টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অন্যতম ‘ফেভারিট’ হিসেবে পা রেখেছিলো পাকিস্তান (PAK)। ২০২২ সালে যেভাবে বাবর আজম (Babar Azam), শাহীন শাহ আফ্রিদিরা প্রথমে পিছিয়ে পড়েও পরে লড়াকু মানসিকতার প্রমাণ রেখে পৌঁছেছিলেন ফাইনালে, তার পুনরাবৃত্তি এবারও দেখা যাবে বলে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। কিন্তু ভুল ভাঙে টুর্নামেন্ট শুরু হতে না হতেই। গ্রুপ-এ’তে নিজেদের প্রথম ম্যাচেই টেক্সাসে […]
ইমাদ ওয়াসিম (Imad Wasim)
ইমাদ ওয়াসিম (Imad Wasim)
১৯৮৮ সালের ১৮ ডিসেম্বর ওয়েলসের সোয়ানসি শহরে জন্ম হয় ইমাদ ওয়াসিমের (Imad Wasim)। তাঁর বাবা সৈয়দ ওয়াসিম হায়দার ছিলেন ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে তিনি বেশ কয়েকবছর ছিলেন গ্রেট ব্রিটেনে। ইমাদের বয়স যখন বেশ কম, তখন পাকিস্তানে ফিরে আসেন তাঁরা (Imad Wasim Family)। রাজধানী ইসলামাবাদে বেড়ে ওঠেন তিনি। ছেলেবেলা থেকেই ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও চৌখস ছিলেন ইমাদ। পড়া শুরু করেছিলেন চিকিৎসাবিজ্ঞান। তবে পাকিস্তানের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ডাক পাওয়ায় তা আর সম্পূর্ণ করা হয় নি।
২০১৫ সালে ২৬ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। প্রথম টি-২০ খেলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। ঐ একই বছর প্রথম ওডিআই খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে (Imad Wasim Debut)। ২০১৯ সালে শোয়েব মালিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে নেতৃত্বও দেন। বোর্ডের সাথে মতের অমিল হওয়ায় ২০২৩-এর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেছিলেন ইমাদ। কিন্তু মুখ্য নির্বাচক ওয়াহাব রিয়াজের অনুরোধে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে রাজী হন তিনি।
বাংলায় ইমাদ ওয়াসিমের বায়োগ্রাফি (Imad Wasim Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | সৈয়দ ইমাদ ওয়াসিম |
ডাকনাম | ম্যাডি |
জন্মস্থান | সোয়ানসি, গ্ল্যামারগন, ওয়েলস |
জন্মতারিখ | ১৮ ডিসেম্বর, ১৯৮৮ |
উচ্চতা | ৬ ফিট ১ ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | কালো |
পিএসএল দল | ইসলামাবাদ ইউনাইটেড |
জার্সি নম্বর | ৯ |
ব্যাটিং-এর ধরণ | বাম হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | বাম হাতি অর্থোডক্স স্পিন বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | অলরাউন্ডার |
স্ত্রী’র নাম | সানিয়া আশফাক |
সন্তানের নাম | ইনায়া ওয়াসিম |
রাশিচিহ্ন | ধনু |
শখ | ভ্রমণ, শরীরচর্চা |
পঠনপাঠন | — |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @imadwasim |
ফেসবুক প্রোফাইল | — |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @simadwasim |
ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক অভিষেক (Imad Wasim International Debut in Bengali)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | — | — | — |
ওয়ান ডে | ১৯/০৭/২০১৫ | শ্রীলঙ্কা | কলম্বো |
টি-২০ | ২৪/০৫/২০১৫ | জিম্বাবুয়ে | লাহোর |
ইমাদ ওয়াসিমের কেরিয়ার পরিসংখ্যান (Imad Wasim Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | — | — | — | — | — | — | — | — |
ODI | ৫৫ | ৯৮৬ | ৬৩* | ৪২.৮৬ | ১১০.২৯ | ০০ | ০৫ | ৪৪ |
T20i | ৭৫ | ৫৫৪ | ৬৪* | ১৫.৮২ | ১৩০.০৪ | ০০ | ০১ | ৭৩ |
FC | ৭৭ | ৩৭০২ | ২০৭ | ৪০.৬৮ | — | ০৬ | ২০ | ১৪১ |
List-A | ১২৪ | ২৬৫৯ | ১২৭* | ৩৬.৯৩ | ৯৯.১০ | ০২ | ১৬ | ১৩০ |
T20 | ৩৫৬ | ৩৮০৯ | ৯২* | ২১.২৬ | ১২৬.২৯ | ০০ | ১১ | ৩২৫ |
যে দলগুলির হয়ে খেলেছেন ইমাদ ওয়াসিম (Imad Wasim Teams in Bengali)-
পাকিস্তান, বার্বাডোজ ট্রাইডেন্টস, ফেডেরাল এরিয়াস লেপার্ডস, ইসলামাবাদ লেপার্ডস, জামাইকা তালওয়াস, মেলবোর্ন রেনেগেডস, পাকিস্তান ক্রিকেট অ্যাকাডেমি, সিয়াট্ল ওক্রাস, ট্রেন্ট রকেটস (মেন), আবু ধাবি নাইট রাইডার্স, বরিশাল বুলস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, গল গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ রিজিওন, করাচী কিংস, মেলবোর্ন স্টারস, পাকিস্তান অনুর্দ্ধ-১৯, সিন্ধ, আবু ধাবি ইউনাইটেড, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এফএটিএ রিজিওন, ইসলামাবাদ, ইসলামাবাদ ইউনাইটেড, মারাঠা অ্যারাবিয়ানস, নটিংহ্যামশায়ার, পাঞ্জাব বাদশাহস, সিলেট স্ট্রাইকার্স।
ইমাদ ওয়াসিমের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Imad Wasim Records and Achievements in Bengali)-
- ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের নিয়মিত সদস্য ছিলেন ইমাদ ওয়াসিম।
- ২০২৪-এর পিএসএলের নক-আউট পর্বে অনবদ্য পারফর্ম করেন তিনি। প্রথম এলিমিনেটরে ১২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় প্লে-অফে করেন অপরাজিত ৫৯ রান। আর ফাইনালে ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে দলকে ট্রফি উপহার দেন ইমাদ (Imad Wasim Acheivements))।
যে সব বিতর্কে জড়িয়েছেন ইমাদ ওয়াসিম (Imad Wasim Controversies in Bengali)-
২০১৭ সালে আফগান জাত এক ডাচ তরুণী পাকিস্তান ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ আনেন। নিজের অভিযোগের স্বপক্ষে বেশ কিছু হোয়্যাটসঅ্যাপ চ্যাটও ফাঁস করেন তিনি। সেখানে ছবি রয়েছে পাক অলরাউন্ডারের। আর রয়েছে বেশ কিছু ভয়েস নোট। সেই ভয়েস নোটগুলিতে তাঁকে শোনা গিয়েছিলো ঐ তরুণীকে যৌনতার প্রস্তাব দিতে। এই সব ভয়েস নোট ও চ্যাট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উঠেছিলো বিতর্কের ঝড়। সেই যাত্রায় একটি পালটা ভিডিও পোস্ট করে নিজের পক্ষে সাফাই দিয়েছিলেন ইমাদ।
ইমাদ ওয়াসিম নেট ওয়ার্থ (Imad Wasim Net Worth in Bengali)-
বিভিন্ন সূত্র অনুযায়ী পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের নেট ওয়ার্থ ৬ মিলিয়ন মার্কিন ডলারের আশেপাশে।
ইমাদ ওয়াসিম সম্পর্কীত সাধারণ প্রশ্নাবলী (Imad Wasim FAQs)-
ইমাদ ওয়াসিমের স্ত্রী'র নাম সানিয়া আশফাক
ইমাদ ওয়াসিমের জার্সি নম্বর ৯।
ইমাদ ওয়াসিম পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন।
ইমাদ ওয়াসিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।
২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক অভিষেক হয়।