ভারত বনাম পাকিস্তান (INDIA vs PAKISTAN), নিঃসন্দেহে বাইশ গজের দুনিয়ার সবচেয়ে চর্চিত প্রতিদ্বন্দ্বীতা। উপমহাদেশের দুই পড়শি দেশের ক্রিকেটীয় যুদ্ধ রাজনৈতিক, কূটনৈতিক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। দুনিয়ার যে প্রান্তেই মুখোমুখি হোক দুই শিবির-গ্যালারিতে ফাঁকা থাকে না একটিও আসন। ২০০৮-এর পর ভারত (Team India) আর পা রাখে নি পাকিস্তানে (PAK)। ২০১২-১৩’র পর থেকে পাকিস্তানও আসে নি ভারতে। […]
হারিস রউফ (Haris Rauf)
হারিস রউফ (Haris Rauf)-
পাকিস্তানের রাওয়ালপিণ্ডির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হারিস রউফের। তাঁর বাবা রউফ আহমেদ পাবলিক ওয়ার্কস বিভাগে ওয়েল্ডার হিসেবে কাজ করতেন (Haris Rauf Family)। ছেলেবেলায় ক্রিকেট নয় বরং ফুটবলের প্রতিই বেশী ঝোঁক ছিলো হারিসের। ইসলামাবাদের ডায়মণ্ড ক্লাবের আশেপাশে বেড়ে উঠলেও কখনও তাদের হয়ে ক্রিকেট খেলার কথা ভাবেন নি তিনি। এরপর একটি মোবাইলের দোকানে কাজ নিয়েছিলেন তিনি। ক্রিকেটে হাতেখড়ি টেপ বলে। ২৩ বছর বয়সে প্রথমবার শক্ত ক্রিকেট বল হাতে তুলে নেন তিনি। ২০১৭ সালে প্রথম যখন তাঁকে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে তাঁকে যেতে বলেন তাঁর কলেজ দলের কোচ, তখন দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। পরে সেই ট্রায়ালেই বদলে যায় তাঁর জীবন। আকিব জাভেদের নজরে পড়েন তিনি। তাঁকে চুক্তিবদ্ধ করে ফ্র্যাঞ্চাইজি। এরপর অস্ট্রেলিয়ার হকসবেরি ক্রিকেট ক্লাবের হয়েও খেলেন তিনি। ২০১৯ সালে গায়ে চাপান পাকিস্তানের জার্সি (Haris Rauf Debut)।
বাংলায় হারিস রউফের বায়োগ্রাফি (Haris Rauf Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | হারিস রউফ |
ডাকনাম | — |
জন্মস্থান | রাওয়ালপিণ্ডি, পাকিস্তান |
জন্মতারিখ | ৭ নভেম্বর, ১৯৯৩ |
উচ্চতা | ৫ ফিট ১১ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | পাকিস্তান |
পিএসএল দল | লাহোর কালান্দার্স |
জার্সি নম্বর | ৯৭ (পাকিস্তান) ১৫০ (পিএসএল) |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | ডান হাতি ফাস্ট বোলার |
স্ত্রী’র নাম | মুজনা মাসুদ |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | বৃশ্চিক |
শখ | — |
পঠনপাঠন | ইসলামাবাদ মডেল কলেজ |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @harisraufofficial |
ফেসবুক প্রোফাইল | @iharisrauf77 |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @HarisRauf14 |
হারিস রউফের আন্তর্জাতিক অভিষেক (Haris Rauf International Debut in Bengali)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ০১/১২/২০২২ | ইংল্যান্ড | রাওয়ালিপিণ্ডি |
ওয়ান ডে | ৩০/১০/২০২০ | জিম্বাবুয়ে | রাওয়ালিপিণ্ডি |
টি-২০ | ২৪/০১/২০২০ | বাংলাদেশ | লাহোর |
হারিস রউফের কেরিয়ার পরিসংখ্যান (Haris Rauf’s Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | বোলিং গড় | ইকোনমি রেট | ইনিংস ৫ উইকেট | ম্যাচে ১০ উইকেট | রান |
Test | ০১ | ০১ | ১/৭৮ | ৭৮.০০ | ৬.০০ | ০০ | ০০ | ১২ |
ODI | ৩৭ | ৬৯ | ৫/১৮ | ২৬.৪০ | ৫.৯৫ | ০১ | ০০ | ৬৮ |
T20i | ৭২ | ১০২ | ৪/১৮ | ২০.৯৪ | ৮.১৬ | ০০ | ০০ | ৮৩ |
FC | ০৯ | ৩২ | ৬/৪৭ | ২৯.৮১ | ৩.৮০ | ০২ | ০০ | ৪২ |
List-A | ৪১ | ৭৬ | ৫/১৮ | ২৬.৭৫ | ৫.৯১ | ০১ | ০০ | ৪২ |
T20 | ১৯৭৪ | ২৬১ | ৫/২৭ | ২২.২৪ | ৮.২৪ | ০১ | ০০ | ২৪৮ |
যে দলগুলির হয়ে খেলেছেন হারিস রউফ (Haris Rauf Teams in Bengali)-
পাকিস্তান, বালোচিস্তান, লাহোর কালান্দার্স, মেলবোর্ন স্টারস, কালান্দার্স, ওয়েলশ ফায়ার (মেন), রংপুর রাইডার্স, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, নর্দার্ন (পাকিস্তান)।
হারিস রউফের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Haris Rauf Records and Achievements in Bengali)-
- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে একাধিক হ্যাট্রিক রয়েছে তাঁর। আফগানিস্তানের রশিদ খানের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিচ্ছেন তিনি। (Haris Rauf Achievements)
- ২০২১ টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ডেলিভারিটি করেছিলেন হারিস রউফ। গতির নিরিখে তাঁর চেয়ে এগিয়ে ছিলেন কেবল অনরিখ নর্খিয়া।
- পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন হারিস রউফ।
- ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে একটি অনভিপ্রেত রেকর্ড যুক্ত হয় হারিস রউফের নামের পাশে। সবচেয়ে বেশী রান খরচ করা বোলারের তকমা পান তিনি। টুর্নামেন্টে ৫৩৩ রান হজম করেছিলেন পাক পেসার।
- হারিসের কেরিয়ারে অন্যতম স্মরণীয় হয়ে থাকবে ২০২২-এর টি-২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচটি। ৩টি উইকেট নিলেও তাঁর বলে জোড়া ছক্কা হাঁকিয়েই টিম ইন্ডিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি।
যে সকল বিতর্কে জড়িয়েছেন হারিস রউফ (Haris Rauf Controversies in Bengali)-
- ২০২৩-এর ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে হারিস রউফকে নির্দেশ দেওয়া হয়েছিলো অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলার জন্য। কিন্তু তিনি সেই নির্দেশ মানেন নি। বরং বিগ ব্যাশ লীগে অংশ নিতে যান।
- ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন হারিস। সেখানে এক সমর্থকের সাথে উত্তপ্ত বাদানুবাদ হয় তাঁর। চলে একপ্রস্থ হাতাহাতিও। ঐ পাকিস্তান সমর্থককে ‘ভারতীয়’ ভেবে তাঁকে কটূক্তি করেছিলেন হারিস রউফ। এই নিয়ে ওয়াঘা সীমান্তের পূর্ব দিকেও সমালোচনার ঝড় ওঠে।
হারিস রউফ নেট ওয়ার্থ (Haris Rauf Net Worth in Bengali)-
- পিসিবি ক্যাটেগরি B চুক্তি- মাসিক ৩০ লক্ষ পাকিস্তানী রুপি (১০,৮০০ মার্কিন ডলার)
- পিএসএল চুক্তি- ৫২৪৩৩ মার্কিন ডলার
- মোট নেট ওয়ার্থ- ৫ মিলিয়ন মার্কিন ডলার
হারিস রউফ বাণিজ্যিক চুক্তিসমূহ (Haris Rauf Brand Endorsements in Bengali)-
- ব্যাঙ্ক অফ পাঞ্জাব
- লাহোর কালান্দার্স
- পিটিসিএল গ্রুপ
- জিম আর্মার
হারিস রউফের গাড়ি সংগ্রহ (Car Collection of Haris Rauf in Bengali)-
- অডি
- হোন্ডা সিভিক
হারিস রউফ সম্পর্কীত সাধারণ প্রশ্নসমূহ (FAQs)-
হারিস রউফের স্ত্রী'র নাম মুজনা মাসুদ।
হারিস রউফ মেলবোর্ন স্টারসের হয়ে BBL খেলেন।
মেলবোর্নের বিখ্যাত এমসিজি'তে হারিস রউফকে জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে কেরিয়ারের একটি মাত্র টেস্ট খেলেছেন হারিস রউফ।
১৫৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করতে দেখা গিয়েছে হারিস রউফকে।