IPL 2023: KKR’র বিরুদ্ধে ম্যাচ জিতে এভাবে উদযাপন করলো LSG ব্রিগেড, ভিডিও ভাইরাল !!

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সিজিন। আপাতত সিজিনের শেষ দিনের ম্যাচে চলে এসেছে আইপিএল। আর বাকি মাত্র ২ ম্যাচ, এরপরেই জানা যাবে কারা হতে চলেছে শেষ দল প্লে অফে পৌঁছানোর জন্য। গতকাল মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। আবার একবার দিল্লিকে পরাস্ত করলো ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। অন্যদিকে […]

একানা ক্রিকেট স্টেডিয়াম (Ekana Cricket Stadium)-

তত্ত্বাবধায়ক সংস্থা- একানা স্পোর্টজ সিটি

মাঠের পরিমাপ- ৬৩-৬৫ মিটার (স্কোয়্যার বাউন্ডারি), ৬৮-৭০ (স্ট্রেট বাউন্ডারি)

হোম টিম- ভারত, উত্তরপ্রদেশ, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস,ইউ পি ওয়ারিয়র্স

দর্শকধারণ সক্ষমতা- ৫০১০০

প্রতিষ্ঠা- ২০১৭ খ্রীস্টাব্দ

ঠিকানা- Ekana Sportz City, Gomti Nagar, Lucknow, Ardonamau, Uttar Pradesh 226010

লোকেশন- https://maps.app.goo.gl/ibjxUzZLrU53jNrx6

একানা স্টেডিয়াম সম্পর্কীত কিছু তথ্য-

২০১৪ সালে লক্ষ্ণৌতে একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। সেইমত একানা স্পোর্টস সিটি ও লক্ষ্ণৌ ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একানা স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু হয়। সরকারের তরফ থেকে ৩৫ বছরের জন্য ৭১ একর জায়গা লিজ দেওয়া হয়েছিলো ক্রিকেট স্টেডিয়ামের জন্য। এছাড়াও নির্মাণ প্রকল্পের জন্য আরও ৬৬ একর জায়গা ৯৯ বছরের লিজে দেওয়া হয়। ৩৬০ কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে এই মাঠ। ২০১৮ সালে ভারতের দশম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী’কে শ্রদ্ধা জানিয়ে এই স্টেডিয়ামের নতুন নাম রাখা হয় ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম। ২০১৭-১৮ মরসুমের দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিলো লক্ষ্ণৌর মাঠে।

২০১৭ সালের ১৭ অক্টোবর প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে পারত একানা। ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আয়োজনের কথা ছিলো লক্ষ্ণৌতে। কিন্তু মাঠ পুরোপুরি তৈরি হয়ে না ওঠায় সিদ্ধান্ত বদলাতে হয় বিসিসিআই-কে। খেলাটি সরে গিয়েছিলো কানপুরে। শেষমেশ ২০১৮-র ৬ নভেম্বর অবসান হয় যাবতীয় অপেক্ষার। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পায় একানা। পথচলা শুরু হয় ভারত বনাম ওয়েস্ট টি-২০ দিয়ে। ২৪ বছর পর টিম ইন্ডিয়া ফেরে ‘নবাবের শহরে।’ ২০১৯-এ এই মাঠকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল’ও। ২০১৯-এর নভেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে লক্ষ্ণৌতে টেস্ট ও ওয়ান ডে খেলে তারা। স্বল্প দিনের মধ্যেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু হয়ে উঠেছে লক্ষ্ণৌর এই নতুন মাঠ। ২০২৩-এর বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজিত হয়েছে এখানে।

একানা স্টেডিয়ামে ঘটা কিছু উল্লেখযোগ্য ঘটনা-

  • একানায় আয়োজিত প্রথম আন্তর্জাতিক ম্যাচেই শতরান করেন রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১১১ রান করে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে চারটি শতরানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।
  • ২০২৩-এর বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি আয়োজিত হয়েছিলো একানা স্টেডিয়ামে। ১০০ রানে জয় পায় টিম ইন্ডিয়া। ঐ দিনই ভারত অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা।
  • ২০২১ সালের ১৯ অগস্ট একানা স্টেডিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ২০২০ টোকিও অলিম্পিকের পদকজয়ীদের সম্বর্ধনা দেওয়া হয়েছিলো উত্তর প্রদেশ সরকারের তরফে। পুরস্কার নিয়েছিলেন অ্যাথলেটিকসে ভারতের হয়ে প্রথম সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
  • ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছিলো একানা স্টেডিয়ামে।

একানা স্টেডিয়াম সম্পর্কীত তথ্যাবলী (FAQs)-

১) একানা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উঃ একানা স্টেডিয়াম লক্ষ্ণৌতে অবস্থিত।

২) একানা স্টেডিয়াম কত সালে তৈরি হয়?

উঃ একানা স্টেডিয়াম ২০১৭ সালে তৈরি হয়েছিলো।

৩) একানা স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা কত?

উঃ একানা স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৫০,১০০।

৪) একানা স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ কবে হয়?

উঃ একানা স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিলো ২০১৮ সালের ৬ নভেম্বর।

৫) একানা স্টেডিয়ামের আগে লক্ষ্ণৌর কোন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট হত?

একানা স্টেডিয়ামের আগে লক্ষ্ণৌর কে ডি সিং বাবু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হত।