যুবিকে নিয়ে দুই নায়িকা জড়িয়েছিলেন যুদ্ধে!

চিরকাল হাত ধরাধরি করে হেঁটেছে বলিউড ও ক্রিকেটের সম্পর্ক । সেই ৭০এর দশক থেকে কখনো শর্মিলা ঠাকুর দিয়ে শুরু হয়ে হাল আমলের অনুষ্কা শর্মা—সেই ধারা বজায় রয়েছে। ২০১১ য় ভারতের বিশ্বকাপ জয়ে মুখ্য ভূমিকা নেওয়া যুবরাজ সিংহও বিয়ে করেছেন হ্যাজেল কিচকে যিনি বলিউডের একজন অভিনেত্রী। বর্তমানে ঘোর সংসারী এই বাঁ হাতি অলরাউন্ডার একসময় ছিলেন পার্টি ফ্রিক। পার্টিতে মুখ্য ভূমিকায় দেখা যেত তাকে। এক সময় বহু অভিনেত্রীর সঙ্গে নামও জড়িয়েছে তার। আর এমনই যুবিকে নিয়ে এক পার্টিতে বান্ধবী কিম শর্মা আর শিল্পা শেট্টির মধ্যে ধুন্ধুমার লরাই লেগে গিয়েছিল। নির্ভরযোগ্য এই অলরাউন্ডারের সঙ্গে একদা অভিনেত্রী কিমের সম্পর্ক গড়িয়েছিল অনেক দূর পর্যন্ত। হয়ত যুবির মা রুখে না দাঁড়ালে কিমকেই বিয়ে করতেন যুবি। জনপ্রিয় এবং সফল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শমিতার সঙ্গে যুবির পরিচয় করিয়ে দেন কিমই। কিন্তু কিম হয়ত জানতেন ই না একদইন যুবিকে নিয়ে তাদের মধ্যেই যুদ্ধ লেগে যাবে। সমস্যা তখন শুরু হয় যখন পরিচিত হওয়ার কিছু দিনের মধ্যেই যুবি শমিতার খুব কাছের মানুষ হয়ে যান। আর তা তখন মোটেই ভালোভাবে নেন নি কিম।

যুবিকে নিয়ে দুই নায়িকা জড়িয়েছিলেন যুদ্ধে! 1

নিজের জন্মদিনের পার্টিতে যুবিকে নিয়ে শমিতার সঙ্গে এই লড়াই চরমে ওঠে কিমের। যুবি এবং শমিতা দুজনেই কিমের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন। পার্টি চলাকালীনই কিম অনুভব করেন যুবরাজ এবং শমতার মধ্যে বেড়েছে আরও বেশি ঘনিষ্ঠতা। তারা পার্টিতে আলাদা ঘুরছেন, অন্যদের থেকে দূরে সরে খোশ গল্পে মেতেছেন। যা ভালোভাবে নেন নি কিম। পার্টিতেই শমিতার উপরে রেগে যান তিনি। পার্টি চলাকালীনই শমিতাকে আক্রমণ করেন তিনি। পার্টি ভেস্তে যায়, রাগ করে পার্টি ছেড়ে চলে যান যুবি, তার খানিকবাদে শমিতাও। এই ঝগড়ার কারণেই কয়েকদিন বাদে যুবি শমিতার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তারও কিছুদিন পরে কিমের সঙ্গেও দূরত্ব বাড়িয়ে নেন যুবি।

যুবিকে নিয়ে দুই নায়িকা জড়িয়েছিলেন যুদ্ধে! 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *