ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর বলিউড অভিনেতা শুশান্ত সিং রাজপুতের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। জানিয়ে দিই এই ভিডিয়োটিতে সুশান্ত সিং রাজপুতকে মহেন্দ্র সিং ধোনির কপি করতে দেখা যাচ্ছে। সুশান্ত সিং রাজপুতকে কিছুদিন আগেই ধোনির বায়োপিকে তার ভূমিকা পালন করেছিলেন।
ভিডিয়োতে ধোনিকে কপি করতে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতকে
জানিয়ে দিই কিভাবে ওই ফিল্মে তিনি ধোনিকে কপি করেছিলেন এইসমস্তই ওই ভিডিয়োতে দেখানোহ হয়েছে। এই ভিডিয়োকে সুশান্ত সিং রাজপুত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
জানিয়ে দিই মহেন্দ্র সিং ধোনির জীবন আধারিত ফিল্ম ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র সিক্যুয়াল তৈরি হতে চলেছে। যেখানে আরো একবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে দেখা যাবে। সুশান্ত সিং রাজপুত মহেন্দ্র সিং ধোনির ফিল্মে নিজের অভিনয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন।
এমনভাবে ভিডিয়োতে দেখা যাচ্ছে দুজনকে
সুশান্ত সিং রাজপুতকে ধোনিকে নকল করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োতে দেখা যেতে পারে যে যাই ধোনি করছেন সেটাই সুশান্ত সিং রাজপুতও করছে। ভিডিয়োর শুরুয়াতে মহেন্দ্র সিং ধোনিয়ার সুশান্তকে ট্রেডমিলে দৌড়তে দেখা যাচ্ছে।
মহেন্দ্র সিং ধোনিএই সময় অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত
মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে অস্ট্রেলিয়া ৩৪ রানে হারিয়ে দিয়েছে।কিন্তু মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। যদিও তার ইনিংসের সমালোচনা হয়েছিল। ক্রিকেট পণ্ডিতদের মতে ধোনি যদি সামান্য দ্রুত রান করত তো ভারত এই ম্যাচ জিততে পারত। জানিয়ে দিই ১৪টি ইনিংসের পর ধোনি কোনো ওয়ানডে ম্যাচে হাফসেঞ্চুরি করলেন।