IPL 2025: দল পেলেন না পৃথ্বী-উইলিয়ামসনরা, দীপক-ভুবনেশ্বর সহ দ্বিতীয় দিনে ভারতীয় পেসাররা হলেন মালামাল !! 1

IPL 2025: আজ দ্বিতীয় দিন নিলামের মঞ্চে ইতিমধ্যেই ১০ টি ফ্রাঞ্চাইজির মধ্যে হাডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। ব্যাটসম্যান বোলার ও উইকেট কিপারদের কিনতে মোরিয়া ছিল ফ্রাঞ্চাইজিগুলি। আজ শুরু থেকেই পেসারদের কিনতে মোটা টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজি। আজ দিনের শুরুতেই খাতা খোলে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েলকে দলে শামিল করে ফ্রাঞ্চাইজি। তবে প্রথম দিকে বেশিরভাগ খেলোয়াড়দের কিনতে রাজি হয়নি ফ্রাঞ্চাইজি।

দল পেলেন না বেশ কিছু তারকারা

Ipl 2025

মায়ঙ্ক আগারওয়াল (Mayank Agarwal), কেন উইলিয়ামসন (Kane Williamson), গ্লেন ফিলিপস (Glenn Phillips), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), পৃথ্বী শ (Prithvi Shaw), শার্দূল ঠাকুর (Shardul Thakur), আদিল রশিদের (Adil Rashid) মতন খেলোয়াড়দের দল পায়নি ফ্রাঞ্চাইজি। তবে আসন্ন আইপিএলে (IPL 2025) তারকা পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) আজকের দিনের সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। আবার একবার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে সামিল হয়েছেন ভুবনেশ্বর তাকে কিনতে নিলামের মঞ্চে মোটা টাকা খরচ করতে রাজি ছিল চেন্নাই মুম্বাই এবং ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি তবে শেষ মুহূর্তে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে রায়ন চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল ভুবনেশ্বর কে তাদের দলে সামিল করল।

Read More: IPL 2025: সিরাজকে দলে ফেরাতে সাফ ‘না’ RCB’র, রেকর্ড মূল্যে গেলেন গুজরাত টাইটান্সে !!

৯ কোটি ২৫ লক্ষ টাকায় এবার চেন্নাই ছেড়ে মুম্বই দলে শামিল হলেন দীপক চাহার (Robin Chahar)। ৮ কোটি টাকা দাম পেয়েছেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)। মুকেশকে আবার একবার দিল্লি ফ্রাঞ্চাইজি শামিল করলো। এমনকি বাংলার আকাশ দীপও (Akashdeep) ৮ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টস দলে শামিল হয়েছেন। অলরাউন্ডারের কথা বলতে গেলে দক্ষিণ আফ্রিকার মার্কো জেনিসেন ৭ কোটিতে পাঞ্জাব ডলার অংশ হয়ে উঠেছেন। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে দেখা যাবে ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya) এবং চলতি সময় দুর্দান্ত ফর্মে থাকা ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) ৩ কোটি ২০ লক্ষ টাকায় গুজরাট দল তাদের ফ্রাঞ্চায় যেতে সামিল করল।

বেশি দাম পেলেন না দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। কেবলমাত্র ২ কোটি টাকায় ডু প্লেসিসকে দলে শামিল করলো দিল্লি ফ্রাঞ্চাইজি। পাশাপাশি ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানকে কেবলমাত্র ২ কোটি ৪০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস আবার ঘরে ফেরালো দক্ষিণ আফ্রিকার পেসার জিরল্ড কোর্টজেকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় গুজরাট তাদের দলে শামিল করেছে। তাছাড়া ভারতীয় বোলার তুষার দেশপান্ডেকে (Tushar Deshpande) চেন্নাই নয় বরং রাজস্থান রয়্যাল দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দ্রাবিড় বাহিনীতে সামিল হলেন তুষার। দীপক চাহারকে (Deepak Chahar) কেনার পর মুম্বাই ইন্ডিয়ান্স আফগানিস্থানী বোলার আল্লাহ গজলফারকে ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় করেছে। যদিও কলকাতা নাইট রাইডার্স আফগানি এই স্পিনারকে কিনতে মুম্বাইয়ের সঙ্গে নিলামের মঞ্চে লড়াই চালিয়েও ছিল।

Read Also: IPL 2025: মেগা নিলামের আজ দ্বিতীয় দিন, দেখুন প্রতি মুহূর্তের জমজমাট আপডেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *