IPL 2025: অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ও পৃথ্বী শ-মুম্বই ক্রিকেটের দুই তরুণ তুর্কির কাছে সম্পূর্ণ ভিন্ন ভাবে ধরা দিলো আইপিএলের (IPL) মেগা নিলাম। অনুর্দ্ধ-১৯ বিশ্বজয়ী পৃথ্বী এবার দলই পেলেন না। ফিটনেস সমস্যা, বেহিসেবি জীবন, অফ ফর্মের জাঁতাকলে পড়ে গত কয়েক মরসুম ধরেই সঙ্কটের মধ্যে ছিলো পৃথ্বী’র (Prithvi Shaw) কেরিয়ার। নিলামে অবিক্রিত থাকা নতুন করে ধাক্কা দিলো তাঁকে। এক সময় যাঁকে শচীন তেন্ডুলকরের উত্তরসূরি বলা হচ্ছিলো, তাঁর এহেন অবস্থা দুঃখ দিয়েছে ক্রিকেটজনতাকে। গতকাল অ্যাক্সিলারেটেড অকশনের দ্বিতীয় পর্বেও যখন নাম ঘোষণা করা হলো না পৃথ্বী’র, তখন তাঁকে নিয়ে আক্ষেপের ঝড় আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ‘কি হতে পারত আর কি হলো বাস্তবে’ দুইয়ের আকাশ-পাতাল পার্থক্য নিয়ে হা-হুতাশ করছিলেন অনেকেই।
Read More: IPL 2025: ট্রফি জিতিয়েও এই কারণে আইপিএলে দল পেলেন না ডেভিড ওয়ার্নার !!
প্রায় ‘আনসোল্ড’ থেকে গিয়েছিলেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর’ও। ২০২১ থেকে আইপিএল (IPL) খেলছেন তিনি। আগাগোড়া থেকেছেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। কিন্তু বাম হাতি অলরাউন্ডার নিয়মিত নন একাদশে। গত দুই বছরে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। উইকেটের সংখ্যা ৩। ব্যাট হাতেও আহামরি কোনো পারফর্ম্যান্স দেন নি শচীনপুত্র। গতকাল অ্যাক্সিলারেটেড অকশনের দ্বিতীয় পর্বে তাঁর নাম ঘোষণার পর নিলামকক্ষে কোনো সাড়া পাওয়া যায় নি। তাঁকে ‘আনসোল্ড’ হিসেবেই ঘোষণা করেন মল্লিকা সাগর। জুনিয়র তেন্ডুলকরকে আইপিএলে (IPL) দেখতে পাওয়া যাবে না, ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু পরিস্থিতিতে বদল আসে নিলামপর্ব আনুষ্ঠানিক ভাবে শেষ হওয়ার পর। কিছু শূন্য স্লট পূরণের জন্য কয়েকজন’কে বেস প্রাইসে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। তখন মুম্বই’ই ফিরিয়ে নেয় অর্জুনকে।
হাতছাড়া হয় নি আইপিএল (IPL)। সেই আনন্দেই কি হুল্লোড়ে মেতেছিলেন অর্জুন তেন্ডুলকর? তাঁর ইন্সটাগ্রাম স্টোরি থেকে তেমনতাই আন্দাজ অনুরাগীদের। বন্ধুদের সাথে উদ্যাপন করতে দেখা গিয়েছে তাঁকে। নিজে দল না পেলেও ‘বন্ধু’ অর্জুনের পার্টিতে উপস্থিত ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তাঁকেও দেখা গিয়েছে বিরিয়ানির প্লেট হাতে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দিনকয়েক আগে ফিটনেস সমস্যার কারণে মুম্বই রঞ্জি দল থেকে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। জিমে ঘাম ঝরানোর নির্দেশ দিয়েছিলো মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিরিয়ানির মত তেল-মশলা যুক্ত খাবার খেয়ে ‘ফিট’ হওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অর্জুনের (Arjun Tendulkar) ইন্সটা স্টোরির স্ক্রিণশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘এই জন্যই দল পায় নি’ খোঁচা দিয়েছেন নেটিজেনরা। ‘বিরাট কোহলির থেকে শিখুক কিছু’ জানিয়েছেন আরও একজন।
দেখে নিন সেই ইন্সটাগ্রাম স্টোরিটি-
Arjun Tendulkar 🤝 Prithvi Shaw pic.twitter.com/F6YU3Aa8YO
— Vipin Tiwari (@Vipintiwari952) November 25, 2024