প্রায় তিন বছর পর ২০১৭ তে ইংল্যান্ডের সাথে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেন অলরাউন্ডার যুবরাজ সিং। ফিরেছিলেন স্মরনীয় ভাবে ই, দ্বিতীয় ম্যাচে ই খেলে ছিলেন ১৫০ রানের এক কাব্যিক ইনিংস। ফিরার পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের পাকিস্তানের সাথে ম্যাচ পর্যন্ত সব কিছু ভাল ই চলছিল। পাকিস্তানের ম্যাচের আগে একাদশ নির্বাচন নিয়ে যখন ভাবা হচ্ছিল তাকে একাদশে রাখা হবে কিনা তখন ই ৩২ বলে ৫৩ এক কার্যকরী ইনিংস খেলে পাকিস্তান কে হারিয়ে দেন এবং নির্বাচিত হন ম্যাচ সেরা হিসেবে। কিন্তু এই ইনিংসের পর থেকে ই রান খড়ায় ভুগতে থাকেন আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়া এই বাম হাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ ইনিংস হতে রান করেন মাত্র ১০৫। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ ব্যর্থতা ছিল হতাশা ও অপ্রত্যাশিত। সবচেয়ে বড় ব্যর্থতা হল ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হওয়া, ভারতের ইনিংস বিপর্যয়ে যখন তার দরকার ছিল একটি অসাধারন ইনিংস খেলা তখন তিনি মাত্র ২২ রানে আউট হয়ে পরাজয় কে ত্বরান্বিত ই করেছেন।
কেন ভারতীয় দল থেকে বাদ পড়লেন যুবরাজ? জেনে নিন কারন!
