T20 World Cup: রশিদের ঘূর্ণিতে মাত নিউজিল্যান্ড, ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক !!

T20 World Cup: কুড়ি-বিশের ক্রিকেটে ‘ফেভারিট’ শব্দটার ব্যবহার সম্ভবত শেষ হতে চলেছে চলতি বিশ্বকাপের (T20 World Cup) পরেই। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) রুদ্ধশ্বাস লড়াইতে পিছনে ফেলেছে পাকিস্তানকে (PAK), দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (WI) রান তাড়া করতে ১৯ ওভার অবধি অপেক্ষা করিয়েছে পাপুয়া নিউ গিনি’র (PNG) মত ওশিয়ানিয়ার ছোট্ট এক দেশ, তাতে ম্যাচ শুরুর আগেই কাউকে […]

ড্যারিল মিচেল (Daryl Mitchell)-

বর্তমানে ক্রিকেটদুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজের আলাদা এক পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ১৯৯১ সালের ২০ মে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা জন মিচেল (John Mitchell) বিখ্যাত রাগবি ইউনিয়ন খেলোয়াড় ও কোচ (Daryl Mitchell Family)। বেড়ে ওঠার সময় রাগবি ও ক্রিকেট-দুই খেলাতেই সমান আগ্রহ ছিলো তাঁর। অল্প বয়সেই নিউজিল্যান্ড ছেড়ে পাড়ি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পারথে। সেখানেও ক্রিকেটে নজর কেড়েছিলেন তিনি। খেলেছিলেন পশ্চিম অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-১৯ দলের হয়েও। কিন্তু এরপর তিনি অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন নয় বরং নিউজিল্যান্ডের ‘হোয়াইট ফার্ন’ সমৃদ্ধ ব্ল্যাক ক্যাপকেই বেছে নেন। একই সঙ্গে এক্সারসাইজ ও স্পোর্টস সায়েন্সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও রয়েছে তাঁর। ৩ বছর কাজ করেছেন রাগবি ওয়াইকাটো রাগবি দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে।

নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্নপূরণ সহজে হয় নি ড্যারিল মিচেলের। ঘরোয়া ক্রিকেটে ২০০’র বেশী ম্যাচ খেলার পর অবশেষে আসে ডাক। প্রথমে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে খেলেন টি-২০। তারপর ঐ একই বছরের নভেম্বরে মেলে টেস্ট ক্যাপ। ২০২১ সালের মার্চ মাসে ওডিআই অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে (Daryl Mitchell Debut)। স্বল্প সময়েই তিন ফর্ম্যাটে নিউজিল্যান্ডের হয়ে অপরিহার্য্য হয়ে উঠেছেন মিচেল। ডাক পেয়েছেন আইপিএল থেকেও। প্রথমে রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন। কিন্তু.২০২৩-এর ওডিআই বিশ্বকাপে দারুণ খেলার পরে বিপুল অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংস দলে। ২০১৭ সালে ড্যারিল বিয়ে করেন এমি’কে (Daryl Mitchell Wife)। বর্তমানে তাঁদের দুই কন্যাসন্তানও রয়েছে।

বাংলায় ড্যারিল মিচেলের বায়োগ্রাফি (Daryl Mitchell Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ড্যারিল জোসেফ মিচেল
ডাকনাম ড্যারিল
জন্মস্থান হ্যামিল্টন, নিউজিল্যান্ড
জন্মতারিখ ২০ মে, ১৯৯১
উচ্চতা ৫’৯” ফিট (১৭৫ সেন্টিমিটার)
চোখের মণির রং বাদামী
জাতীয় দল নিউজিল্যান্ড
আইপিএল দল চেন্নাই সুপার কিংস
জার্সি নম্বর ৭৫
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি মিডিয়াম পেস বোলার
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী -র নাম এমি মিচেল
সন্তানের নাম অ্যাডিসন মিচেল, লিলি মিচেল
রাশিচিহ্ন বৃষ
শখ ভ্রমণ, রাগবি
পঠনপাঠন হেল স্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @dazmitchell47
ফেসবুক প্রোফাইল @Daryl-Mitchell
ট্যুইটার (X) হ্যান্ডেল @dazmitchell47

ড্যারিল মিচেলের আন্তর্জাতিক অভিষেক (Daryl Mitchell International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ২৯/১১/২০১৯ ইংল্যান্ড হ্যামিল্টন
ওয়ান ডে ২০/০৩/২০২১ বাংলাদেশ ডুনেডিন
টি-২০ ০৬/০২/২০১৯ ভারত ওয়েলিংটন

ড্যারিল মিচেলের কেরিয়ার পরিসংখ্যান (Daryn Mitchell Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ২৩ ১৬০৮ ১৯০ ৫০.২৫ ৫৩.৩৫ ০৫ ১০ ০৩
ODI ৩৯ ১৫৭৭ ১৩৪ ৫২.৫৬ ৯৮.০৭ ০৬ ০৫ ১৩
T20i ৬৭ ১২৯৬ ৭২* ২৫.৯২ ১৩৮.০১ ০০ ০৭ ০৮
IPL ১৫ ৩৫১ ৬৩ ২৭.০০ ১৩১.৪৬ ০০ ০২ ০১
FC ১০৩ ৫৯৪৫ ১৯০ ৪০.৪৪ ৪৯.৫৪ ১৫ ৩৩ ৯৮
List-A ১২৫ ৪১১৪ ১৩৪ ৪০.৭৩ ৮৮.৩৫ ০৯ ২৩ ৬৪
T20 ২১২ ৪৬০৫ ৮৮* ৩১.১১ ১৩৫.৬৪ ০০ ২৩ ৭৭

যে দলগুলির হয়ে খেলেছেন ড্যারিল মিচেল (Daryl Mitchell Teams in Bengali)-

নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড-এ, ক্যান্টারবেরি, নর্দার্ন ডিস্ট্রিক্টস, পশ্চিম অস্ট্রেলিয়া-অনুর্দ্ধ-১৯, লন্ডন স্পিরিটস(মেন), রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস।

ড্যারিল মিচেল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Daryl Mitchell Records and Achievements)-

  • ২০২১ সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরষ্কার জেতেন তিনি। ইংল্যান্ড ক্রিকেটার আদিল রশিদকে আবু ধাবির মাঠে টি-২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস সেমিফাইনালে রান-আউট না করায় এই পুরষ্কার জেতেন তিনি।
  • ২০২২-এর জুন মাসে জনি বেয়ারেস্টো ও জো রুটের সাথে আইসিসি’র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরষ্কার জেতেন ড্যারিল মিচেল।

ড্যারিল মিচেল নেট ওয়ার্থ (Daryl Mitchell Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ১৪ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৪০কোটি টাকা (আনুমানিক ৫ মিলিয়ন মার্কিন ডলার)

ড্যারিল মিচেল সম্পর্কীত সাধারণ প্রশ্নাবলী (FAQs)-

ড্যারিল মিচেল আইপিএলে কোন দলের প্রতিনিধিত্ব করেন?

ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে থাকেন।

ড্যারিল মিচেলের বাবা কোন খেলার সাথে জড়িত?

ড্যারিল মিচেলের বাবা জন মিচেল প্রাক্তন রাগবি খেলোয়াড় ও বর্তমানে একজন প্রখ্যাত কোচ।

ড্যারিল মিচেলের স্ত্রী'র নাম কি?

ড্যারিল মিচেলের স্ত্রী'র নাম এমি মিচেল।

ড্যারিল মিচেলের জার্সি নম্বর কত?

ড্যারিল মিচেলের জার্সি নম্বর ৭৫।

ড্যারিল মিচেল আইপিএল নিলামে কত দাম পেয়েছিলেন?

২০২৪ সালের আইপিএলের মিনি নিলামে ড্যারিল মিচেল পেয়েছিলেন ১৪ কোটি।