এই বিশেষ কারণের জন্যই প্রতিপক্ষের খেলোয়াড়রা জার্সি চাইতেন ধোনির কাছ থেকে 1

এই বছর আইপিএল এ চেন্নাই সুপার কিংস সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। ১৩টি ম্যাচে মাত্র ছয়টি ম্যাচ জিতে লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে দুই বারের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি এই প্রথমবার প্লে অফে উঠল না চেন্নাই সুপার কিংস। তবে প্রতিটি ম্যাচের শেষে দেখা গিয়েছে, প্রতিপক্ষের তরুণ খেলোয়াড়দের নিয়ে বিশেষ ক্লাস নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, তার দীর্ঘ ক্রিকেটীয় কেরিয়ারের অভিজ্ঞতা যেন তিনি শেয়ার করছেন ভবিষ্যৎ প্রজন্মকে।

এই বিশেষ কারণের জন্যই প্রতিপক্ষের খেলোয়াড়রা জার্সি চাইতেন ধোনির কাছ থেকে 2

এছাড়াও আরও একটি ছবি বেশ নজরে এসেছে। তা হল, প্রতিটি ম্যাচের শেষেই প্রতিপক্ষের খেলোয়াড়দের নিজের জার্সি সই করে দিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। এরকম একাধিক ক্রিকেটারকে নিজের সই করা জার্সি দিয়েছেন মাহি। জস বাটলার থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নীতিশ রানার মত একাধিক খেলোয়াড় পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির জার্সি। আর সেই ছবি দেখেই প্রশ্ন উঠেছিল, তবে কি এই বছরই শেষ আইপিএল হতে চলেছে ধোনির জন্য!

IPL 2020: MS Dhoni Reveals The Reason Behind Players Asking For His Jersey

যদিও গতকালই অবসরের সকল জল্পনা উড়িয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে টসের সময় যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই মরশুমই তার শেষ কি না, সেই প্রশ্নের উত্তরে ধোনি জানান, “ডেফিনেটলি নট”। আর এই শব্দবন্ধনী মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায় সর্বত্র। আর তারপরই প্রশ্ন জাগে, তাহলে কিসের জন্য সবাইকে নিজের জার্সি বিলি করছিলেন ধোনি?

IPL 2020 – WATCH: MS Dhoni gifts his No. 7 jersey to Nitish Rana and  Kuldeep Yadav after CSK vs KKR clash

এই নিয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সকল জল্পনা উড়িয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। তিনি জানিয়েছেন, খেলোয়াড়রা হয়ত ভেবেছিলেন যে তিনি অবসর নেবেন, তাই তার কাছ থেকে জার্সি চেয়েছিলেন স্মৃতি হিসেবে। এই প্রসঙ্গে ধোনি বলেছেন, “খেলোয়াড়রা হয়ত ভেবেছিল আমি অবসর নেব। আপনি জানেনই, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি, তাই ওরা ভেবেছিল যে আমি হয়ত আইপিএল থেকেও অবসর নেব যেহেতু টুর্নামেন্ট শুরুর আগেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম।” 

Jos Buttler Elated As He Receives Jersey From MS Dhoni After Starring In  Win Over CSK

যদিও পরের আইপিএল শুরু হতে বেশি দেরি নেই। খুব বড় সমস্যা না এলে পাঁচ মাস বাদে দেশের মাটিতে আবারও শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মরশুম যে ব্যর্থতার সম্মুখীন হয়েছে চেন্নাই সুপার কিংস, তা দূর করতে মরিয়া থাকবে তারা। পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজেকে আবারও প্রমাণ করতে মরিয়া মহেন্দ্র সিং ধোনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *