১৯৭৫ থেকে ২০১৯ , কোনও বছর বিশ্বকাপে এমনটা দেখা যায়নি, কিন্তু বহু বছরের মিথ ভেঙে দিলেন দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে ।ম্যাচের প্রথম ওভারটি তিনি বল তুলে দিলেন ইমরান তাহিরের হাতে, আর এর মধ্যে দিয়ে এই প্রথম বার বিশ্বকাপের প্রথম ওভারে কোনও স্পিনার কে বল করতে দেখলো ক্রিকেট বিশ্ব।এদিনের এই ঘটনার মধ্যে দিয়ে ইতিহাসের খাতায় নাম তুলে দিলেন তাহির তাও একটি উইকেট সহ।

ফাফের সিদ্ধান্ত তো যে ভুল ছিলো না তার প্রমান দিলেন তাহির ওভারের দ্বিতীয় বলে।ওর গুড লেংথ ডেলিভারি ডিফেন্ড করতে দিয়ে ডি ককের হাতে ক্যাচ দিয়ে বসলেন ব্যারিস্টো।যে কিনা সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে আছেন।ব্যারিস্টো আউট হতেই ফের ইমরানের সেই ট্রেডমার্ক সেলিব্রেশন দেখলো ওভাল।উইকেট নিয়ে শুধু মাত্র ইমরান একাই রেকর্ড নয়, বরং উইকেট খুইয়ে রেকর্ড বুকে জায়গা করে নিলো ব্যারিস্টো।জন রাইটের পর তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যে কিনা বিশ্বকাপের প্রথম ওভারেই আউট হয়েছেন।প্রসঙ্গত, ১৯৯২ এর বিশ্বকাপে ক্রেগ ম্যাকডারমটের বলে এমন ভাবেই ফিরে গেছিলেন জন রাইট।

স্বাভাবিক ভাবেই প্রশংসা করতে হয় এদিন ডু প্লেসিস এর এই সিদ্ধান্ত কে , কারন, স্পিনারের বিরুদ্ধে ব্যারিস্টোর গড় একদম ভালো নয়।এমনকি সদ্য শেষ হওয়া আইপিএলে সাতবার স্পিনারের কাছে আউট হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখাকালীন এই মুহূর্তে ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০০-৩।ক্রিজে আছেন ইওন মর্গ্যান ( ৫৩) এবং বেন স্টোকস (৩৮),একটি করে উইকেট পেয়েছেন তাহির, রাবাদা এবং ফেলুকায়ো
একনজরে বিশ্বকাপের প্রথম বল (১৯৭৫-২০১৫)
১৯৭৫ : মদনলাল বিপক্ষে জেমসন
১৯৭৯ : রবার্টস বিপক্ষে গাভাস্কার
১৯৮৩ : হেডলি বিপক্ষে ফ্লাওয়ার
১৯৮৭ : জন বিপক্ষে রামিজ

১৯৯২ : ম্যাকডারমট বিপক্ষে রাইট
১৯৯৬ :কর্ক বিপক্ষে স্পিয়ানম্যান
১৯৯৯: গগ বিপক্ষে জয়সূর্য
২০০৩:পোলক বিপক্ষে গেইল
২০০৭: গুল বিপক্ষে গেইল

২০১১ : সাইফুল বিপক্ষে শেহওয়াগ
২০১৫ : কুলুশেখরা বিপক্ষে গুপ্টিল