করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে দেশে লকডাউন চলছে। আসলে করোনার লড়াইতে জেতার জন্য প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। সমস্ত ক্রিকেটার এই মুহূর্তে নিজেদের পরিবারের সঙ্গে বাড়িতে বন্দী। বেশকিছু ক্রিকেটার এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোষ্ট করছেন আর নিজদের বাড়িতেই নিজেদের ফিটনেসের উপর সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন।
সিঙ্গল খেলোয়াড়দের হচ্ছে লকডাউনে বাইরে বেরোনোর ইচ্ছে
কয়েকদিন আগে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান আর কমেন্টেটর কেভিন পিটারসন রোহিত শর্মার সঙ্গে একটি লাইভ ইনস্টাগ্রাম ভিডিয়ো কল করেছিলেন। তিনি সেই সময় প্রশ্ন করেছিলেন, “আপনার কী মনে হয় ভারতীয় দলের কোন প্লেয়ার এই লকডাউনকে সবচেয়ে বেশি অপছন্দ করছেন?
রোহিত শর্মা এই প্রশ্নের জবাবে বলেন, “যারা সিঙ্গল রয়েছেন, তারা বাইরে যাওয়ার জন্য ছটফট করছেন হয়ত। এরা সকলেই সেলফি, ভিডিয়ো পোষ্ট করে। আমার মনে হয় যে যদি এই সময় লকডাউনে কারো বাইরে বেরোনোর ইচ্ছে করে থাকে তো তারা হলে আমাদের দলের সিঙ্গল খেলোয়াড়রা”।
পরিস্থিতির উন্নতি হলেই হবে আইপিএল
বর্তমানে সমস্ত ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন রয়েছে যে আইপিএল হবে কী না? বর্তমানে এই টি-২০ লীগ হওয়ার চান্স খুবই কম দেখাচ্ছে। কারণ করোনা নামক ভাইরাস বিশ্ব থেকে যাওয়ার নামই নিচ্ছে না, বরং এই ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েই চলেছে। রোহিত শর্মা বলেছেন যে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পর আর পরস্থিতির অনেকটাই উন্নতি হওয়ার পর বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লীগের আয়োজন বিসিসিআই করতে পারে। আসলে রোহিত শর্মার এই বয়ানও সেই সময় এসেছিল যখন তিনি ইংল্যান্ড দলের প্রাক্তন ব্যাটসম্যান আর কমেন্টেটর কেভিন পিটারসনের সঙ্গে লাইভ ইনস্টাগ্রাম ভিডিয়ো কলে ছিলেন।