এবছর বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।ব্যাটিং হোক অথবা বোলিং সবেতেই নিজেকে এক অন্যমাত্রায় নিয়ে যাচ্ছেন।এবছর বিশ্বকাপের বাংলাদেশের দুরন্ত পারফরম্যান্সের জন্য শাকিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।দলের কঠিন মুহূর্তে ব্যাটিং ,বোলিংয়ে তার দুরন্ত সাফলতা চলতি বিশ্বকাপে অধিক নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজাকে।
এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী শাকিব।করেছেন ৪৭৪ রান।শুধু তাই নয়, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম দশেই আছেন এই বাংলাদেশের ব্যাটসম্যান।পেয়েছেন দশটি উইকেট।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার এমন দুরন্ত সাফলতার রহস্য জানতে চাওয়া হলে শাকিব জানান,বিশ্বকাপের আগে থেকেই নিজেকে তৈরি করার কাজ শুরু করে দিয়েছিলেন তিনি।প্রচন্ড পরিশ্রম করেছেন এমন ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য।
প্রসঙ্গত, এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পন্চাশ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছিলেন শাকিব।এমন রেকর্ড গড়ার মধ্যে দিয়ে বিশ্বকাপের রেকর্ড বুকে যুবরাজ সিংয়ের পাশে বসলেন শাকিব।
এদিন দেশের সমর্থকদের ভূয়সী প্রশংসা করেছেন শাকিব।জানিয়েছেন,এখনো অবধি টুর্নামেন্টে দেশের মানুষ দলের জন্য যেমন গলা ফাটাচ্ছেন তা দেখে অভিভূত তিনি।বিশ্বকাপের শুরু থেকেই এই বিষয়টি লক্ষ্য করছেন, তা শেষ অবধি বজায় থাকবে বলেই আশা রাখছেন শাকিব।
পাঁচ উইকেট নাকি ৫০ রান ? কোনটাকে এগিয়ে রাখবেন এদিন ম্যাচের ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে? এমন মজার প্রশ্নের জবাবে শাকিব প্রাধান্য দিয়েছেন ৫ উইকেট কে।গতদিন আফগানিস্তানের বিপক্ষে জয় আরও একধাপ সেমিফাইনালের পথে এগিয়ে দিলো বাংলাদেশ কে।এই মুহূর্তে সাত ম্যাচে সাত পয়েন্ট রয়েছে ভারতের এই প্রতিবেশী দেশটির এবারের বিশ্বকাপে।এর পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তানের।প্রসঙ্গত,আগামী ২ রা জুলাই ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে এই দুই দেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বীতা এক অন্য পর্যায়ে গেছে।স্বাভাবিক ভাবেই এই দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ম্যাচ ঘিরে তৈরির হয়েছে এক অন্যরকম উত্তেজনা।এই ম্যাচের আগে শাকিব জানালেন নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারিয়ে দিতেন পারে তারা,এমনটাই মনে করছেন শাকিব।