সিএএ আইনের আওতায় কী ভারতের নাগরিকত্ব নিতে চান? দানিশ কানোরিয়া দিলেন এই জবাব 1

শোয়েব আকতার কিছুদিন আগেই পাকিস্থানের একটি চ্যানেল পিটিভিকে একটি সাক্ষাতকারে বলেছিলেন যে পাকিস্তান দলের প্রাক্তন স্পিনার দানিশ কানোরিয়াকে হিন্দু হওয়ার কারণে দলে সম্মান দেওয়া হতো না। তার সঙ্গে বসে খাবার খেতেও পেছিয়ে যেতেন পাকিস্তানী খেলোয়াড়রা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই বয়ানকে দানিশ কানোরিয়াও সঠিক বলে জানিয়েছিলেন। কানোরিয়া শোয়েব আকতারকে ধন্যবাদন জানিয়েছেন বলেছেন, তিনি খুশি যে শোয়েব আকতার এই কথা বলার সাহস দেখিয়েছেন যা তিনি কখনো দেখাতে পারেননি।

ভারতের নাগরিকতা নিতে চান না দানিশ কানোরিয়া

সিএএ আইনের আওতায় কী ভারতের নাগরিকত্ব নিতে চান? দানিশ কানোরিয়া দিলেন এই জবাব 2

শোয়েব আকতারের এই বয়ানের পর শিরোনামে উঠে এসেছিলেন দানিশ কানোরিয়া। যথেষ্ট বিতর্ক হয়েছিল শোয়েবের এই বয়ানের পর। এখন আবারো শিরোনামে উঠে এসেছেন কানোরিয়া। আসলে সিএএ আইনের আওতায় দানিশ কানোরিয়া ভারতের নাগরিকত্ব নিতে চান না। এই বিষয়ে কথা বলতে গিয়ে দানিশ কানোরিয়া নিজের একটি বয়ানে বলেন, “এটা সেই সংখ্যালঘু মানুষদের জন্য, যারা সমস্যায় রয়েছেন। পাকিস্তানের মানুষ যথেষ্ট ভালো। এখানে আমার যথেষ্ট ফ্যান্স রয়েছে আর সম্মানও দেন। আমার লড়াই স্রেফ পিসিবির সঙ্গে। বোর্ড সকলের সমর্থন করে কিন্তু ওদের সঙ্গে ভেদাভেদ করছে”।

শাহিদ আফ্রিদিকে বানালেন নিশানা

সিএএ আইনের আওতায় কী ভারতের নাগরিকত্ব নিতে চান? দানিশ কানোরিয়া দিলেন এই জবাব 3

নিজের বয়ানে দানিশ কানোরিয়া শাহিদ আফ্রিদির উপরও নিশানা সেধেছেন। তিনি টি-২০ দলে জায়গা না পাওয়ার কারণ জানিয়ে বলেছেন, “সকলেরই নিজের লবি ছিল। আমি তাতে ফিট হতাম না। ইংল্যান্ডের টি-২০ লীগের প্রদর্শনকে নির্বাচকরা গুরুত্ব দেয় না। আফ্রিদি লেগ স্পিনার ছিলেন। ওরা অন্য লেগ স্পিনারদের ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ দিতেন না”।

ভারতে কমেন্ট্রি বা কোচিং করতে চান

সিএএ আইনের আওতায় কী ভারতের নাগরিকত্ব নিতে চান? দানিশ কানোরিয়া দিলেন এই জবাব 4

জানিয়ে দিই যে স্পিনার দানিশ কানোরিয়া পাকিস্তান দলের হয়ে ৬১টি টেস্ট ম্যাচে ২৬১টি উইকেট এবং ১৮টি ওয়ানডেতে মোট ১৫টি উইকেট নিয়েছেন। তিনি বলেন যে তিনি ভারতে কোচিং বা কমেন্ট্রি করতে চান। দানিশ কানোরিয়া বলেন, “আমি এখনো খেলার জন্য তৈরি। সেই সঙ্গে কোচিং আর কমেন্ট্রিও করতে চাই। আমি ভারত, বাংলাদেশে কোচিং করতে চাই”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *