ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমো পালের।এ্যঙ্কেলের চোটের দরুন দেশের হয়ে মাঠে নামতে পারছেন না এই ওয়েস্ট ইন্ডিজ বোলার।২০১৮ এর জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয় এই ক্রিকেটারের। খেলেছেন তিন ধরনের ফর্ম্যাটে।
সেই সময় দারুণ পারফরম্যান্স দেন তিনি ব্যাট হাতে।ছয় উইকেট নেওয়ার থেকে তার চর্চায় উঠে আসার অন্যতম কারণ ছিলো সেই সময় ভারতের বিপক্ষে রাজকোটে ৪৭ রানের ইনিংস।এবছর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে তাকে শেষ বার টেস্টে খেলতে নামতে দেখা গেছে।তার বদলে ভারতের বিপক্ষে মাঠে নামতে চলেছে মিগুয়েল কামিন্স।
এবিষয় ওয়েস্ট ইন্ডিজ কোচের বক্তব্য, ” কেমো ছিটকে যাওয়ার পর আমরা চাইছিলাম মিগুয়েলের মতো একজন ক্রিকেটারকে সুযোগ দিতে।কারণ ওর এক্সপেরিয়েন্স এক কথায় অসাধারণ।”

দেশের হয়ে ১৩ টি টেস্ট ম্যাচে খেলতে দেখা গেছে কামিন্সকে।সেখানে ৩৭.৫৩ গড়ে নিয়েছেন ২৭ টি উইকেট।২০১৬ সালে কিংসটনে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সুযোগ পান তিনি।একই সিরিজের দ্বিতীয় ম্যাচে নয় উইকেট নেন তিনি।যার মধ্যে রয়েছে একটি ছয় – উইকেট নেওয়ার।যদিও পরবর্তী সময়ে ফর্মে না থাকার দরুন দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি।শেষ বারের মতো তাকে খেলতে দেখা যায় ২০১৮ এর জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে।
যদিও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ” এ ” দলের হয়ে তিনি খেলেছিলেন ভারতের ” এ ” দলের বিপক্ষে।প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন ৪ উইকেট।সেই সময় জাতীয় দলের বর্তমান কোচ তাকে দলে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।

” এ দলের হয়ে ওর খেলা দেখার পর ট্রেনিং সিজনে দেখলাম ওর লেংথ আরও উন্নত হয়েছে।ও খুবই হার্ড ওয়ার্কার এবং উইকেট টেকার।সুযোগ পেলে ও নিশ্চিত ভালো কিছু করবে বলেই আমার বিশ্বাস।” মন্তব্য ওয়েস্ট ইন্ডিজ কোচের।