best-unsold-xi-for-ipl-2025

IPL 2025: গত ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলো আইপিএলের (IPL) মেগা অকশন। পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙে গেলো এই নিলামে। এতদিন মিচেল স্টার্ক ছিলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। ২৪.৭৫ কোটি টাকায় তিনি নাম লিখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। কিন্তু মেগা নিলামে তাঁকে টপকে গেলেন দুই তারকা। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) পাঞ্জাব কিংস দলে সামিল করলো ২৬.৭৫ কোটি টাকায়। আর ঋষভ পন্থ (Rishabh Pant) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে গেলেন ২৭ কোটির বিনিময়ে। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার, জস বাটলার, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালদের নিয়েও চললো দড়ি-টানাটানি। বেস প্রাইসের বহু গুণ দাম পেলেন তাঁরা। স্লট ফাঁকা ছিলো ২০৪টি। তালিকার ৫৭৭ জনের মধ্যে দল পেয়েছেন ১৮২ জন। অর্থের ঝনঝনানির মাঝেও অবিক্রিত থাকতে হয়েছে একঝাঁক তারকা ক্রিকেটারকে।

Read More: IPL 2025: তিন তরুণ ক্রিকেটার যাঁরা নাইটদের চতুর্থ আইপিএল ট্রফি এনে দিতে পারেন !!

‘অবিক্রিত’ বেশ কয়েকজন দুর্দান্ত ব্যাটার-

David Warner and Kane Williamson | IPL | Image: Twitter
David Warner and Kane Williamson | Image: Twitter

নিলামে অবিক্রিত থাকা তারকাদের নিয়ে যদি একটি আলাদা দল তৈরি করা হয় তাহলে সেটিও হয়ে উঠতে পারে ট্রফি জয়ের অন্যতম দাবীদার। সেই একাদশে ওপেনার ও অধিনায়ক হিসেবে অবশ্যই প্রথম নামটি হবে ডেভিড ওয়ার্নারের (David Warner)। অজি কিংবদন্তি আইপিএলের (IPL) ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী। সবচেয়ে বেশী বার পঞ্চাশ বা তার বেশী রানের রেকর্ড’ও তাঁর দখলে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিন বার জিতেছেন কমলা টুপি। এবারের মেগা নিলামে দু’বার তাঁর নামা ডাকা হলেও আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাঁর সহ-ওপেনার হতে পারেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মাত্র ২৫ বছর বয়স তাঁর। প্রতিভা নিয়েও সন্দেহ নেই কারও। কিন্তু ফিটনেস ও ফর্ম সমস্যায় জর্জরিত তরুণকে নিয়েও আগ্রহ দেখায় নি কেউ। বেস প্রাইস কমিয়ে করেছিলেন ৭৫ লক্ষ। তাতেও দল পান নি তিনি।

তিন নম্বরে থাকতেপারেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন একটা সময়। গতবারেও খেলেছেন সানরাইজার্সের হয়ে। কিন্তু সেরা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। এবারের মেগা নিলামে অবিক্রিতই থাকতে হয়েছে তাঁকে। চার নম্বর ব্যাটার হিসেবে থাকতে পারেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। কিউই তারকা সানরাইজার্সে খেলার সময় জিতেছেন কমলা টুপি। গত দুই বছর ছিলেন গুজরাত টাইটান্সে। কিন্তু ব্যাট হাতে সফল হন নি। সাথে ভুগিয়েছে চোট-আঘাত। এবার আর তাঁকে নেয় নি কোনো পক্ষই। অবিক্রিত একাদশের পঞ্চম ব্যাটার হতে পারেন জনি বেয়ারেস্টো (Jonny Bairstow)। ইংল্যান্ডের উইকেটরক্ষক আগে সানরাইজার্স ও পাঞ্জাবের হয়ে খেলেছেন। আইপিএলের (IPL) আসরে শতরান’ও রয়েছে। ছয় নম্বরে রাখা যেতে পারে সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। অবিক্রিত থেকে গিয়েছেন তিনিও।

বোলিং-এ শক্তিশালী ‘অবিক্রিত একাদশ’-

Shardul Thakur | IPL | Image: Getty Images
Shardul Thakur | Image: Getty Images

অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম’কে (Krishnappa Gowtham) রাখা যেতে পারে অবিক্রিত এগারোতে। মুম্বই, রাজস্থান, পাঞ্জাব, চেন্নাই, লক্ষ্ণৌর মত দলে খেলেছেন এর আগে। এবার বেস প্রাইস রেখেছিলেন ১ কোটি। হাত বাড়ায় নি কেউই। পীয়ূষ চাওলা (Piyush Chawla) বেস প্রাইস রেখেছিলেন ৫০ লক্ষ। আশ্চর্যজনক ভাবে অবিক্রিত থেকে গিয়েছেন তিনিও। প্রাক্তন কেকেআর, পাঞ্জাব, মুম্বই তারকা ‘আনসোল্ড’ একাদশের দ্বিতীয় স্পিনার হতে পারেন। নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। খেলেছেন বেঙ্গালুরু, গুজরাত টাইটান্সেও। এবার নিলামে দল পান নি তিনিও। ১০.৭৫ কোটিতে একটা সময় বিক্রি হয়েছিলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। কিন্তু এবার ভাগ্য সুপ্রসন্ন হয় নি তাঁর’ও। পান নি দল। পেস বিভাগে উমেশ-শার্দুলের সঙ্গী হতে পারেন মুস্তাফিজুর রহমান’ও (Mustafizur Rahman)। ‘অবিক্রিত’ একাদশকে শক্তিশালী করবে তাঁর নিয়ন্ত্রিত বোলিং।

এক নজরে অবিক্রিত একাদশ-

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক) ✈️, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, কেন উইলিয়ামসন ✈️, জনি বেয়ারেস্টো (উইকেটরক্ষক) ✈️, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, পীয়ূষ চাওলা, মুস্তাফিজুর রহমান ✈️।

✈️- বিদেশী ক্রিকেটার।

Also Read: IPL 2025: ‘ওয়াফাদারির’ যোগ্য সম্মান মিললো না এই ৫ খেলোয়াড়দের, নিলামের টেবিলে সরাসরি না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *