Who is India's best pacer at present

ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহদের নিয়ে সাজানো বোলিং আক্রমনকে কেউ কেউ আক্ষ্যা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা পেস আক্রমন হিসেবে। কেননা নিজেদের দিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন যে কেউ।

জেনে নেওয়া যাক বর্তমান ভারতীয় দলের পেসারদের কার কী অবস্থান রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।

 

৫. উমেশ যাদব

বর্তমানে ভারতীয় দলের সেরা পেস বোলার কে ? 1

নতুন বলে আউট সুইং দিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাবু করার কৌশল ইতোমধ্যে বেশ ভালোই রপ্ত করেছেন উমেশ। অন্যদিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের বোকা বানানোর ক্ষেত্রে ইয়র্কার কিংবা বাউন্সও করতে পারেন দক্ষতার সাথে। ভুবনেশ্বর কুমার কিংবা মহম্মদ শামিদের সাথে কেমেস্ট্রি জমিয়ে বহু ম্যাচ যেতার নায়ক হয়েছেন ডানহাতি এই বোলার।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ১০৬টি উইকেট নিয়েছেন উমেশ যাদব। তাঁর বোলিং গড় ৩৪.৬৬।

৪. জসপ্রীত বুমরাহ

বর্তমানে ভারতীয় দলের সেরা পেস বোলার কে ? 2

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নৈপুণ্য দেখিয়ে সদ্যই টেস্ট দলে যায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে একা হাতে বল করে ভারত দলের বহু ন্যাচের বিজের সাক্ষী হয়েছেন ডানহাতি এই বোলার। তাঁর বাউন্স খেলতে হিমশিম ক্ষান বিশ্বের বহু বাঘা বাঘা ব্যাটসম্যান।

এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলা এই বোলার টেস্ট ক্রিকেটে উইকেট পেয়েছেন ২১টি, বোলিং গড় ২২.৬১।

৩. ইশান্ত শর্মা

বর্তমানে ভারতীয় দলের সেরা পেস বোলার কে ? 3

প্রায় এক দশকেরও বেশি সম্য ধরে ভারত দলে খেলতে থাকা ডানহাতি এই পেসার টেস্ট ক্রিকেটে প্রায় সবসময়ই ছিলেন নিয়মিত মুখ। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করার পর থেকে যতই দিন গেছে তিনি হয়েছেন আরো পরিণত। পারফরম্যান্সও হয়েছে আগের থেকে ধারালো। এখন পর্যন্ত ভারতের হয়ে সাদা পোশাকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮৫টি, উইকেট সংখ্যা ২৪৯ ও বোলিং গড় ৩৫.১৬।

২. মহম্মদ শামি

বর্তমানে ভারতীয় দলের সেরা পেস বোলার কে ? 4

বর্তমান সময়ে ভারত দলে সুইং বোলার হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে মহম্মদ শামির। আঙুলের কারসাজিতে রিভার সুইং করে ব্যাটসম্যানদের বোকা বানানো যেন তাঁর কাছে মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। আর সেটা আরো বেড়ে যায় যখন সাদা পোশাকে মাঠে নামেন কারণ নতুন এবং পুরাতন উভয় বলেই সুইং করাতে পারেন এই ডানহাতি।
এখন পর্যন্ত ৩৩টি টেস্ট ম্যাচ খেলে ২৯.৭৬ বোলিং গড়ে ঝুলিতে পুরেছেন ১১৮টি উইকেট।

১. ভুবনেশ্বর কুমার

বর্তমানে ভারতীয় দলের সেরা পেস বোলার কে ? 5

গত কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনা করা হলে দেখা যায় ভারতের পেস আক্রমণ ভাগ বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন ভুবনেশ্বর। যেকোনো কন্ডিশনেই লাল বলে সুইং করাতে দক্ষ এই পেসার যেকোনো সময় প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধ্বস নামিয়ে দিতে পারেন একাই। তাঁকে নিয়ে ভারতের ক্রিকেট বেশ ভাল কিছু আশা করতে পারে নির্দ্বিধায়।
তাঁর টেস্ট ক্যারিয়ারে মোট ২১ ম্যাচ খেলে উইকেট সংখ্যার জায়গায় ৬৩ লিখাতে সমর্থ হয়েছেন এই পেসার। অন্যদিকে তাঁর বোলিং গড় এখন পর্যন্ত রয়েছে ২৬.০৯।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *