CT 2025: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর। তবে এখনও পর্যন্ত এটা নিশ্চিত নয় যে ভারত আদেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা দেবে কিনা! ভারতীয় দলের কথা বলতে গেলে চলতি সময়ে তারা শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আর শ্রীলঙ্কা সফরেই কিছুদিন বাদে ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। যেখানে দলের কাছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ খেলোয়াড়দের খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যেহেতু রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এবার থেকে কেবলমাত্র দুটি ফরমেটে উপলব্ধ থাকবেন তাই গম্ভীর চেয়েছেন যতদিন তারা ক্রিকেট খেলতে চান ততদিন যেন তারা একাধিক ম্যাচের অঙ্গ থাকেন। তাছাড়া চ্যাম্পিয়নস ট্রফির (CT 2025) আগে ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের ওডিআই সিরিজও খেলতে হবে।
কেবলমাত্র ছয়টি ওডিআই ম্যাচ খেলেই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মতন বড় ইভেন্টে যোগদান করতে হবে। তবে এখনও পর্যন্ত এটার কোন নিশ্চয়তা নেই যে টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা। একাধিক পাকিস্তানি কিংবদন্তি ভারতীয় দলকে পাকিস্তানের আসার আহ্বান জানিয়েছেন, তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) এখনও পর্যন্ত এই প্রসঙ্গে নিজের মুখ বন্ধ রেখেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে ভারতীয় দলকে কোন মতেই পাকিস্তানে পাঠাতে চাইছেন না ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রয়োজনে বোর্ড ক্ষমতার ব্যাবহার করে আইসিসির সাহায্যে হাইব্রিড মডেলে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করাবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে বড় হুমকি দিলো পাকিস্তান
তবে অন্যদিকে এক পাকিস্তানি ভক্ত তার সমাজ মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চ্যালেঞ্জ করেছেন। তার মতে, ভারতীয় দল যদি পাকিস্তান না আসে তাহলে ভারতের মাটিতে আর পা দেবে না পাকিস্তান। তিনি সমাজমাধ্যমে করা একটি পোস্টে জানিয়েছেন, “ভারতের মাটিতে ২০২৫ সালে এশিয়া কাপ, ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর ভারতীয় দল যদি পাকিস্তানে (চ্যাম্পিয়ন্স ট্রফি) খেলতে না আসে তাহলে এই তিনটি ইভেন্ট খেলতে ভারতে আসবে না পাকিস্তান।”
তবে তার এই সমস্ত অহেতুক মন্তব্য বেশ মজা ছলে নিয়েছেন ভারতীয় ভক্তরা। এর আগেও ২০২৩ সালের বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে ভারতের মাটিতে পা দিতে হয়েছিল। অন্যদিকে বিশ্বকাপের আগেই পাকিস্থানে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ, তবে ভারতের কারণে শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল এই ট্রফি। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে পাকিস্তান বোর্ডের (PCB) কোন কারিকুলাম খাটবে না।