ভারতের অন্যতম প্রতিভাবান লেগস্পিনার যজুবেন্দ্র চহেল চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। চিঠি লিখার মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি বিশেষ ব্যাপারে অনুরোধ করা। তিনি তাঁর লেখা চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন পশুদের যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে কড়া আইন করার জন্য।
ইদানিং সময় দেখা যাচ্ছে যে, ভারতে প্রায়ই পশুদের উপর অত্যাচারের খবর আসছে মিডিয়াতে। নির্দয় ভাবে অনেক মানুষই অত্যাচার করছে তাদের আশেপাশের পশুদের। যজুবেন্দ্র চহেল তাঁর চিঠিতে নরেন্দ্র মোদির কাছে দাবি করেন এই ধরনের জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার জন্য যেন বিভিন্ন মেয়াদে জেলের সাজা সহ কঠোর শাস্তির ব্যাপারে বিবেচনা করা হয়। উল্লেখ্য যে, ১৯৬০ সালে প্রণয়ন করা আইন অনুযায়ী, সরকার অপরাধের জন্য প্রথমবার দোষী সাব্যস্ত হওয়াদের ৫০ হাজার টাকা জরিমানা করতে পারেন।

যজুবেন্দ্র চহেল তাঁর চিঠিতে লিখে, “দুঃখের বিষয়, প্রতিবেদনগুলি নির্দেশ করে যে, দেশ জুড়ে গরু, কুকুর এবং অন্যান্য প্রাণীদের প্রতি নিয়মিত অত্যাচার করা হচ্ছে। যদি ওইসব জঘন্য কর্মকাণ্ডে দোষী সাব্যস্তদের উল্লেখ্য যোগ্য জরিমানা, জেল এবং কাউন্সেলিং করা হত এবং তাদেরকে পশুদের থেকে দূরে রাখার ব্যবস্থা করা হত, তাহলে এইসব প্রাণীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হত। এবং আশা করি পশুরা সমবেদনা এবং উপযুক্ত সম্মানের সাথে চিকিৎসা পাবে।”
২৮ বছর বয়েসী এই লেগস্পিনার বিশ্বাস করেন যে, যদি সরকার এই ধরনের কার্যক্রম পরিচালনা করে, তবে পরবর্তীতে তা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা পালন করবে।

শেষে চহেল লিখেন, “তাই আমি সম্মানিতভাবে আপনাকে অনুরোধ করছি, অনুগ্রহ করে যারা পশুদের অবমাননা করে তাদের বিরুদ্ধে শাস্তি বিবেচনা করবেন।”
যজুবেন্দ্র চহেলর পাশাপাশি তাঁর অন্য সতীর্থদের মধ্যে বিরাট কোহলি, শিখর ধবন ও অজিঙ্কা রাহানেও একই আবেদন করেন। এছাড়াও, তারা শক্তিশালী প্রাণী সুরক্ষা আইন প্রণয়নের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।