ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেট টিমের অলরাইন্ডার ড্য়ানিয়েলে ওয়ায়েট গত সোমবার একটি ট্য়ুইট করেছিলেন। ট্য়ুইটের মূল বিষয়বস্তু ছিল ভারত অধিনায়ক বিরাটের কাছ থেকে পাওয়া একটি ক্রিকেট ব্য়াট। ওই ব্য়াটে আবার বিরাটের নামও লেখা ছিল একেবারে নিচের দিকে। ভারত অধিনায়কের ওপর ইংলিশ সুন্দরীর ক্রাশের ব্য়াপার প্রায় সবারই জানা। আর তার কাছ থেকে উপহার পাওয়া ব্য়াট নিয়ে তিনি একটি ম্য়াচে খেলতে চান বলেও জানিয়েছেন। সেই ব্য়াটটিএতদিন ব্য়বহার না করলেও, এবার তা করতে চান ওয়ায়েট। তাই খুশিতে আত্মহারা হয়ে ট্য়ুইট করে বসেন এই মহিলা ইংলিশ ক্রিকেটার। যে ছবিটি পোস্ট করেছেন, তা এমনভাবে তোলা, ব্য়াটের যে অংশের বিরাটের নাম লেখা আছে, সেটা দেখাও যাচ্ছে। কোনওরকম না দেখেই উৎসাহের বশে ছবিটি পোস্ট করে দেন ড্য়ান। বিরাটের নামের বানানটি যে ভুল লেখা আছে, তা এতদিন খেয়ালই করেননি তিনি। তাঁর নজর এড়ালেও, ট্য়ুইটারে তা দেখার পর অনেকের নজর এডা়য়নি বা নজর এড়িয়ে যেতে চাননি। ‘বিরাট কোহলি’র জায়গায় ‘বিরাট খোলি’ লেখা আছে দেখে তাঁরা ড্য়ানিয়েলে’কে নিয়ে হাসাহাসি শুরু করেন। মজাদার ট্য়ুইটে তাঁকে ভরিয়ে দেন। সবাই প্রায় তাঁকে বিরাট কোহলি নামের বানান শেখাতেও উদ্য়োগী হন। আর এই পরিস্থিতির মধ্য়ে পড়ে ওয়ায়েট মোটেও ঘাবড়ে যাননি বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে বিষয়টাকে এড়িয়ে যেতে চাননি। তাঁকে নিয়ে যাঁরা বিদ্রুপ করছিলেন, তাঁদের উদ্দেশে ড্য়ানিয়েলে লেখেন, ”আমায় বিদ্রুপ করছেন? ভুল বানানটা আমি লিখিনি। বিরাটের ব্য়াট যারা তৈরি করে তারা লিখেছে।”
উল্লেখ্য়, ২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের বিস্ফোরক হাফ-সেঞ্চুরি দেখে তাঁর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তারপর সোশাল নেটওয়ার্কিং সাইট ট্য়ুইটারে বিরাটকে বিয়ের প্রস্তাব দেন তিনি। তখন থেকেই ড্য়ানিয়েলে ওয়ায়েট ভারতে পরিচিত নাম। ব্রিটিশ সুন্দরীর বিয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিরাট কি উত্তর দিয়েছেন, তা কারওর জানা নেই। তবে, ভারতীয় দলের সঙ্গে ইংল্য়ান্ড সফরের সময় ডার্বিশায়ারে গিয়ে ড্য়ানিয়েলের সঙ্গে আলাদা করে দেখা করে তাঁর একটি ব্য়াট উপহার দেন বিরাট। সেই ব্য়াটটির নাম ‘বিস্ট’ রেখেছেন ড্য়ান। ব্য়াটটি গত তিন বছর হাত না লাগালেও, এবার ওই ব্য়াটটি নিয়ে একটি বড় ইনিংস খেলতে ইচ্ছুক তিনি। আর তা সবাইকে জানাতেই, উপহার পাওয়া ব্য়াটের ছবির সঙ্গে এই ইংরেজ মহিলা ক্রিকেটার ট্য়ুইট করেন, ”অনুশীলনে ফিরেছি এই সপ্তাহ থেকেই। বিস্টকে নিয়ে খেলতে নামার অপেক্ষা আর সইছে না। ধন্য়বাদ বিরাট।”
উল্লেখ্য়, সেলিব্রিটিদের সোশাল সাইটে ভুল লেখা এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপের ঘটনা আগেও অনেকবার ঘটেছ। সম্প্রতি বলিউডি অভিনেত্রী প্রীতি জিন্টা’ও ভুল করে ফ্য়ানেদের কাছে বিদ্রুপের পাত্রী হয়েছিলেন। ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্য়াচ শেষ হয়ে যাওয়ার পর তিনি বলিউড অভিনেতা শাহরুখ খানকে বেস্ট অফ লাক জানান।
বিদ্রুপের জবাব তামাশা করেই দিলেন বিরাটের ইংরেজ প্রেমিকা
