নতুন তারকা রিশাদ হোসেন সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে নাইট রাইডার্সের হয়ে খেলতে চান। কিন্তু আগ্রহ দেখান নি ভেঙ্কি মাইশোর’রা। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও এগিয়ে আসে নি রিশাদের জন্য। বিদেশী ক্যাপড উইকেটরক্ষকদের সেট পেরিয়ে গেলেও আসে নি লিটন দাসের নাম। অ্যাক্সিলারেটেড অকশনের বিশেষ তালিকায় তাঁরাই জায়গা পান যাঁদের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা অনুরোধ করেন বিসিসিআই-কে। সেই তালিকাতেই লিটনের নাম সম্ভবত ছিলো না।
দুই তারকাকে পেলো নাইট রাইডার্স-
আজ সকালে আল্লাহ গজনফরকে (Allah Ghaznafar) ফেরাতে চেয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বাধায় তা সম্ভব হয় নি। অ্যাক্সিলারেটেড অকশনে অবশ্য পেসার স্পেন্সার জনসন’কে নিলো তারা। ঘরে ফেরালো ২০১৪ সালের ট্রফি জেতানোর নায়ক মনীশ পাণ্ডেকেও। নূন্যতম দুটি স্লট এখনও ভর্তি করতে হবে কলকাতাকে (KKR)। হাতে রয়েছে ৫ কোটি টাকা। আইপিএলের (IPL) আঙিনায় আরও এক বহুচর্চিত বিদেশী তারকা নবীন উল হক (Naveen ul Haq) এখনও কোনো দল পান নি। তবে নাথান এলিস, শামার জোসেফদের মত পেসারদের নিয়ে কিন্তু আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ২ কোটি টাকায় পাঞ্জাব কিংসে ছেড়ে চেন্নাই সুপার কিংসে এলিস। ৭৫ লক্ষ টাকায় আরও একবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে নাম লেখাচ্ছেন ক্যারিবিয়ান তরুণ জোসেফ।
লাইমলাইটে অলরাউন্ডার’রা-
ভারতীয় ও বিদেশী ক্যাপড অলরাউন্ডারদের নিয়ে দড়ি-টানাটানি চলে অ্যাক্সিলারেটেড অকশনে। উইল জ্যাকস’কে (Will Jacks) ৫.২৫ কোটিতে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। RTM ব্যবহারের সুযোগ থাকলেও রাজী হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত অবশ্য রাইট টু ম্যাচ ব্যবহার করেছে সাই কিশোরের (Sai Kishore) জন্য। ২ কোটি টাকা দর উঠেছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেপার্ডকে ১.৫ কোটিতে নিয়েছে বেঙ্গালুরু। নজর ছিলো টিম ডেভিডের দিকে। ২০২২-এর মেগা অকশনে সিঙ্গাপুরজাত অজি তারকাকে ৮.২৫ কোটিতে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এবার দাম কমলো তাঁর। ৩ কোটিতে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্সে ফিরলো তারা। বাংলার শাহবাজ আহমেদকে ১ কোটিতে নিলো লক্ষ্ণৌ। দীপক হুডার নতুন গন্তব্য চেন্নাই সুপার কিংস। ১.৭০ কোটি পেয়েছেন তিনি।